• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা-বউ দু’জনেই বিশ্বাসঘাতক, রাগে বাড়ি ছাড়ছে সূর্য! টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়ার ধামাকা পর্ব

Updated on:

Anurager Chhowa Surja ready to leave house sona rupa makes him stay

Anurager Chhowa Surja deceides to left home : স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) নিয়ে দর্শকদের অভিযোগের শেষ নেই। প্রায় এক বছর হতে চলল সূর্য-দীপার ভুল বোঝাবুঝির ট্র্যাক দেখানো হচ্ছে সিরিয়ালে (Bengali Serial)। একঘেয়ে গল্প দেখতে দেখতে রীতিমতো বিরক্ত হয়ে পড়েছেন দর্শকরা। তাঁদের একটাই দাবি, এবার নায়ক-নায়িকার মিল দেখানো হোক। কিন্তু কোথায় কী! সময়ের সঙ্গে সূর্য-দীপার ভুল বোঝাবুঝিও বাড়ছে। এবার যেমন মা-বউকে ভুল বুঝে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নিল সূর্য।

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, মিশকার (Mishka) জন্যই আজ সূর্য (Surjya)-দীপার (Deepa) মধ্যে এত দূরত্ব তৈরি হয়েছে। কারণ মিশকা সূর্যকে বলেছিল, সে কোনোদিন বাবা হতে পারবে না। প্রিয় বান্ধবীকে বিশ্বাস করে নিজের স্ত্রীকে দুশ্চরিত্রা তকমা দেয় সূর্য। শুধু তাই নয়, গর্ভবতী দীপাকে বাড়ি থেকেও বের করে দেয় সে।

Anurager Chhowa, Anurager Chhowa Surjya Deepa crying

ধারাবাহিকে সম্প্রতি আবার দেখানো হয়েছে, সোনার (Sona) আসল জন্মপরিচয় জানতে পেরেছে সূর্য। সে যে আসলে দীপার মেয়ে একথা জেনে মাথায় বাজ পড়েছে তার। আর এরপর থেকেই রাগে ফুঁসছে সে। সূর্য ভাবছে, সোনা-রূপা (Rupa) আসলে দীপা আর কবীরের (Kabir) কুকর্মের ফল। তাদের অবৈধ সম্পর্কের জেরেই জন্ম হয়েছে দীপার দুই মেয়ের।

আরও পড়ুনঃ শুধুই নয় অভিনয়, রয়েছে লেখিকার গুণ, জনপ্রিয় এই সিরিয়ালগুলির স্ক্রিপ্ট লিখেছেন ‘ধারা’ অর্কজা

Anurager Chhowa, Anurager Chhowa Labanya and Surjya

অন্যদিনে সূর্য এটাও জেনেছে, লাবণ্য সোনার জন্মপরিচয় সম্বন্ধে আগে থেকেই জানতো। সোনা যে আসলে দীপার মেয়ে একথা জেনেই তাকে সেনগুপ্ত বাড়িতে নিয়ে আসে লাবণ্য। নিজের মা এত বড় মিথ্যা বলেছে সেটাও মেনে নিতে পারছে না সূর্য। সব মিলিয়ে তাই এবার সূর্য বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুনঃ বউকে অপমান করেই নায়ক থেকে খলনায়ক, দর্শকদের মতে ভিলেন বাংলা সিরিয়ালের এই তারকারা

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)


ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, দীপের অন্নপ্রাশনের দিন ফের সবার সামনে দীপাকে অপমান করে সূর্য। শুধু তাই নয়, লাবণ্যও যে সবটা আগে থেকে জানতো সেকথাও বাড়ির সবার সামনে ফাঁস করে দেয় সে। বিস্তর চেঁচামেচির পর অবশেষে সূর্য বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই সময়ই এন্ট্রি হয় সোনা-রূপার। বাবার কষ্ট দেখে সোনা বলে, সেই তার বাবা এবং ফুলমা তার মা। যদিও সেকথা সে মানে না। শেষ পর্যন্ত কি সোনা-রূপা পারবে বাবাকে আটকাতে? নাকি সূর্য নিজের জেদে অনড় থাকবে? উত্তর পাওয়া যাবে আগামী পর্বগুলিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥