• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শ্রাবণের থেকে বেশি সুন্দরী! রইল স্টার জলসার ওমকারের বাস্তবের স্ত্রীর ছবিসহ আসল পরিচয়

Published on:

This Bengali serial actress is real life wife of Love Biye Aaj Kal actor Om Sahani

ছোটপর্দার হ্যান্ডসাম হিরোদের তালিকা তৈরি করা হলে ওপরের দিকেই স্থান করে নেবেন ‘লাভ বিয়ে আজকাল’র (Love Biye Aaj Kal) নায়ক ওম সাহানি (Om Sahani)। পর্দার ওমকারের প্রেমে হাবুডুবু খান বহু মেয়ে। সোশ্যাল মিডিয়া খুললেই ওমকে নিয়ে দর্শকদের ক্রেজ চোখে পড়ে। তবে অনেকেই জানেন না, পর্দার মতো বাস্তব জীবনেও বিবাহিত ওমকার। অভিনেতা স্ত্রী (Wife) বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় এক অভিনেত্রী।

টেলিভিশনের হাত ধরে কেরিয়ার শুরু হয়েছিল ‘লাভ বিয়ে আজকাল’ নায়কের। এরপর ওমের সামনে খুলে যায় টলিউডের দরজা। ‘হিরো ৪২০’, ‘অগ্নি ২’, ‘প্রেম কি বুঝিনি’ সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে ছোটপর্দার মতো সাফল্য বড়পর্দায় পাননি অভিনেতা। সেই জন্য প্রায় এক দশক পর ফের টেলি দুনিয়াতেই কামব্যাক করলেন তিনি।

Om Sahani, Om Sahani fees, Highest paid Bengali serial actor

তবে ওমকে গত ১৩ বছর ছোটপর্দায় দেখা না গেলেও তাঁর স্ত্রী কিন্তু চুটিয়ে কাজ করে যাচ্ছেন। সাম্প্রতিক অতীতেও একাধিক হিট বাংলা সিরিয়ালে তাঁকে দেখেছেন দর্শকরা। স্টার জলসারই বহু জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। এখন নিশ্চয়ই ভীষণ জানতে ইচ্ছা করছেন ওমের রিয়েল লাইফ স্ত্রী কে?

আরও পড়ুনঃ ছোট পোশাক থেকে চুমুতে আপত্তির জেরেই কাজ হারা! আক্ষেপের সুরে জানালেন বাসবদত্তা

তাহলে বলে রাখি, পর্দার ওমকারের বাস্তবের স্ত্রীয়ের নাম হল মিমি দত্ত (Mimi Dutta)। ‘মেয়েবেলা’ ধারাবাহিকে অভিনয় করে বাংলার সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে ‘গুঞ্জা’ নামেই বেশি পরিচিত তিনি। তবে শুধু ‘মেয়েবেলা’ নয়, ‘জয়ী’, ‘ভুতু’, ‘পঞ্চমী’ সহ একাধিক জনপ্রিয় বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন মিমি।

আরও পড়ুনঃ নীল-ময়ূরীর মুখে ঝামা, এবার বিয়ের পিঁড়িতে মেঘ! ‘ইচ্ছে পুতুল’র ভিডিও দেখে তোলপাড় নেটপাড়া

Om Sahani and Mimi Dutta, Om Sahani wife

২০১১ সালে ওম এবং মিমির প্রথম আলাপ হয়। ‘আলোর বাসা’ সিরিয়ালে একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। যদিও তখন সহকর্মী ছাড়া আর কিছুই ছিলেন না। তবে একে অপরের প্রতি ভালোলাগা ছিল তাঁদের। এরপর ২০১৭ সালে ফের মুখোমুখি হন দু’জনে। তখনই ভালোলাগা ভালোবাসার আকার নেয়।

Om Sahani and Mimi Dutta, Om Sahani wife

প্রায় তিন বছর চুটিয়ে প্রেম করার পর ২০২০ সালের ডিসেম্বর মাসে রেজিস্ট্রি করে গাঁটছড়া বাঁধেন ওম এবং মিমি। রেজিস্ট্রি বিয়ের মাস তিনেকের মধ্যে সামাজিকভাবে সাত পাকে বাঁধা পড়েন দুই তারকা। এখন কাজ এবং সংসার দুটোই সমানভাবে সামলাচ্ছেন ওম-মিমি। সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ে মিস্টার অ্যান্ড মিসেস সাহানির ভালোবাসায় ভরা নানান মুহূর্তের ছবি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥