• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছোট পোশাক থেকে চুমুতে আপত্তির জেরেই কাজ হারা! আক্ষেপের সুরে জানালেন বাসবদত্তা

Published on:

Basabdatta Chatterjee opens up about her acting conditions

বাংলা সিরিয়াল প্রেমীদের অত্যন্ত পছন্দের একজন অভিনেত্রী হলেন বাসবদত্তা চ্যাটার্জী (Basabdatta Chatterjee)। তাঁকে  এই মুহূর্তে দেখা যাচ্ছে জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) সিরিয়ালের নায়িকা শিমুলের প্রতিবেশী বান্ধবী সুচরিতার (Suchorita) চরিত্রে। মেয়ে হওয়ার পর বহু দিন বাদে এই সিরিয়ালের হাত ধরে আবার কামব্যাক করেছেন তিনি।

তবে দর্শকদের কাছে তিনি আজও বেশি জনপ্রিয় ‘বয়েই গেল’ সিরিয়ালের জন্য। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে ১৩ বছর পার করে ফেলেছেন অভিনেত্রী। কিন্তু অভিনয়ের এই লম্বা সফরে তিনি কাজ করেছেন খুবই বেছে বেছে। তাই সিরিয়ালের সংখ্যা কম হলেও তিনি নিজের কাজের সাথে আপোষ করেননি কোনদিনও। ছোটপর্দার পাশাপাশি বড় পর্দাতেও অভিনয় করার সুযোগ পেয়েছিলেন তিনি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,কার কাছে কই মনের কথা,Kar Kache Koi Moner Kotha,সুচরিতা,Suchorita,বাসবদত্তা চ্যাটার্জী,Basabdatta Chatterjee,শর্ত,Conditions,অভিনয়,Acting

তবে প্রথম জীবনে অভিনেত্রী নয় সাংবাদিক হওয়ার ইচ্ছা ছিল বাসবদত্তার।  কারণ এক্ষেত্রে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন তাঁর  বাবার কাছ থেকে। আসলে বাসবদত্তার বাবাও ছিলেন পেশায় একজন বিনোদন সাংবাদিক। তাই বাবার থেকে অনুপ্রেরণা পেয়েই সাংবাদিক হওয়ার ইচ্ছা ছিল বাসবদত্তার। কিন্তু তার ভাগ্যের চাকা ঘুরে যায় কলেজে পড়াশোনা করার সময়।

আরও পড়ুনঃ ‘সবই আছে শুধু নেই…’ বোনকে হারানোর শোক নিয়ে কিভাবে দিন কাটাচ্ছেন ঐন্দ্রিলার দিদি?

সেসময় বাংলার কিংবদন্তি পরিচালক ঋতুপর্ণ ঘোষের বাংলা সিরিয়াল ‘গানের ওপারে’তে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন তিনি। এটাই ছিল তাঁর কেরিয়ারের  প্রথম বাংলা সিরিয়াল। এরপর আর পিছনে ফায়ার তাকাতে হয়নি তাঁকে।    বয়েই গেল সিরিয়ালের হাত ধরেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তবে দীর্ঘদিন ধরে অভিনয়ের সাথে যুক্ত থেকেও নিজের কেরিয়ারে তিনি এগিয়েছেন বেশ ধীর গতিতেই।

আরও পড়ুনঃ ইডির তাড়া খেয়েও বেপরোয়া! পুজোর আগেই নাক-ঠোঁটের সার্জারি করতে ব্যস্ত টলি অভিনেত্রীরা

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,কার কাছে কই মনের কথা,Kar Kache Koi Moner Kotha,সুচরিতা,Suchorita,বাসবদত্তা চ্যাটার্জী,Basabdatta Chatterjee,শর্ত,Conditions,অভিনয়,Acting

তাতে যদিও তাঁকে ছাপিয়ে গিয়েছেন তাঁর অনেক সহ অভিনেত্রীরাও। এছাড়া রয়েছে টলিউডের প্রথম সারির পরিচালকদের সাথে কাজ করতে না পারার আফসোস। আসলে যে কোনো চরিত্রে অভিনয় করার আগে বেশ কিছু শর্ট দিয়ে থাকেন বাসবদত্তা। এপ্রসঙ্গে একবার এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন হাঁটুর উপরে পোশাক পরে নিলেও  চুম্বন দৃশ্যতে তাঁর আপত্তি রয়েছে।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন ‘আমার নিজের কিছু নীতি আছে,সেটা থেকে সরতে পারবো না। এত কিছুর পরেও তো ভালো কাজ করছি’। তবে তার জন্য বেশকিছু কাজ হাতছাড়া হওয়ায় পর মন খারাপ হলেও অভিনেত্রী ঠিক করে নিয়েছেন ওই জায়গায় তিনি কখনও আত্মত্যাগ করতে পারবেন না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥