• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফুলশয্যা মিটতেই সতীন হাজির! ফুলকি-রোহিতকে আলাদা করতে সিরিয়ালে এন্ট্রি নিচ্ছে নতুন নায়িকা

Published on:

Zee Bangla,Phulki,Bengali serial,Actress,Actor,Bengali serial actress,Aditi Ghosh,Sneha,Gaatchora,Entertainment,Television,TV serial,Entertainment news,Bangla khobor,Rohit,জি বাংলা,ফুলকি,বাংলা সিরিয়াল,অভিনেত্রী,বাংলা সিরিয়ালের অভিনেত্রী,অদিতি ঘোষ,স্নেহা,গাঁটছড়া,টিভি সিরিয়াল,টেলিভিশন,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর,রোহিত,Aditi Ghosh Phulki,অদিতি ঘোষ ফুলকি

Phulki Serial New Character Entry : জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকটির জনপ্রিয়তা দর্শকমহলে দেখার মতো। খুব বেশিদিন হয়নি সিরিয়ালটি (Bengali Serial) শুরু হয়েছে, তবে অল্প সময়ের মধ্যেই দর্শক মনে স্থান করে নিয়েছে রোহিত-ফুলকিরা। বাংলা সিরিয়ালের তথাকথিত পরকীয়া-কুটকচালির ভিড়ে ভিন্ন স্বাদের গল্প দেখিয়ে আদায় করে নিয়েছে প্রশংসা। এবার এই সিরিয়ালেই আসতে চলেছে মোড়ঘোরানো পর্ব। রোহিত (Rohit)-ফুলকির সংসারে আগুন ধরাতে এন্ট্রি নিচ্ছে নতুন খলনায়িকা (Villain)

‘ফুলকি’র নিয়মিত দর্শকরা জানেন, ইতিমধ্যেই সাত পাকে বাঁধা পড়েছে রোহিত-ফুলকি। যদিও ভালোবাসা নয়, বরং খানিকটা বাধ্য হয়েই ফুলকিকে বিয়ে করেছে রোহিত। তবে আস্তে আস্তে কাছাকাছি আসছে দু’জনে। রোহিত-ফুলকির দুষ্টু-মিষ্টি কেমিস্ট্রি দেখতেও বেশ ভালোলাগছে দর্শকদের। কিন্তু এবার তাদের সেই সম্পর্ক ভাঙতেই ধারাবাহিকে এন্ট্রি নিচ্ছেন জনপ্রিয় এক টেলি অভিনেত্রী।

Phulki, Phulki and Rohit, Phulki new promo

কয়েকদিন আগেই একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছিল, ‘ফুলকি’তে নতুন মুখ যুক্ত হতে চলেছে। অবশেষে প্রকাশ্যে চলে এল সেই অভিনেত্রীর নাম-পরিচয়। জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিকে খলনায়িকা হিসেবে এন্ট্রি নিচ্ছেন ‘গাঁটছড়া’ (Gaatchora) খ্যাত অদিতি ঘোষ (Aditi Ghosh)। ধারাবাহিকে ‘স্নেহা’ (Sneha) নামের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।

আরও পড়ুনঃ শাড়ি-ব্লাউজ অতীত, বিকিনিতে ছবি শেয়ার বাংলা সিরিয়ালের ‘আদর্শ বৌমা’র! দেখে ‘থ’ নেটপাড়া

Aditi Ghosh, Aditi Ghosh entering Phulki

‘ফুলকি’তে দেখানো হবে, রুদ্ররূপকে সাহায্য করতে এন্ট্রি নিয়েছে স্নেহা। রুদ্রর সঙ্গে মিলে রোহিত-ফুলকিকে আলাদা করার চক্রান্ত করবে সে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন লুকের ছবিও শেয়ার করেছেন অদিতি। এক নামী সংবাদমাধ্যমে কাছে এই প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, ‘ফুলকি’তে ভিলেন হিসেবে তিনি এমন কিছু চমক দেখাতে চলেছেন যা সবাইকে রীতিমতো অবাক করে দেবে।

আরও পড়ুনঃ ধরা পড়েও লজ্জা নেই! মেঘকে ফাঁসাতে নতুন চক্রান্ত ময়ূরীর, টিভির আগেই ফাঁস আসন্ন মহাধামাকা টুইস্ট


প্রসঙ্গত, এর আগে স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিকে অদিতিকে দেখেছিলেন দর্শকরা। কুণালের বাগদত্তা পেখমের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। পরবর্তীকালে বীরচন্দ্রের নায়িকা হিসেবে দেখানো হয় তাঁকে। দর্শকরা ভেবেছিলেন, ‘গাঁটছড়া’য় হয়তো খলনায়িকা হিসেবে দেখা যাবে অদিতিকে। তবে আদতে এমনটা হয়নি। এর আগে ‘বৌমা একঘর’ ধারাবাহিকে অবশ্য খলনায়িকা হিসেবে দেখা গিয়েছিল অদিতিকে। এবার ফের ‘ফুলকি’তে ভিলেন হিসেবে ঝড় তুলতে দেখা যাবে তাঁকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥