• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সতীন আসছে ফুলকির সংসারে! রোহিতের স্ত্রী হয়ে এন্ট্রি নিচ্ছেন এই সুন্দরী নায়িকা

Published on:

This Bengali serial actress in entering Zee Bangla’s Phulki as Shalini

জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকটির (Bengali Serial) পথচলা শুরু হয়েছে সবে কয়েক মাস হল। তবে এর মধ্যেই দর্শকমনে স্থান করে নিয়েছে এই সিরিয়াল। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় ‘মিঠাই’কে নকল করার অভিযোগ উঠলেও, ধারাবাহিকটির জনপ্রিয়তায় তার কোনও প্রভাব পড়েনি। সিরিয়ালপ্রেমী মানুষদের মনে রাজত্ব করছে রোহিত-ফুলকিরা। এবার এই সিরিয়ালেই আসতে চলেছে একটি ধামাকা টুইস্ট।

‘ফুলকি’র নিয়মিত দর্শকরা জানেন, আস্তে আস্তে কাছাকাছি আসতে শুরু করেছে রোহিত (Rohit) এবং ফুলকি। যদিও তাদের আলাদা করতে রোজ নিত্য নতুন চক্রান্ত আঁটছে রুদ্র। তবে এবার তাদের আলাদা করতে আসছে স্বয়ং শালিনী (Shalini)! শীঘ্রই ফুলকির সতীন হিসেবে ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় নায়িকা!

Phulki, Phulki serial Rohit and Phulki

ফুলকিকে বিয়ে করার আগে রোহিতের জীবনে যে একটি সম্পর্ক ছিল তা দর্শকরা ইতিমধ্যেই জেনে গিয়েছে। তবে দুর্ভাগ্যবশত শালিনীর সঙ্গে তার সেই সম্পর্ক টেকেনি। গল্পের সূত্রে জানা গিয়েছে, বক্সিং সংক্রান্ত কোনও একটি কারণ এবং রোহিতের দাদার মৃত্যুর জন্য দু’জনের বিচ্ছেদ হয়ে যায়। সেই ঘটনার পর কেটে গিয়েছে বেশ অনেকটা সময়। এরপর ফুলকির সঙ্গে নতুনভাবে জীবন শুরু করে রোহিত।

আরও পড়ুনঃ উঠতে দেখলেই লোকে টেনে নামায়! সকলের সামনেই চোখে জল, বন্ধ হচ্ছে স্মার্ট নন্দিনী দিদির ভাতের হোটেল?

পরিস্থিতির চাপে বাধ্য হয়ে বিয়ে করলেও আসতে আসতে এখন ফুলকির প্রতি দুর্বল হয়ে পড়ছে রোহিত। দর্শকরা ভেবেছিলেন, এবার হয়তো দু’জনের রোম্যান্সের ট্র্যাক দেখানো হবে। কিন্তু এখন শোনা যাচ্ছে, মোটেই তেমনটা হবে না। বরং এবার রোহিত-ফুলকির জীবনে ঝড় তুলতে ফিরে আসছে শালিনী।

আরও পড়ুনঃ মান-অভিমান ভুলে সূর্যকে কাছে টেনে নিল দীপা! টিভির আগেই লেটেস্ট পর্ব দেখে চোখে জল দর্শকদের

Sharly Modak, Sharly Modak might enter Phulki soon

এর আগেও অবশ্য বেশ কয়েকবার শোনা গিয়েছিল ধারাবাহিকে শালিনীর এন্ট্রি হতে চলেছে। তবে সোশ্যাল মিডিয়ার গুঞ্জন, এবার খবর একেবারে পাকা। একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ফুলকির সতীন হিসেবে সিরিয়ালে এন্ট্রি নিতে চলেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী শার্লি মোদক (Sharly Modak)। এর আগে তাঁকে ‘ভাগ্যলক্ষ্মী’, ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’র মতো জনপ্রিয় সিরিয়ালে দেখেছেন দর্শকরা। এবার দেখা যাক, ‘ফুলকি’কে কবে এন্ট্রি হয় তাঁর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥