• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মান-অভিমান ভুলে সূর্যকে কাছে টেনে নিল দীপা! টিভির আগেই লেটেস্ট পর্ব দেখে চোখে জল দর্শকদের

Published on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Deepa agrees to come back in Sengupta house

Anurager Chhowa : সপ্তাহের পর সপ্তাহ ধরে টিআরপি তালিকায় রাজত্ব করছে স্টার জলসার (Star Jalsha) টপার ধারাবাহিক (Bengali Serial) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। সূর্য-দীপার জীবনের টানাপোড়েন দেখতে ভীষণ পছন্দ করেন দর্শকরা। সদ্য আবার সূর্য নিজের ভুল বুঝতে পেরেছে। ডিএনএ টেস্ট করে সে জেনে গিয়েছে, সোনা-রূপা আসলে তার সন্তান।

এত বড় সত্যের সম্মুখীন হওয়া মাত্রই নিজের ভুল বুঝতে পারে সূর্য (Surjya)। পাশাপাশি দীপার (Deepa) প্রতি অবিচারের কথা মনে পড়তেই কান্নায় ভেঙে পড়ে সে। সঙ্গে সঙ্গে ক্ষমা চাওয়ার জন্য দীপার বাড়ি ছুটে যায়। যদিও সেখানে গিয়ে সে জানতে পারে, দীপাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা ভীষণ খারাপ।

Anurager Chhowa, Anurager Chhowa Surjya Deepa and Prabir

একথা শুনেই হাসপাতালে চলে যায় সূর্য। সেখানে দীর্ঘ চিকিৎসার পর জ্ঞান ফেরে দীপার। সূর্য সঙ্গে সঙ্গে গিয়ে দীপার দু’হাত ধরে ক্ষমা চায়। সে বলে, ডিএনএ টেস্ট করে সে জানতে পেরেছে সোনা (Sona)-রূপা (Rupa) আসলে তারই সন্তান। একথা শোনার পর অবশ্য দীপা সাফ বলে দেয়, তাদের মধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া আর সম্ভব নয়। সে এবার নিজের আত্মসম্মান নিয়ে একা বাঁচতে চায়।

আরও পড়ুনঃ ইশাকে বেহায়া বানাতেই গলে গেল বাবুউউ’র মা! ফাঁস পর্ণা-কৃষ্ণার মেলবন্ধনের ধামাকা পর্ব

Anurager Chhowa, Anurager Chhowa Surjya Deepa hug

আরও পড়ুনঃ টলিউড কাঁপিয়ে ছোটপর্দায়, ‘জল থই থই ভালোবাসা’র ‘তোতা’কে চেনেন? রইল অভিনেত্রীর আসল পরিচয়

মা-বাবার মিল হল না দেখে ফের কষ্ট পায় সোনা-রূপা। যদিও মায়ের শরীরের দিকে তাকিয়ে সেকথা বলে না তারা। এসবের মাঝেই সূর্য স্বপ্ন দেখে দীপা তাকে ক্ষমা করে দিয়েছে। দূরত্ব ঘুচিয়ে ফের তারা কাছাকাছি এসেছে। কিন্তু স্বপ্ন ভেঙে যেতেই ফের অস্থির হয়ে ওঠে সূর্যর মন।

এরপর দেখা যায়, প্রবীর-লাবণ্য, জয়-ঊর্মি মিলে দীপাকে বাড়ি ফেরার জন্য রাজি করানোর চেষ্টা করতে থাকে। লাবণ্য বলে, সে এত অভিমান করলে সোনা-রূপা কোনোদিন বাবা-মাকে একসঙ্গে পাবে না। সে এভাবে মুখ ফিরিয়ে নিলে সব কিছু শেষ হয়ে যাবে। শেষ পর্যন্ত মেয়েদের মুখের দিকে তাকিয়ে সেনগুপ্ত বাড়ি ফিরতে রাজি হয়ে যায় দীপা। যদিও সূর্যকে এখনও ক্ষমা করেনি সে। বাড়ি ফেরার পর সূর্য কি পারবে ফের নতুন করে দীপার মন জয় করতে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥