• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উঠতে দেখলেই লোকে টেনে নামায়! সকলের সামনেই চোখে জল, বন্ধ হচ্ছে স্মার্ট নন্দিনী দিদির ভাতের হোটেল?

Published on:

Smart didi Nandini Ganguly's pice hotel may close soon

Nandini Didi Pice Hotel : সোশ্যাল মিডিয়া সেনসেশন স্মার্ট দিদি নন্দিনী গাঙ্গুলি (Nandini Ganguly) বর্তমান প্রজন্মের অনেকের কাছেই অনুপ্রেরণা। তাঁর পাইস হোটেল এখন সর্বজনবিদিত। শহর কলকাতার মানুষ তো বটেই এমনকি বাংলাদেশ থেকেও অনেকে এসেছেন নন্দিনীর হাতের তৈরি খাবার খেতে। সোশ্যাল মিডিয়ায় জেরে  দারুন ফ্যান ফলোয়িং নন্দিনীর। জনপ্রিয় সব ফুড ব্লগাররাও হামেশাই ভিড় জমান তাঁর দোকানে।

এবার এহেন নন্দিনীর মুখেই শোনা গেল হা-হুতাশ। সম্প্রতি এক জনপ্রিয় ইউটিউবার কে নিজের দুঃখের কথা জানাতে গিয়ে চোখের জল চলে এসেছে নন্দিনীর। স্পষ্ট করে কিছু না জানালেও নন্দিনীর কথাতে যেন উঠে এলো বুক ভাঙ্গা কষ্ট। এদিন নন্দিনী বলেছেন ‘দু দিন পর তোরা হয়তো আমাকে এখানে না-ও দেখতে পারিস।’ কিন্তু বোঝা যাচ্ছে না নন্দিনী নতুন কোন জায়গায় দোকান দিচ্ছেন? নাকি ওই জায়গা থেকেই তার দোকান উৎখাত করে দেওয়া হচ্ছে?

Smart Didi, Nandini Didi, Nandini Didi YouTube channel, Smart Didi YouTube Channel

নন্দিনী এদিন সবটা খোলসা না করলেও শুধু বলেছেন ‘বলব, বলব, তোদের সবাইকে জানাব। আছে এরকম কিছু জিনিস। তোদের সব ইউটিউবারকেই ফোন করব। বসব, তোদের জন্যই তো আমি আজ এখানে। নন্দিনী থেকে নন্দিনী দিদি হয়েছি। পাঁচজন থেকে পঞ্চাশজন, একশোজন-দেড়শো জন, যাই পেয়েছি তোদের জন্যই পেয়েছি। তোদের জন্যই আজকে আমি।’

আরও পড়ুনঃ কাঁচা বাদাম অতীত! পুজোর আগেই দুই পুচকের ‘ও বউ ও বউ’ ভাইরাল হতেই তিতিবিরক্ত নেটপাড়া

এরপর খানিক ধরা গলায় নন্দিনী বলেছেন ‘যখনই দেখি না কেউ বাড়ছে, আমরা তাকে টেনে নামানোর চেষ্টা করি। তবে কথাতেই তো আছে রাখে হরি মারে কে। কপালে যা আছে তা তো হবেই।’ সোশ্যাল মিডিয়া সেনসেশন নন্দিনী দিদি নম্বর ১-এর মঞ্চে এসেও শুনিয়ে গিয়েছেন নিজের জীবনের লড়াইয়ের কাহিনী।

আরও পড়ুনঃ সিরিয়ালের কালিদাস! বিয়ের মন্ডপেই ফাঁস হবে রূপ-ময়ূরীর কেচ্ছা, ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্ব

Nandini Didi, Nandini Didi boyfriend, Smart Didi

চাকরি ছেড়ে করোনা কালেই এই ভাতের হোটেলে যোগ দিয়েছিলেন মমতা গাঙ্গুলি তথা স্মার্ট দিদি নন্দিনী। নিজের সমস্ত সঞ্চয় আর দিনের বেশিরভাগ সময়টাই দিয়ে দিয়েছিলেন এই দোকানে। তবে নন্দিনীর ‘দোকান বন্ধ হওয়ার’ ভাইরাল ওই ভিডিওটিই এখন ভাবাচ্ছে নেটিজেনদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥