• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হাতে কাজ নেই, হতাশায় ডুবে বাংলা সিরিয়াল ছাড়লেন জনপ্রিয় অভিনেতা!

Updated on:

Bengali serial,Rezwan Rabbani Sheikh,Actor,Bengali serial actor,Television,TV serial,Entertainment,Entertainment news,Bangla khobor,বাংলা সিরিয়াল,রেজওয়ান রাব্বানি শেখ,অভিনেতা,বাংলা সিরিয়ালের অভিনেতা,টেলিভিশন,টিভি সিরিয়াল,বিনোদন,বিনোদনের খবর,বাংলা খবর

বাংলা টেলি ইন্ডাস্ট্রিতে (TV Serial Industry) এমন অনেক অভিনেতা-অভিনেত্রী (Bengali Serial Actor) রয়েছেন যাদের জনপ্রিয়তা আকাশছোঁয়া। ফ্যান ফলোয়িংয়ের নিরিখে অনেকে টলিউড তারকাদেরও টেক্কা দেন। কিন্তু তা সত্ত্বেও এখন তাঁদের সেভাবে পর্দায় দেখা যায় না। জনপ্রিয় বেশ কিছু নায়ক-নায়িকাকে যেন ভুলতে বসেছে ইন্ডাস্ট্রি। আর সেসব দেখেই এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন স্টার জলসার (Star Jalsha) এক জনপ্রিয় নায়ক।

এখানে কথা হচ্ছে, ‘সাঁঝের বাতি’, ‘নবাব নন্দিনী’ খ্যাত নায়ক রিজওয়ান রাব্বানি শেখকে (Rezwan Rabbani Sheikh) নিয়ে। স্টার জলসায় পরপর দু’টি হিট সিরিয়ালে (Bengali Serial) অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন অভিনেতা। কিন্তু এখন তাঁর হাতেই নাকি কাজ নেই! বিশেষত টিআরপির অভাবে ‘নবাব নন্দিনী’ আচমকা বন্ধ হয়ে যাওয়ার পর রিজওয়ানের নতুন কোনও ধারাবাহিক আসার খবর পাওয়া যায়নি। এবার অনুরাগীদের আরও একটি খারাপ খবর শোনালেন অভিনেতা।

All you need to know aboout Nabab actor Rezwan Rabbani Sheikh

বাংলা টেলি ইন্ডাস্ট্রি ছাড়ছে রিজওয়ান!

‘সাঁঝের বাতি’ ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন রিজওয়ান। ‘নবাব নন্দিনী’ ধারাবাহিকটি টিআরপি তালিকায় কামাল না দেখাতে পারলেও তাঁর অভিনয় ভালোলেগেছিল দর্শকদের। কিন্তু তা সত্ত্বেও এখন অভিনেতার হাতে কোনও কাজ নেই। সেই জন্যই এবার বাংলা টেলি ইন্ডাস্ট্রির ছাড়ার কথা ভেবেছেন রিজওয়ান।

আরও পড়ুনঃমাত্রাতিরিক্ত নোংরামি, শিমুলের ওপর হাত তুলল পরাগ! ‘কার কাছে কই মনের কথা’ দেখে ক্ষুদ্ধ নেটপাড়া

বাংলা ছেড়ে কোথায় যাবেন ‘নবাব নন্দিনী’ অভিনেতা?

সম্প্রতি রিজওয়ান জানান, বহুদিন ধরেই তাঁর বাংলার বাইরে বেরিয়ে কাজ করার ইচ্ছা হচ্ছে। তবে বাংলায় একের পর এক প্রোজেক্ট আসায় সেই সুযোগটা হয়ে উঠছিল না। তবে এবার নতুন পথে পা বাড়ানোর সময় হয়ে গিয়েছে বলে মত অভিনেতার। রিজওয়ানের কথায়, এখন তিনি যে অফারগুলো পাচ্ছেন সেগুলো একেবারেই পছন্দ হচ্ছে না। তাই নতুন কোনও বাংলা সিরিয়ালে ‘হ্যাঁ’ বলেনবি তিনি। এমনকি ‘সাঁঝের বাতি’র তেলেগু রিমেকের অফারও এসেছিল তাঁর কাছে।

আরও পড়ুনঃ দীপার দিন শেষ! ষ্টার জলসায় আসছে গর্ভবতী মায়ের সংগ্রামের কাহিনী, প্রকাশ্যে নতুন সিরিয়ালের ট্রেলার

Rezwan Debchandrima New Serial

তবে ভবিষ্যতে তিনি বাংলা ইন্ডাস্ট্রিতেই থাকবেন নাকি অন্য কোনও ইন্ডাস্ট্রিতে চলে যাবেন তা এখনই জানাননি অভিনেতা।কাজের পাশাপাশি রিজওয়ানের ব্যক্তিগত জীবন নিয়েও মাস খানেক ধরে বিস্তর চর্চা হচ্ছে। শোনা গিয়েছিল, ‘সাঁঝের বাতি’ নায়িকা দেবচন্দ্রিমা সিংহ রায়ের (Debchandrima Singha Roy) সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা।

সমাজমাধ্যমে মাঝেমধ্যেই নানান রোম্যান্টিক ছবি, ভিডিও শেয়ার করতে দেখা যেত তাঁদের। তবে কয়েকদিন আগেই একে অপরকে আনফলো করেছেন তাঁরা। নেটিজেনদের অনুমান, বিচ্ছেদের পথে হেঁটেছেন তারকাজুটি। যদিও রিজওয়ান কিংবা দেবচন্দ্রিমা কেউই এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥