• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জেলে শৌচাগার পরিষ্কার করতে হয়েছিল! অতীতের কষ্টের কথা শেয়ার করলেন ‘ভাইজান’ সালমান

Salman Khan shared his Toilet Cleaning Story : সালমান খান (Salman Khan), নামটাই যথেষ্ট বলিউডের ভাইজানকে চেনার জন্য। দেশে তো বটেই বিদেশেও তাঁর ফ্যান ফলোয়িং চোখে পড়ার মত। বক্স অফিসে (Box Office) একাধিক সুপারহিট ছবি থেকে এক ছবিতেই কয়েকশো কোটি আয়ের রেকর্ডও করেছেন তিনি। কিন্তু সফল কেরিয়ারের মাঝেও রয়েছে এক অন্ধকার অধ্যায়। একসময় জেলে (jail) পর্যন্ত গিয়েছিলেন ভাইজান। সম্প্রতি বিগবসের মঞ্চে (Big Boss OTT) জেলের কষ্টের কথা জানালেন সালমান।

একসময় সালমানের ছবি রিলিজ করলেই সিনেমা হলের সামনে উপচে পড়ত ভিড়। কিন্তু সম্প্রতিকালে সেই ছবি পাল্টে গিয়েছে। এবছর বিগ বাজেট ফিল্ম ‘কিসি কা ভাই কিসি কি জান’ রিলিজ করলেও আদতে বক্স অফিসে তা ফ্লপ। তবে ছবি ফ্লপ হলেও বিগবসের দৌলতে মোটা লক্ষীলাভ হয়েছে। আর এবার ওটিটি বিগবসের মঞ্চ থেকেই নিজের জীবনের দুঃখের কাহিনী শেয়ার করে নিলেন সালমান খান।

   

Bollywood superstar Salman Khan starrer Kisi Ka Bhai Kisi Ki Jaan failed in box office

বিগবস ওটিটি সিজেন ২ এর ফাইনালিস্টদের মধ্যে ছিলেন অভিষেক মালহান, পূজা ভাট, মণীশা রানি, বেবিকা ধ্রুব ও এলভিস যাদব। শেষ পর্যন্ত বিজেতার শিরোপা ওঠে এলভিসের মাথায়। শোয়ে সেরা পাঁচ থেকে পূজা ভাট এলিমিনেট হলে সালমান তাঁর বাথরুম পরিষ্কার (Cleaning Toilet) রাখার পাগলামির প্রশংসা করেন। এই প্রসঙ্গেই উঠে আসে অতীতের কথা।

আরও পড়ুনঃ ‘গদর ২’ ব্লকবাস্টার হলেও পথে বসবেন সানি দেওল! ঋণের দায়ে নিলামে উঠল অভিনেতার বাড়ি

সালমান নিজের অতীতের কথা তুলে বলেন, ‘বোর্ডিং স্কুলে থাকালীন আমিও টয়লেট পরিষ্কার করেছি। এমনকি যখন জেলে ছিলাম তখনও আমায় শৌচাগার পরিষ্কার করতে হয়েছে। ছোট থেকেই আমি আমার নিজের কাজ করতে অভ্যস্ত। তাই আমার কাছে কোনো কাজই ছোট নয়’।

Salman Khan have to go to jail for killing Black Deer

আসলে ১৯৯৮ সালে যোধপুরে এক ছবির শুটিং চলাকালীন সালমান খানের ওপর দুটি কৃষ্ণসার হরিণ মারার অভিযোগ ওঠে। মামলা করতে উঠলে যোধপুর আদালত তাঁকে ৫ বছরের কারাদণ্ড দেয়। যদিও এরপরেই জামিনে মুক্তি পেয়ে যান তিনি। তবে সেই মামলা আজ বিচারাধীন রয়েছে।

আরও পড়ুনঃ সাউথকে টেক্কা দিতে তৈরী! ‘ফেলুদা’ ইন্দ্রনীলের বিপরীতে ভিলেন হচ্ছেন ‘বাহুবলী’ অভিনেতা

Salman Khan Sad

প্রসঙ্গত, ২০২৩ এ বিগবস ওটিটি সিজেন ২ এর বিজেতা হয়েছেন এলভিস যাদব। হরিয়ানার জনপ্রিয় ইউটিউবার হিসাবে তাঁর খ্যাতি ছিলও তবে বিগবস জেতার পর সেই জনপ্রিয়তা রীতিমত আকাশ ছুঁয়েছে। শুধু তাই নয়, বিগবস জিতে উইনিং ট্রফি ছাড়াও ২৫ লক্ষ টাকা পেয়েছেন তিনি। সেই সাথে বিগবসের ইতিহাসে প্রথমবার ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে বিজেতা হওয়ার রেকর্ড গড়ছেন এলভিস।