• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গল্পে দম থাকলেও TRP নেই, আচমকাই বন্ধ হচ্ছে জি বাংলার দুই সিরিয়াল, মাথায় হাত দর্শকদের

Updated on:

These two Zee Bangla Bengali serial might end soon due to lack of TRP

সাম্প্রতিক অতীতে স্টার জলসা, জি বাংলার (Zee Bangla) পর্দায় যেমন একাধিক নতুন সিরিয়াল শুরু হয়েছে, তেমনই প্রচুর জনপ্রিয় ধারাবাহিকের পথচলাও শেষ হয়েছে। টিআরপির (TRP) অভাবে ধুঁকতে থাকা অনেক মেগা শুরু হওয়ার কয়েকমাসের মধ্যেই শেষ হয়ে গিয়েছে। এবার সেই তালিকাতেই জুড়তে চলেছে আরও দুই জনপ্রিয় ধারাবাহিকের (Bengali Serial) নাম। পুজোর আগেই সেই ‘দুঃসংবাদ’ শুনে মন খারাপ হয়ে গিয়েছে সিরিয়ালপ্রেমী মানুষদের।

যে কোনও সিরিয়াল কতদিন চলবে তা নির্ধারণ করে TRP। রেটিং ভালো থাকলে বছরের পর বছর ধরে ধারাবাহিক চলতে থাকে। কিন্তু টিআরপি তালিকায় আশানুরূপ ফল না করতে পারলে অল্প সময়ের মধ্যেই শেষ (End) হয়ে যায় পথচলা। ঠিক এমনটাই হতে চলেছে জি বাংলার দুই অত্যন্ত চর্চিত সিরিয়ালের সঙ্গে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে সেই দুই মেগার নাম।

Icche Putul, Icche Putul Bengali serial, Icche Putul might end soon

অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, নতুন সিরিয়াল আসায় শেষ হয়ে যাবে ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ধারাবাহিকটি। এবার সেই খবরে একপ্রকার শিলমোহর দিয়ে দিলেন ময়ূরী অভিনেত্রী শ্বেতা মিশ্র। সম্প্রতি এক জনপ্রিয় ইউটিউব চ্যানেলের সঙ্গে আলাপচারিতার সময় শ্বেতা বলেন, ‘জানি না এটা (ইচ্ছে পুতুল) আর কদিন আছে। কারণ এটা শেষের দিকে এগোচ্ছে এই সম্ভাবনা প্রবল’।

আরও পড়ুনঃ বাঙালি সংস্কৃতির অপমান! গর্ভবতী স্ত্রীয়ের পেট দেখিয়ে নেটিজেনদের রোষের মুখে সুপারস্টার জিৎ

শ্বেতার কথা থেকেই পরিষ্কার, কলাকুশলীরা ইতিমধ্যেই ‘ইচ্ছে পুতুল’ শেষ হওয়ার আঁচ পেয়ে গিয়েছেন। তবে শুধু এই একটি মেগা নয়, মেঘ-ময়ূরীদের সঙ্গে কপাল পুড়তে চলেছে আরও এক নায়িকার। শোনা যাচ্ছে, টিআরপি তালিকায় ধুঁকতে থাকা ‘গৌরী এলো’ও (Gouri Elo) শীঘ্রই শেষ হতে চলেছে।

আরও পড়ুনঃ এবার খসবে রূপের মুখোশ! ময়ূরীকে ছেড়ে মেঘে কাছে নীল, টিভির আগেই ফাঁস ‘ইচ্ছে পুতুল’র আসন্ন পর্ব

Gouri Elo, Gouri Elo Bengali serial, Gouri Elo might end soon

জি বাংলার এই ভক্তিমূলক সিরিয়ালের একসময় চোখধাঁধানো রেটিং ছিল। কিন্তু সময়ের সঙ্গে দর্শকমহলে জনপ্রিয়তা কমতে শুরু করে গৌরী-ঈশানের মেগার। অবশেষে নাকি কঠোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছে জি বাংলা। সম্প্রতি সিরিয়াল বিষয়ক একটি গ্রুপে এমনটাই পোস্ট করেছেন একজন নেটাগরিক।

Gouri Elo and Icche Putul, Bengali serial

সোশ্যাল মিডিয়ায় ‘ইচ্ছে পুতুল’ এবং ‘গৌরী এলো’ শেষ হওয়া নিয়ে জোর গুঞ্জন শোনা গেলেও এখনও চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তাই এখনও আশার আলো দেখছেন এই দুই সিরিয়ালের ভক্তরা। এবার দেখা যাক, শেষ অবধি কী সিদ্ধান্ত নেয় জি বাংলা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥