• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মায়েরা সব পারে! বোমা হাতে সন্ত্রাসবাদীদের উচিত শিক্ষা দিল দীপা, প্রশংসায় পঞ্চমুখ দর্শকেরা

Published on:

Anurager Chhowa audience praise deepa for her bravery

Anurager Chhowa deepa praise her for bravery : স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) এখন সিরিয়াল প্রেমীদের কাছে এক প্রকার অভ্যাসে পরিণত হয়েছে। এই সিরিয়ালের নায়ক নায়িকা জুটি সূর্য -দীপার (Surjo-Deepa) রসায়ন সুপারহিট টিভির পর্দায়। যদিও দিনের পর দিন, মাসের পর মাস কেটে গেলেও তাঁদের ভুল বোঝাবুঝি কিংবা মান অভিমানের পালা আর শেষই হচ্ছে না। খলনায়িকা মিশকার চক্রান্তে বারবার তীরে এসেও তরী ডুবে যাচ্ছে। আর ভুল বুঝে সূর্য দীপাকে আবার দূরে ঠেলে দিচ্ছে।

কিন্তু এই সিরিয়ালের দুই মিষ্টি সদস্য সোনা-রুপার (Sona-Rupa) জন্য সিরিয়াল থেকে চোখ ফেরাতেও পারছেন না দর্শক। গত পর্বেই দেখা গিয়েছে সোনা রুপার স্কুলে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে এক বিশেষ অনুষ্ঠানের।  সেখানে সোনা সেজেছিল নেতাজি সুভাষচন্দ্র বসু আর রুপা হয়েছিল ঝাঁসির রানী।  সেখানেসূর্য-দীপা সহ হাজির ছিল গোটা সেনগুপ্ত পরিবার।

Anurager Chhowa audience praise deepa for her bravery

সেখানেই ঘটনাক্রমে আবার মুখোমুখি সূর্য আর কবীর। এদিন কবীর অনেক জোর করেই সূর্যকে সত্যিটা জানিয়ে বলেও দেন সে দীপাকে দিনের পর দিন অকারণে ভুল বুঝেছে। সে দীপাকে আসলে বোন বলে ডাকে আর ছোট্ট সোনা-রুপাকে  নিজের ভাগ্নির মতোই স্নেহের চোখে দেখেন তিনি। কিন্তু একথা সূর্য বিশ্বাস তো করেইনি উল্টে কবীরকে বেধড়ক পিটিয়ে দেয় সূর্য।

আরও পড়ুনঃ জনপ্রিয়তা সত্ত্বেও আচমকাই কেন সিরিয়াল ছেড়ে দিলেন ‘সন্ধ্যাতারা’ নায়িকা? মন খারাপ দর্শকদের

এরপর দেখা গিয়েছে স্বাধীনতা দিবসের দিন সোনা-রুপার  স্কুলে হয়েছে সন্ত্রাসবাদী হামলা। টানটান উত্তেজনার সেই পরিস্থিতিতে সন্ত্রাসবাদীদের বন্দুকের নলের সামনে দাঁড়িয়েও মাথা ঠান্ডা রাখে দীপা। এরপর দেখা যায় সবাইকে বাঁচাতে   ফুলের টবে রাখা বোমা হাতে নিয়ে  তা ফেলার জন্য ছুটেবাইরে বেরিয়ে যায় দীপা।

আরও পড়ুনঃ লাজ-শরমের বালাই নেই! ব্লাউজ ছাড়া শাড়ি পরে ছবি দিতেই নেটপাড়ায় কটাক্ষের শিকার কৌশাম্বী

তখন দীপাকে  বিপদের মুখে দেখে সূর্যও বেরিয়ে আসে। সূর্য জোর করেই দীপার হাত থেকে বোমা নিয়ে নিতে চায় এবং বলে ‘আমরা মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো!’ অনুরাগের ছোঁয়ার এই পর্বে অসীম সাহসী দীপার সাহসের প্রশংসা করে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দর্শক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥