• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকার অপমান! নেটপাড়ায় কটাক্ষের শিকার পর্দার ‘মিশকা’ অহনা

Published on:

Anurager Chhowa Mishka actress Ahona Dutta trolled on Independence Day

‘অনুরাগের ছোঁয়া’য় (Anurager Chhowa) অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী অহনা দত্ত (Ahona Dutta)। বাংলার সিরিয়ালপ্রেমী মানুষের কাছে তাঁর পরিচয় অবশ্য ‘মিশকা সেন’ (Mishka) নামেই বেশি। সূর্য-দীপার জীবনে আগুন ধরানোয় এক্সপার্ট তিনি। সম্প্রতি সেই অহনাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে নেটপাড়ায় তুমুল ট্রোলড হয়েছেন।

মঙ্গলবার সকাল থেকেই স্বাধীনতা দিবসের (Independence Day) শুভেচ্ছা জানাচ্ছেন বিনোদন দুনিয়ার একাধিক তারকা। ৭৭তম স্বাধীনতা দিবসের আমেজে সামিল হয়েছিলেন ‘অনুরাগের ছোঁয়া’র মিশকাও। প্রেমিকের পাশে দাঁড়িয়ে জাতীয় পতাকা হাতে একটি ছবিও শেয়ার করেন তিনি। আর তা দেখেই চটে যান নেটিজেনদের একাংশ।

Anurager Chhowa Mishka, Ahona Dutta trolled

কেন সোশ্যাল মিডিয়ায় ট্রোল হচ্ছেন অহনা?

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে অহনা যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, প্রেমিকের সঙ্গে একটি ঝরনার সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। অভিনেত্রীর পরনে রয়েছে সাদা রঙের হট প্যান্ট এবং বয়ফ্রেন্ড টি-শার্ট। হাতে ধরা রয়েছেন জাতীয় পতাকা। ছবিটি পোস্ট করে পর্দার ‘মিশকা’ ক্যাপশনে লিখেছেন, ‘ও দেশ মেরে’। আর সেই ছবি দেখেই ক্ষিপ্ত হয়েছেন নেটিজেনদের একাংশ। অহনার পোশাকের কারণেই মূলত রাগ হয়েছে অনেকের।

আরও পড়ুনঃ জনপ্রিয়তা সত্ত্বেও আচমকাই কেন সিরিয়াল ছেড়ে দিলেন ‘সন্ধ্যাতারা’ নায়িকা? মন খারাপ দর্শকদের

Anurager Chhowa Mishka, Ahona Dutta trolled, Ahona Dutta trolled on Independence Day

অহনাকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ নেটিজেনদের

হট প্যান্ট পরে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোয় অহনার ওপর চটে লাল হয়ে গিয়েছেন নেটাগরিকদের একাংশ। কমেন্ট বক্সে অভিনেত্রীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন অনেকেই। একজন ব্যক্তি লিখেছেন, ‘পতাকা নিয়ে একটু ভালো পোশাক পরতে পারতে’। দ্বিতীয়জনের আবার বক্তব্য, ‘এই পোশাক পরে কেউ পতাকা ধরে, ছিঃ’। তবে সবাই যে অভিনেত্রীকে ট্রোল করেছেন এমনটা কিন্তু নয়। অনেকে আবার তাঁকে পাল্টা শুভেচ্ছাও জানিয়েছেন।

আরও পড়ুনঃ ‘একটা সিরিয়াল করেই হিট, একটুও ধৈর্য নেই’, বর্তমান টেলি নায়িকাদের নিয়ে বিস্ফোরক রচনা


ট্রোলিংকে পাত্তা না দিয়ে প্রেমিককে নিয়ে মত্ত অহনা!

‘অনুরাগের ছোঁয়া’র মিশকার জন্য আজকের দিনটি দ্বিগুণ স্পেশ্যাল। স্বাধীনতা দিবসের পাশাপাশি আজ অহনার প্রেমিকের জন্মদিনও। বয়ফ্রেন্ডের সঙ্গে একটি আদুরে ছবি পোস্ট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে ট্রোল হলেও সেসবকে পাত্তা না দিয়ে, বয়ফ্রেন্ডের সঙ্গে এই বিশেষ দিন উদযাপন করছেন অহনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥