• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলায় আসছে ‘অ্যানিমাল’! কোন চরিত্রে অভিনয় করবেন কে? রইল টলিউডের Animal-র কাস্টিং

Published on:

টলিউডে অ্যানিমাল সিনেমা হলে কাস্টিং কিরম হাত? If Animal was made in Tollywood this is how movie’s casting would look imagines a netizen

বক্স অফিসে এখন ‘অ্যানিমাল’ (Animal) ঝড় উঠেছে। রিলিজের ৪ দিনের মাথাতেই ৩৫০ কোটির গণ্ডি টপকে গিয়েছে রণবীর কাপুরের এই সিনেমা। দর্শকমহলে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ছবির ক্রেজ। তবে আপনি কখনও ভেবে দেখেছেন, ‘অ্যানিমাল’ যদি টলিউডে (Tollywood) তৈরি হতো, তাহলে কেমন হতো ছবির কাস্টিং? সম্প্রতি এমনটাই কল্পনা করে দেখিয়েছেন একজন নেটিজেন।

৫. অনিল কাপুরের চরিত্রে কালী ব্যানার্জি (Kali Banerjee as Anil Kapoor)- সন্দীপ রেড্ডি বঙ্গার ছবিতে রণবীর কাপুরের বাবার চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর। তবে অঞ্জন চৌধুরী যদি ছবিটি বানাতেন তাহলে এই চরিত্রে হয়তো দেখা যেত বর্ষীয়ান অভিনেতা কালী ব্যানার্জিকে।

Kali Banerjee as Anil Kapoor in Animal Tollywood remake

৪. ববি দেওলের চরিত্রে সৌমিত্র ব্যানার্জি (Soumitra Banerjee as Bobby Deol)- প্রায় সাড়ে তিন ঘণ্টার ছবিতে সাকুল্যে ২০ মিনিট মুখ দেখিয়েছিলেন ববি দেওল। আর তাতেই বাজিমাত করেছেন তিনি। তবে সংশ্লিষ্ট নেটিজেন বাংলার ‘অ্যানিমাল’এ এই চরিত্রে কল্পনা করেছেন এক কালের জনপ্রিয় খলনায়ক সৌমিত্র ব্যানার্জিকে।

আরও পড়ুনঃ মমতাদিকে দেখে আমার হিংসে হয়! KIFF উদ্বোধনে এসে বললেন সলমন খান

Soumitra Banerjee as Bobby Deol in Animal Tollywood remake

৩. তৃপ্তি ডিমরির চরিত্রে মুনমুন সেন (Moon Moon Sen as Tripti Dimri)- সন্দীপ রেড্ডি বঙ্গার ছবিতে জোয়া চরিত্রে অভিনয় করেছেন তৃপ্তি ডিমরি। দর্শকমহলে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। সংশ্লিষ্ট নেটিজেন তৃপ্তির চরিত্রে কল্পনা করেছেন অভিনেত্রী মুনমুন সেনকে।

আরও পড়ুনঃ কচি বয়সে বাবার চরিত্রে অভিনয়! বাংলা সিরিয়ালের এই ৫ নায়কের আসল বয়স কত জানেন?

Moon Moon Sen as Tripti Dimri in Animal Tollywood remake

২. রশ্মিকা মান্দানার চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta as Rashmika Mandanna)- অঞ্জন চৌধুরী যদি সত্যিই কোনোদিন ‘অ্যানিমাল’র গল্প নিয়ে বাংলায় ছবি তৈরি করতেন তাহলে নায়িকা হিসেবে হয়তো দেখা যেত ঋতুপর্ণা সেনগুপ্তকে। রশ্মিকা মান্দানার চরিত্রে অভিনয় করতেন তিনি। শুধু তাই নয়, ‘বাবার জন্য তোমার ভালোবাসা তোমাকে একদিন শেষ করে দেবে বিজয়’- এমন সংলাপও নাকি শোনা যেত অভিনেত্রীর মুখে!

Rituparna Sengupta as Rashmika Mandanna in Animal Tollywood remake

১. রণবীর কাপুরের চরিত্রে চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty as Ranbir Kapoor)- অনেকেই বলেছেন, ‘অ্যানিমাল’এ নাকি নিজের সেরা অভিনয়টা করেছেন রণবীর কাপুর। সংশ্লিষ্ট নেটিজেন এই চরিত্রে কল্পনা করেছেন টলিপাড়ার খ্যাতনামা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীকে।

অঞ্জন চৌধুরীর ছবিতে হয়তো চিরঞ্জিতকেই বিজয় রূপে দেখতে পেতেন দর্শকরা। পাশাপাশি তাঁর মুখ থেকে হয়তো শুনতে পেতেন, ‘বউ হারালে বউ পাওয়া যায় রে পাগলা, কিন্তু বাবা হারালে বাবা পাওয়া যায় না’র মতো সংলাপ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥