• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মৃত্যুর পর বড় পর্দায় মুক্তি পাচ্ছে প্রয়াত ঋষি কাপুরের শেষ ছবি! কাহিনী রয়ে গেছে অসমাপ্তই,

দেখতে দেখতে দু’বছর হতে চলল প্রয়াত হয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর (Rishi Kapoor)। কিন্তু মৃত্যুর পরেও আজও তিনি দর্শক মনে জীবিত তার অভিনয়ের জন্য। কয়েক যুগ পেরিয়ে আজও তিনি বলিউডের অন্যতম চকলেট বয়। বাবা রাজ কাপুরের (Raj Kapoor) হাত ধরে ১৯৭০ সালে ‘মেরা নাম জোকার’ (Mera Naam Joker) সিনেমা দিয়েই অভিনয় জগতে হাতেখড়ি হয়েছিল তার। এরপর থেকে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে গিয়েছেন তিনি।

এখনও বড় পর্দায় তাকে মিস করেন দর্শকেরা। তার মৃত্যুতে বলিউডের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা মেটানোর ক্ষমতা আর কারোর নেই। আর ছবিতে দেখা মিলবে না তার, একথা ভাবলেই যেন শিউরে ওঠেন দর্শকেরা। তবে ঋষি কাপুরের ভক্তদের জন্য একটি সুখবর রয়েছে আবার এটিকে খারাপ খবর বললেও ভুল হয়না।

   

ঋষি কাপুর,রাজ কাপুর,শর্মাজি নমকিন,বলিউড,পরেশ রাওয়াল,rishi kapoor,sharmaji nankeen,paresh rawal,Bollywood

কেননা অভিনেতার মৃত্যুর পরেও বড় পর্দায় আসতে চলেছে ঋষি কাপুর অভিনীত শেষ ছবি। এটা যেমন আনন্দের তেমন দুঃখেরও কেননা, আর চাইলেও কোনোও নতুন ছবিতে দেখা যাবেনা ঋষিকে। বুধবার ঋষি কাপুর অভিনীত তাঁর শেষ ছবি ‘‌শর্মাজি নমকিন’‌ সিনেমার মুক্তির তারিখ প্রকাশ্যে এল। এই সিনেমার শুটিং করতে করতেই প্রয়াত হয়েছিলেন ঋষি কাপুর।

ঋষি কাপুর,রাজ কাপুর,শর্মাজি নমকিন,বলিউড,পরেশ রাওয়াল,rishi kapoor,sharmaji nankeen,paresh rawal,Bollywood

ফলত শ্যুটিং অসমাপ্ত রেখেই তিনি প্রয়াত হন। এই কারণেই পরবর্তী অংশটুকুতে ঋষি কাপুরের জায়গায় নিয়ে আসা হয় পরেশ রাওয়ালকে। অ্যামাজন প্রাইমে ৩১ মার্চ মুক্তি পেতে চলেছে শর্মাজি নমকিন সিনেমা। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী জুহি চাওলাও।

ঋষি কাপুর,রাজ কাপুর,শর্মাজি নমকিন,বলিউড,পরেশ রাওয়াল,rishi kapoor,sharmaji nankeen,paresh rawal,Bollywood

ছবির মুখ্য চরিত্র শর্মাজি, চাকরি থেকে অবসরের পর নিজের রান্নার শখ পূরণ করার গল্প বলবে শর্মাজি নমকিন। ছবিতে একজন ৬০ বছর বয়সী প্রৌঢ়ের ভূমিকায় অভিনয় ও করছিলেন ঋষি কাপুর। তার মৃত্যুর পর যে কীভাবে এই ছবি শেষ হবে তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলেন পরিচালক। এরপর পরেশ রাওয়াল এসে শেষ রক্ষা করেন।