• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আবারও ধামাকা হবে বক্স অফিসে, ‘আদিপুরুষ’ সুপারফ্লপ হতেই ‘মহাভারত’ তৈরির ঘোষণা বিবেক অগ্নিহোত্রীর!

Vivek Agnihotri About to make Movie on Mahabharata : বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির বিতর্কিত পরিচালকদের তালিকায় বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) নাম ওপরের দিকেই থাকবে। ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) তৈরির পর থেকে বিতর্ক বিষয়টিকে যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন তিনি। বিবেক কিছু বললেই তা নিয়ে চর্চা-আলোচনা শুরু হয়ে যায়। সম্প্রতি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির এই বিতর্কিত পরিচালকই ‘মহাভারত’ (Mahabharat) নিয়ে বিরাট ঘোষণা করলেন।

‘রামায়ণ’ এবং ‘মহাভারত’ (Mahabharata) এর কাহিনী একাধিকবার পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে। চলতি বছর মুক্তিপ্রাপ্ত ‘আদিপুরুষ’ ছবিটিই (Movie) যেমন ‘রামায়ণ’ অবলম্বনে তৈরি হয়েছিল। যদিও সেই সিনেমা নিয়ে কম বিতর্ক হয়নি। শ্রীরাম-হনুমানজির অপমান করার অভিযোগও উঠেছিল ‘আদিপুরুষ’ নির্মাতাদের বিরুদ্ধে। সেই বিতর্কের রেশ কিছুটা কমতেই ‘মহাভারত’ নিয়ে ছবি আনার কথা ঘোষণা করলেন বিবেক।

   

Vivek Agnihotri, Vivek Agnihotri announces movie on Mahabharat

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘মহাভারত’ নিয়ে সিনেমা তৈরির বিষয়ে মুখ খোলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক। তিনি জানান, ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ ছবির পরেই এই সিনেমার চিত্রনাট্যে হাত দেবেন। বিবেকের কথায়, ‘এতদিন সবাই রটিয়েছেন, আমি ‘মহাভারত’ নিয়ে ছবি বানাচ্ছি। এসব শোনার পর আমি ভাবলাম, সত্যিই তো! আমি কেন ‘মহাভারত’ নিয়ে সিনেমা বানাচ্ছি না। আমি জীবনে এত পড়াশোনা, গবেষণা করেছি, তাহলে সিনেমা কেন বানাবো না?’

আরও পড়ুনঃ ‘কানাডা কুমার’ বলার দিন শেষ, ৭৭তম স্বাধীনতা দিবসে প্রথমবার ভারতীয় হলেন অক্ষয় কুমার!

শুধু ‘মহাভারত’ তৈরির কথাই নয়, কোন ধাঁচে তিনি এই ছবি তৈরি করতে চান সেকথাও জানিয়েছেন বিবেক। পরিচালক বলেন, ‘আমি ‘মহাভারত’ যদি বানাই, তাহলে একেবারে পুরাণের ধাঁচে বানাবো’। তাঁর সংযোজন, ‘আমি সিনেমা বানালে ইতিহাস তৈরির মতো করে বানাবো। বাকিরা বক্স অফিসের জন্য বানাচ্ছে, আমি জনগণের জন্য বানানো।

আরও পড়ুনঃ বলিউডের ইতিহাসে প্রথমবার! শাহরুখ-সলমনকে টপকে বক্স অফিসে রেকর্ড গড়ল সানির ‘গদর ২’

Vivek Agnihotri, Vivek Agnihotri announces movie on Mahabharat

দ্বিতীয়ত, বাকিরা অর্জুন, ভীম এবং বাকিদের মহান দেখানোর জন্য ‘মহাভারত’ বানায়। তবে আমার কাছে এটা হল ধর্ম বনাম অধর্মের লড়াই’। বিবেকের কথা শুনেই পরিষ্কার, ‘মহাভারত’ তৈরি করতে নিজের সবটুকু উজাড় করে দেবেন তিনি। কিন্তু তাঁর এই মেগা বাজেট সিনেমার স্টারকাস্ট কেমন হবে?

কোন কোন তারকাকে নেবেন তিনি? জবাবে ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক বলেন, তাঁর ‘মহাভারত’ বিশাল বড় বাজেটের একটি সিনেমা হতে চলেছে। সেই জন্য ইন্ডাস্ট্রির প্রথম সারির তারকাদের নিয়েই তিনি কাজ করবেন। যদিও কোন অভিনেতা-অভিনেত্রীকে কাস্ট করবেন, সেকথা খোলসা করে বলেননি বিবেক। তবে দর্শকদের জন্য যে বিরাট চমক অপেক্ষা করছে একথা কিন্তু পরিষ্কার।