• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘কানাডা কুমার’ বলার দিন শেষ, ৭৭তম স্বাধীনতা দিবসে প্রথমবার ভারতীয় হলেন অক্ষয় কুমার!

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির একাধিক অভিনেতা-অভিনেত্রী বিদেশি নাগরিকত্ব রয়েছে। সেই তালিকায় এতদিন অবধি নাম ছিল সুপারস্টার অক্ষয় কুমারেরও (Akshay Kumar)। যে কারণে কম খোঁটা শুনতে হয়নি তাঁকে। দেশপ্রেমের কোনও কথা বললেই নেটিজেনদের একাংশ অক্ষয়কে নিয়ে হাসি-ঠাট্টা শুরু করে দিতেন। তবে এবার সেসবের দিন শেষ! কারণ ৭৭তম স্বাধীনতা দিবসের দিন ভারতের নাগরিকত্ব (Indian Citizenship) পেয়ে গেলেন অক্ষয়।

কোন কোন বলিউড তারকা আসলে বিদেশি?

   

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করলেও অনেক তারকা নাগরিকত্বের (Citizenship) দিক থেকে বিদেশি। আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোনের কাছে বিদেশি নাগরিকত্ব আছে। তবে ভারতীয় আইন অনুযায়ী, একজন মানুষের কাছে দুই দেশের নাগরিকত্ব থাকতে পারে না। সেক্ষেত্রে অনেক তারকাই বিদেশি নাগরিকত্ব ছাড়তে চান না। তবে ব্যতিক্রম অক্ষয়। স্বাধীনতা দিবসের (Independence Day) দিন বিদেশের নাগরিকত্ব ছেড়ে দিলেন অভিনেতা।

Akshay Kumar, Akshay Kumar citizenship, Akshay Kumar Indian citizenship

কোন দেশের নাগরিকত্ব ছিলেন অক্ষয়ের কাছে?

অনেকেই হয়তো জানেন না, অক্ষয় কুমারকে কানাডার তরফ থেকে ‘সাম্মানিক নাগরিকত্ব’ দেওয়া হয়েছিল। এই কারণে নেটপাড়ায় অনেকেই তাঁকে অক্ষয় কুমারের বদলে ‘কানাডা কুমার’ নামেও খোঁচা দিতেন। তবে এবার থেকে আর তাঁকে ‘কানাডা কুমার’ নামে ব্যঙ্গ করা যাবে না।৭৭তপম স্বাধীনতা দিবসের দিনই সেই পথ বন্ধ করে দিলেন অভিনেতা।

আরও পড়ুনঃ বিগ বস জিতে বানালেন নতুন ইতিহাস, ট্রফির পাশাপাশি কত কোটি পেলেন এলভিশ যাদব?

Akshay Kumar, Akshay Kumar citizenship, Akshay Kumar Indian citizenship

কেন ভারতের নাগরিকত্ব ছেড়েছিলেন অক্ষয়?

অতীতে একাধিকবার নিজের নাগরিকত্ব বিতর্ক নিয়ে মুখ খুলেছেন অক্ষয়। অভিনেতা জানিয়েছিলেন, একটা সময় ব্যাক টু ব্যাক তাঁর সব ছবি ফ্লপ হচ্ছিল। সেই জন্য তিনি সেই সময় সব ছেড়ে কানাডায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর হঠাৎ তাঁর একটি সিনেমা বক্স অফিসে ভালো টাকা আয় করায় ঘুরে যায় অভিনেতার ভাগ্যের চাকা। তখন দেশ ছাড়ার সিদ্ধান্ত বাতিল করে দেন তিনি। তবে নাগরিকত্ব ততদিনে বদলে গিয়েছে।

আরও পড়ুনঃ মাথায় গুরুতর আঘাত, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে সঞ্জয় দত্ত! খবর আসতেই চিন্তায় ভক্তরা


পুনরায় ভারতীয় নাগরিকত্ব পেয়ে কী বলছেন অভিনেতা?

অক্ষয় নিজের দেশকে ঠিক কতখানি ভালোবাসেন তা কারোর অজানা নয়। ২০১৯ সালে তিনি জানিয়েছিলেন, শীঘ্রই বিদেশের নাগরিকত্ব বর্জন করে ফের ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করবেন তিনি। অবশেষে সেই দীর্ঘ প্রক্রিয়া সম্পন্ন হল। স্বাধীনতা দিবসের দিন সেই সুখবর শেয়ার করে অক্ষয় টুইটারে লেখেন, ‘মন এবং নাগরিকত্ব, দু’টোই ভারতীয়। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল। জয় হিন্দ’।