Sunny Deol starrer Gadar 2 Makes New Box Office Record : টানা ২২ বছরের অপেক্ষা শেষে প্রেক্ষাগৃহে রিলিজ করেছে সুপারহিট ‘গদর’র সিক্যুয়েল ‘গদর ২’ (Gadar 2)। সানি দেওল (Sunny Deol) ও আমিশা পটেল অভিনীত এই ছবি রিলিজের দিন থেকেই রাজত্ব করছে বক্স অফিসে। ভেঙে চলেছে একের পর এক রেকর্ড। সম্প্রতি যেমন বলিউডের (Bollywood) ইতিহাসের প্রথম সিনেমা হিসেবে একটি অনন্য রেকর্ড গড়েছে ‘গদর ২’।
অনিল শর্মা পরিচালিত এই ছবি রিলিজের দিন ৪০.১০ কোটি টাকা আয় করেছিল। তখনই একাধিক চলচ্চিত্র বিশেষজ্ঞ বলেছিলেন, এই অঙ্কটা আরও বাড়বে। ঠিক তাই হল। যত দিন যাচ্ছে দর্শকমহলে ‘গদর ২’র ক্রেজও আরও বাড়ছে। ইতিমধ্যেই ২৫০ কোটি টাকা আয় করে ফেলেছে এই ছবি। সেই সঙ্গেই শাহরুখ খানের ‘পাঠান’ (Pathaan) এবং সলমন খানের ‘সুলতান’কে (Sultan) টপকে গড়েছে একটি বিরাট রেকর্ড।
সম্প্রতি জনপ্রিয় ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ‘গদর ২’র বক্স অফিস কালেকশন (Box Office Collection) নিয়ে একটি টুইট করেন। সেখান থেকে জানা গিয়েছে, গত ৬ দিনে ‘গদর ২’র আয়ের পরিমাণ। রিলিজের দিন ভারতে ৪০.১০ কোটি টাকা কামানোর পর দ্বিতীয় এবং তৃতীয় দিনে যথাক্রমে ৪৩.০৮ এবং ৫১.৭০ কোটি টাকা আয় করেছে সানি-আমিশার সিনেমা। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ট দিনে আয়ের অঙ্কটা ছিল যথাক্রমে ৩৮.৭০, ৫৫.৪০ এবং ৩২.৩৭ কোটি টাকা। সেই সঙ্গেই প্রথম বলিউড সিনেমা হিসেবে রিলিজের পর টানা ৬ দিন ৩০ কোটির ওপর ব্যবসা করার নজির গড়ে ফেলেছে ‘গদর ২’।
আরও পড়ুনঃ ‘কানাডা কুমার’ বলার দিন শেষ, ৭৭তম স্বাধীনতা দিবসে প্রথমবার ভারতীয় হলেন অক্ষয় কুমার!
এর আগে এই রেকর্ড ছিল শাহরুখের (Shah Rukh Khan) ‘পাঠান’ এবং সলমনের (Salman Khan) ‘সুলতান’র দখলে। এই দুই ছবি রিলিজের পর টানা ৫ দিন ৩০ কোটির ওপর ব্যবসা করেছিল। ষষ্ট দিনের পর থেকে দুই ছবিরই আয়ের অঙ্ক কমতে শুরু করেছিল। কিন্তু সানির সিনেমা রিলিজের ৬ দিন পরেও ৩০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে।
আরও পড়ুনঃ বিগ বস জিতে বানালেন নতুন ইতিহাস, ট্রফির পাশাপাশি কত কোটি পেলেন এলভিশ যাদব?
যদিও শুধু এই একটি রেকর্ডই নয়, বক্স অফিসে আরও বহু রেকর্ড ভেঙেছে ‘গদর ২’। ইতিমধ্যেই সবচেয়ে দ্রুত ২০০ কোটি টাকা আয় করা দ্বিতীয় বলিউড ছবির শিরোপা আদায় করে নিয়েছে সানি দেওলের সিনেমা। প্রথম স্থানে এখনও রয়েছে ‘পাঠান’। সানির ‘গদর ২’ রিলিজের ৫ দিনের মাথায় ২০০ কোটির গণ্ডি টপকেছে, অপরদিকে ‘পাঠান’ রিলিজের ৪ দিনের মধ্যেই ২০০ কোটি টাকা আয় করে ফেলেছিল।