• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্য-দীপা থেকে জগদ্ধাত্রী, টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে বিজয়ী হল কারা? রইল সম্পূর্ণ তালিকা

Updated on:

Tele Academy Awards 2023 full winner list

Telly Academy Awards 2023 : দীর্ঘ অপেক্ষার পর বৃহস্পতিবার আয়োজিত হল টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (Tele Academy Award)। প্রত্যেক বছর বাংলা টেলি দুনিয়ার সেরার সেরাদের হাতে এই পুরস্কার তুলে দেয় রাজ্য সরকার। চলতি বছরও এর অন্যথা হল না। এদিন শহরের এক নামী পাঁচতারা হোটেলে আয়োহিত হয়েছিল এই বর্ণাঢ্য অনুষ্ঠান। টেলি দুনিয়ার প্রায় প্রত্যেক তারকা উপস্থিত ছিলেন সেখানে। তবে বিজয়ীর (Winner) মুকুট উঠল কাদের মাথায়? চলুন দেখে নেওয়া যাক সেই তালিকা।

সেরা অভিনেতা-অভিনেত্রী- চলতি বছর সেরা অভিনেতা বিভাগে জয়ী হয়েছেন দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) তথা ‘অনুরাগের ছোঁয়া’র সূর্য। অপরদিকে সেরা অভিনেত্রী বিভাগে বাজিমাত করেছেন নবাগতা অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। দর্শকমহলে তাঁর পরিচিতি অবশ্য জগদ্ধাত্রী (Jagaddhatri) বা জ্যাস নামেই বেশি। পাশাপাশি সেরা অভিনয় ক্যাটেগরিতে জয়ী হয়েছেন অভিনেতা কৌশিক সেন।

Jagaddhatri and Surjya, Tele Academy Award 2023 winner

প্রিয় ছেলে এবং সেরা বৌমা- প্রিয় ছেলে বিভাগে এবার যুগ্মভাবে জয়ী হয়েছেন ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকের শঙ্কর ওরফে রাহুল মজুমদার (Rahul Majumder) এবং ‘গাঁটছড়া’র ঋদ্ধি তথা অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee)। অপরদিকে প্রত্যাশা মতোই প্রিয় বৌমার খেতাব জিতেছে ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) দীপা অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)।

আরও পড়ুনঃ রাতারাতি ভোলবদল, ইউনিফর্ম ছেড়ে শাড়িতে মোহময়ী জ্যাস সান্যাল! রূপ দেখেই ঘায়েল নেটপাড়া

Deepa Shankar Riddhi, Tele Academy Awards 2023 winners

সেরা মা-সেরা শাশুড়ি- সেরা মা বিভাগে জয়ী হয়েছেন অভিনেত্রী জুন মালিয়া (June Malia) (গাঁটছড়া)। অপরদিকে সেরা শাশুড়ি ক্যাটেগরিতে বিজয়ীর খেতাব উঠেছে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের লাবণ্য ওরফে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রের (Rupanjana Mitra) হাতে।

আরও পড়ুনঃ রাগ অভিমান মিটিয়ে অবশেষে ফুলশয্যা! রোহিতের গালে চুমু দিয়েই …, ফাঁস ‘ফুলকি’র স্পেশাল পর্ব

Tele Academy Awards 2023 winners

সেরা জুটি- চলতি বছর সেরা জুটি বিভাগেও যুগ্ম বিজেতা পেয়েছে দর্শক। এই বিভাগে জয়ী হয়েছেন দিব্যজ্যোতি দত্ত-স্বস্তিকা ঘোষ (অনুরাগের ছোঁয়া) এবং নীল ভট্টাচার্য-তিয়াশা লেপচা (বাংলা মিডিয়াম)।

Indira Bikram Surjya Deepa, Tele Academy Awards 2023 winner

সেরা পরিবার- সেরা পরিবার বিভাগে এক নয়, দুই নয়, তিন-তিনটি ধারাবাহিক জয়ী হয়েছে। ‘অনুরাগের ছোঁয়া’, ‘গাঁটছড়া’র পাশাপাশি বিজয়ী হয়েছে জি বাংলার ‘নিম ফুলের মধু’ও।

Anurager Chhowa and Jagaddhatri, Tele Academy Awards 2023 winner

জনপ্রিয় ধারাবাহিক- প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকায় যে দুই ধারাবাহিকের জোর লড়াই চলে, জনপ্রিয় ধারাবাহিক বিভাগে তারাই জয়ী হয়েছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। চলতি বছরের জনপ্রিয় ধারাবাহিক হয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ এবং ‘জগদ্ধাত্রী’।

এছাড়াও সেরা ভাই এবং বোন বিভাগে বিজেতার খেতাব জিতেছেন প্রারব্ধী সিং (অনুরাগের ছোঁয়া) এবং অনুষ্কা গোস্বামী (গাঁটছড়া)। সেরা সহ অভিনেতা, সহ অভিনেত্রী হয়েছেন অরিজিতা মুখোপাধ্যায় (নিম ফুলের মধু) এবং অরিন্দম গঙ্গোপাধ্যায়। অপরদিকে খল চরিত্রে সেরা অভিনেতা-অভিনেত্রীর শিরোপা জিতেছেন অনিন্দ্য চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং চান্দ্রেয়ী ঘোষ, প্রিয়া পাল, অহনা দত্ত এবং রশ্মি ভট্টাচার্য। পাশাপাশি সেরা বয়স্ক জুটি বিভাগে পুরস্কার তুলে দেওয়া হয়েছে মিঠু চক্রবর্তী এবং অনিন্দ্য সরকারের হাতে এবং আজীবন অবদানের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হয়েছেন সুমন্ত মুখোপাধ্যায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥