• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঐশানির জীবনে নতুন হিরো! ফুলঝুরি অভিনেতার নতুন লুকেই ঝড় উঠল নেটপাড়ায়

Tathagata Mukherjee will takes entry in Horogouri Pice Hotel: বাংলা বিনোদন জগতের অত্যন্ত পরিচিত মুখ তথাগত মুখার্জি (Tathagata Mukherjee)। অভিনয়ের পাশাপাশি এখন পরিচালনাতেও দারুন হাত পাকিয়েছেন অভিনেতা। সিনেমার কাজের জন্যই বেশ কিছুদিন ছোট পর্দা থেকেও  বিরতি নিয়েছিলেন তথাগত। কিছুদিন আগে গুড্ডি সিরিয়ালে নায়কের জ্যাঠতুতো দাদার চরিত্রে দেখা যেত তাঁকে। এছাড়া লীনা গাঙ্গুলীর লেখা আরও জনপ্রিয় ধারাবাহিক ধুলোকণোতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা।

এই সিরিয়ালে নায়ক-নায়িকা লালন ফুলঝুরির মিল করতে এন্ট্রি নিয়েছিলেন তিনি। আর এবার সম্পূর্ণ এক নতুন রূপে তথাগত এন্ট্রি নিতে চলেছেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’-এ। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই সিরিয়ালের একটি নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে এলাহী গাড়ি নিয়ে এসে পাইস জনৈক এক ব্যক্তি ঐশানিকে বলছে ‘পাইস হোটেলে তোমাকে আর রান্না করতে হবে না। কারণ কাল থেকে তুমি আমার বউ হবে।’

   

টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,তথাগত মুখার্জি,Tathagata Mukherjee,হরগৌরী পাইস হোটেল,Horogouri Pice Hotel,নতুন চরিত্র,New Role,শংকর,Shankar,ঐশানি,Oishani

বলেই দুহাত ভর্তি উপহার নিয়ে হাজির হয় সে। এই অজানা ব্যক্তির চরিত্রেই  অভিনয় করছেন তথাগত। নতুন লুকে একেবারে ভোল বদলে গিয়েছে অভিনেতার। মাথায় ছোট করে চুলের ছাঁট,মুখে মোটা গোঁফ আর চোখে বড় চশমা আর পরনে সাদা ধুতি পাঞ্জাবি। সোশ্যাল মিডিয়ার পাতায় নিজের এই আসন্ন সিরিয়ালের লুকের কথা জানিয়ে তথাগত লিখেছেন ‘নতুন ছাঁটে,নিজের গোঁফে।’

টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,তথাগত মুখার্জি,Tathagata Mukherjee,হরগৌরী পাইস হোটেল,Horogouri Pice Hotel,নতুন চরিত্র,New Role,শংকর,Shankar,ঐশানি,Oishani

জানা যাচ্ছে নতুন সিরিয়াল তাঁর চরিত্রের নাম হতে চলেছে খোকন। এখনও পর্যন্ত জানা যাচ্ছে তথাগত অভিনীত এই চরিত্রটি নেগেটিভ হতে চলেছে। নিজের এই নতুন লুক নিয়ে উচ্ছাসিত খোদ অভিনেতা নিজেও।  এ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনে অভিনেতা বলেছেন ‘সাধারণত সিরিয়ালে লুক নিয়ে পরীক্ষা করার সুযোগ পাওয়া যায় না। তাই খুবই মজা পেয়েছি’।

আরও পড়ুনঃ সোনা-রুপাই পারবে! মেয়েদের দৌলতেই রোম্যান্স শুরু সূর্য-দীপার, দৃশ্য দেখেই আনন্দে আত্মহারা দর্শক

আরও পড়ুনঃ ঊষা উত্থুপ-শ্রেয়া ঘোষাল থেকে অরিজিৎ সিং! জনপ্রিয় শিল্পীরা প্রথম গান গেয়েছেন এই সিনেমায়

সেইসাথে অভিনেতার সংযোজন ‘সত্যিই দারুণ অভিজ্ঞতা। সবাই প্রশ্ন করছেন কোন সিনেমা বা সিরিজ়ের জন্য এই লুকটা করেছি। আসলে অনেকেই তো সিরিয়াল মাধ্যমটিকে গুরুত্ব দিতে চান না। ফলে ধরতে পারেনি। কেউ কেউ তো আবার চিনতেই পারেননি।’