• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঊষা উত্থুপ-শ্রেয়া ঘোষাল থেকে অরিজিৎ সিং! জনপ্রিয় শিল্পীরা প্রথম গান গেয়েছেন এই সিনেমায়

একমাত্র গানই পারে স্থান কাল পাত্রের গন্ডি ছাড়িয়ে সকলের মন ছুঁয়ে ফেলতে। ভারতীয় সংগীত জগতে তথা বলিউডে এমন বেশ কয়েকজন সংগীতশিল্পী রয়েছেন যাঁদের গানের জাদুতে মুগ্ধ অসমুদ্র হিমাচল। কয়েক দশক ধরে ভারতীয় সংগীত জগৎকে মুগ্ধ করেছেন এমন গায়ক-গায়িকারা প্রথম কোন সিনেমায় গান গেয়েছেন আজকের প্রতিবেদনে তার তালিকা দেওয়া হল।

ঊষা উত্থুপ (Usha Uthup): ভারতীয় সংগীত জগতের পপ কুইন মানেই ঊষা উত্থুপ। দেশের প্রথম মহিলা পপ শিল্পী হিসাবে দীর্ঘ পাঁচ দশক ধরে দেশে বিদেশে গান গেয়ে বিভিন্ন প্রজন্মের শ্রোতাদের মাতিয়ে রেখেছেন তিনি। বলিউডে তাঁর প্রথম আত্মপ্রকাশ হয়েছিল সুপারহিট ‘এক দো চা চা’ গান গেয়ে।

   

Usha Uthup Pop Queen Music Class Drive away

শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal): বলিউডের জনপ্রিয় এই সংগীত শিল্পীদের তালিকায় রয়েছেন বাঙালি কন্যা শ্রেয়া ঘোষাল। সকলেই জানেন মিষ্টি গলার অধিকারী শ্রেয়া ঘোষালের কেরিয়ার শুরু হয়েছিল জনপ্রিয় রিয়ালিটি শো সারেগামাপার হাত ধরে। তবে বলিউডে তাঁর প্রথম সফর শুরু হয়েছিল বিখ্যাত ‘দেবদাস’ সিনেমায় প্লেব্যাক করে। জানা যায় তখন শ্রেয়ার বয়স ছিল মাত্র ১৬ বছর।

বলিউড,Bollywood,প্লেব্যাক সিঙ্গার,Playback Singer,প্রথম গান,First Song,ঊষা উত্থুপ,Usha Uthup,শ্রেয়া ঘোষাল,Shreya Ghoshal,সোনু নিগম,Sonu Nigam,অরিজিৎ সিং,Arijit Singh,আতিফ আসলাম,Atif Aslam,রাহাত ফতেহ আলী খান,Rahat Fateh Ali Khan

সোনু নিগম (Sonu Nigam): বলিউডের অন্যতম ভার্সাটাইল একজন গায়ক হলেন সোনু নিগম। তবে অনেকেই হয়তো জানেন না সিনেমা দিয়ে নয় সোনু নিগমের গানের কেরিয়ার শুরু হয়েছিল জনপ্রিয় টিভি শো  ‘তালাশ’-এ ‘হাম তো’ গান গেয়ে। পরবর্তীতে ‘আজা মেরি জান’ সিনেমার ‘ও আসমান ওয়ালে’ গানে প্লেব্যাক করেন তিনি।

বলিউড,Bollywood,প্লেব্যাক সিঙ্গার,Playback Singer,প্রথম গান,First Song,ঊষা উত্থুপ,Usha Uthup,শ্রেয়া ঘোষাল,Shreya Ghoshal,সোনু নিগম,Sonu Nigam,অরিজিৎ সিং,Arijit Singh,আতিফ আসলাম,Atif Aslam,রাহাত ফতেহ আলী খান,Rahat Fateh Ali Khan

অরিজিৎ সিং (Arijit Singh): এবার এই তালিকায় রয়েছেন বাংলার ভূমি পুত্র অরিজিৎ সিং। আট থেকে আশি সকলেই মুগ্ধ অরিজিতের গানের গলায়। রিয়ালিটি শো থেকে উঠে আসলেও বলিউডে অরিজিতের হাতেখড়ি হয়েছিল ‘মার্ডার ২’ সিনেমার ‘ফির মহব্বত’ গান গেয়ে।

Arijit Singh, Arijit Singh educational qualification

আতিফ আসলাম (Atif Aslam): নব্বইয়ের দশকের ছেলে-মেয়েদের এক বড় অংশই হলেন আতিফ আসলামের ফ্যান। তাঁর গাওয়া অসংখ্য সুপারহিট গানে সমৃদ্ধ হয়েছে সংগীত জগৎ। জেহের সিনেমায় ‘ওহ লমহে’ গান গেয়েই একসময় সাড়া ফেলে দিয়েছিলেন আতিফ আসলাম।

বলিউড,Bollywood,প্লেব্যাক সিঙ্গার,Playback Singer,প্রথম গান,First Song,ঊষা উত্থুপ,Usha Uthup,শ্রেয়া ঘোষাল,Shreya Ghoshal,সোনু নিগম,Sonu Nigam,অরিজিৎ সিং,Arijit Singh,আতিফ আসলাম,Atif Aslam,রাহাত ফতেহ আলী খান,Rahat Fateh Ali Khan

রাহাত ফতেহ আলী খান (Rahat Fateh Ali Khan): ভারতীয় সংগীত জগতের এক অন্যতম উজ্বল নক্ষত্র হলেন রাহাত ফতেহ আলী খান। ‘পাপ’ সিনেমায় ‘মন কি লাগান’ গান গেয়েই বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন তিনি।

site