Target Rating Point List of Bengali Serials 18th August 2023 : প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দিনটার জন্য অপেক্ষায় থাকেন বাংলা মেগা সিরিয়ালের (Bengali Mega) ভক্তরা। কারণ এই দিনেই টিআরপি (TRP) রিপোর্ট প্রকাশ্যে আসে। যেটা সমস্ত বাংলা ধারাবাহিকের ভাগ্য নির্ধারণ করে। তবে এসপ্তাহে গতকাল বেরোনোর কথা থাকলেও TRP প্রকাশ্যে আসতে একদিন দেরি হয়েছে। তাই ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ আরও বেড়ে গিয়েছে। আর তার মাঝেই প্রকাশ্যে এল একেবারে চক্ষু ছানাবড়া করে দেওয়ার মত নতুন TRP তালিকা।
একটানা কয়েকমাস ধরে সেরার শিরোপা ছিল ষ্টার জলসার (Star Jalsha) অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) সিরিয়ালের কাছে। ঠিক পেছনে পেছনে ছিল জি বাংলার (Zee Bangla) একাধিক সিরিয়াল, যার মধ্যে উল্লেখ্য জগদ্ধাত্রী (Jagaddhatri), নতুন শুরু হওয়া ফুলকি (Phulki), নিম ফুলের মধু, থেকে রাঙা বউ। তবে এবার আর পিছনে নয়, দিপাকে টেক্কা দিয়ে বাংলার নতুন বেঙ্গল টপার হল জি বাংলার মেগা সিরিয়াল জগদ্ধাত্রী।
হ্যাঁ ঠিকই দেখছেন, এবারে অল্পের জন্য হলেও দীপাকে মাত দিয়ে ৮.৫ পয়েন্টে বাংলার সেরা হয়ে গিয়েছে জ্যাস। এর ঠিক পরেই দ্বিতীয় স্থানে রয়েছে সূর্য-দীপার কাহিনী, প্রাপ্ত পয়েন্ট ৮.৪। অবশ্য একা অনুরাগের ছোঁয়া নয়, দ্বিতীয় স্থানে সমানে সমানে টেক্কা দিচ্ছে ফুলকি। এরপর তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার আরও জনপ্রিয় মেগা রাঙা বউ, প্রাপ্ত পয়েন্ট ৮.০।
প্রথম তিনি ধামাকা করার পর চতুর্থ স্থানও দখল করেছে জি বাংলার নিম ফুলের মধু। এসপ্তাহে পর্ণার কাহিনী ৭.৫ পয়েন্ট পেয়েছে। তারপর পঞ্চম স্থানে রয়েছে ষ্টার জলসার সন্ধ্যাতারা, যা ৬.৪ পয়েন্ট পেয়েছে। বাকিদের মধ্যে কার কাছে কই মনের কথার জনপ্রিয়তা বেশ বেড়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এসপ্তাহের সেরা দশ বাংলা মেগার প্রাপ্ত টিআরপি।
বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকা (TRP List of Top 10 Bengali Serial) :
জগদ্ধাত্রী – ৮.৫ প্রথম
অনুরাগের ছোঁয়া, ফুলকি – ৮.৪ দ্বিতীয়
রাঙা বউ – ৮.০ তৃতীয়
নিম ফুলের মধু – ৭.৫
সন্ধ্যাতারা – ৬.৪
বাংলা মিডিয়াম, কার কাছে কই মনের কথা – ৬.৩
খেলনা বাড়ি – ৬.০
হরগৌরী পাইস হোটেল – ৫.৮
পঞ্চমী, তুঁতে – ৫.৭
ইচ্ছে পুতুল – ৫.৪
প্রসঙ্গত, নতুনের ভিড়ে ইতিমধ্যেই হু হু করে টিআরপি কমেছে একাধিক পুরোনো সিরিয়ালের। আর শোনা যাচ্ছে শীঘ্রই বন্ধও হতে চলেছে চারটি জনপ্রিয় ধারাবাহিক। যার মধ্যে নাকি ‘গৌরী এলো’ (Gouri Elo), ‘খেলনা বাড়ি’র (Khelna Bari) থেকে ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) ও ‘মুকুট’র (Mukut) এর নাম রয়েছে। একইসাথে নতুন দুটি সিরিয়াল আসতে চলেছে এটাও জানা যাচ্ছে। এখন অপেক্ষা চ্যানেলের তরফ থেকে অফিসিয়াল ঘোষণার।