জি বাংলা (Zee Bangla) বা স্টার জলসা (Star Jalsha) যে কোনও ধারাবাহিক কতদিন চলবে তা নির্ধারণ করে টিআরপি (TRP)। রেটিং ভালো থাকলে বছরের পর বছর ধরে সিরিয়াল চলতে থাকে, আর টিআরপি কম হলে কয়েকমাসের মধ্যেই শেষ হয়ে যায় পথচলা। সাম্প্রতিক অতীতে একাধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিকের (Bengali Serial) পথচলা শেষ হয়েছে। এখন শোনা গেল, সেই তালিকায় জুড়তে চলেছে জি বাংলার আরও চার সিরিয়ালের নাম।
বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, টিআরপির দৌড়ে পিছিয়ে পড়া সিরিয়ালগুলি বন্ধ করা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে চ্যানেল কর্তৃপক্ষ। অবশেষে প্রকাশ্যে এল সেই ধারাবাহিকগুলির নাম। শোনা যাচ্ছে, একটি-দু’টি নয়, একসঙ্গে চার-চারটি ধারাবাহিক বন্ধ (End) করে দিচ্ছে জি বাংলা। যা শোনার পর কার্যত মাথায় বাজ পড়েছে সিরিয়ালপ্রেমী দর্শকদের।
শীঘ্রই বন্ধ হতে চলা ধারাবাহিকের তালিকায় নাম রয়েছে জি বাংলার একসময়কার দুই জনপ্রিয় সিরিয়াল ‘গৌরী এলো’ (Gouri Elo) এবং ‘খেলনা বাড়ি’র (Khelna Bari)। এই দুই ধারাবাহিক একটা সময় টিআরপি তালিকায় রাজত্ব করতো। তবে এখন নতুন ধারাবাহিকের ভিড়ে ক্রমশ পিছিয়ে পড়ছে গৌরী এবং মিতুল। আর তাতেই নাকি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।
গৌরী-মিতুলের পাশাপাশি কপাল পুড়তে চলেছে জি বাংলার আরও দুই নায়িকার। বন্ধ হতে চলা সিরিয়ালের তালিকায় রয়েছে ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) এবং ‘মুকুট’র (Mukut) নামও। এই দুই ধারবাহিক টিআরপি তালিকায় কামাল দেখাতে ব্যর্থ হলেও, বরাবর চর্চার কেন্দ্রে থেকেছে। তবে টিকে থাকতে গেলে চর্চা নয়, টিআরপিই শেষ কথা। সেই জন্য এই দুই ধারাবাহিকও বন্ধ করে দেওয়া হবে বলে খবর।
আরও পড়ুনঃ ধারেকাছেও নেই অনুরাগের ছোঁয়া-মিঠাই! বাংলা সবচেয়ে বেশিব TRP টপার হওয়া সিরিয়াল কোনটি জানেন?
সম্প্রতি সিরিয়াল বিষয়ক একটি গ্রুপে একজন নেটিজেন জি বাংলার এই ৪ সিরিয়াল বন্ধ হওয়ার খবর দিয়েছেন। তিনি লিখেছেন, ‘এই মুহূর্তে সব থেকে বড় নিউজ। আগামী দুই মাসের মধ্যে জি বাংলার চারটি ধারবাহিক শেষ হতে চলেছে। ‘গৌরী এলো’, ‘খেলনা বাড়ি’, ‘ইচ্ছে পুতুল’ আর মুকুট’। এই খবর শোনা মাত্রই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় এই খবর শোনা গেলেও, এখনও চ্যানেলের তরফ থেকে এই বিষয়ে কোনও অফিশিয়াল ঘোষণা করা হয়নি। আপাতত সেই অপেক্ষাতেই রয়েছেন সিরিয়ালপ্রেমী দর্শকরা।