• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চাপা কষ্ট প্রকাশ্যে এনে শিমূলের কাছে কাঁদলো পরাগের মা! ফাঁস ‘কার কাছে কই মনের কথা’র মোড়ঘোরানো পর্ব

Published on:

Zee Bangla Bengali serial Kar Kache Koi Moner Kotha latest episode update

জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকে রোজ নিত্যনতুন টুইস্ট আসছে। ধারাবাহিকটি শুরু হয়েছে দেখতে দেখতে এক মাস হয়ে গেল। কিন্তু সিরিয়ালের জনপ্রিয়তা বেড়েছে সদ্য। একের পর এক বিতর্কিত ট্র্যাক দেখিয়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে শিমুল (Shimul)-পরাগের সিরিয়াল। বধূ নির্যাতন দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলও হয়েছে এই ধারাবাহিক (Bengali Serial)।

দর্শকদের একাংশের দাবি, এখনকার সময়ে দাঁড়িয়ে মান্ধাতা আমলের কাহিনী দেখাচ্ছে ‘কার কাছে কই মনের কথা’। বিয়ের পর থেকে শিমুল যেভাবে নির্যাতিত হচ্ছে তা মেনে নিতে পারছেন না অনেকেই। কয়েকদিন আগে অবশ্য শোনা যায়, দর্শকদের চাপে পড়ে ধারাবাহিকের কাহিনীতে বদল আনছেন নির্মাতারা। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হল।

Kar Kache Koi Moner Kotha, Shimul and Shimul mother in law

বিয়ের পর থেকে এতদিন অবধি শিমুলের ওপর নানানভাবে অত্যাচার করেছে শাশুড়ি (Mother In Law)। কখনও ফুলশয্যার রাতে ছেলের সঙ্গে খাটের ওপর শুয়েছে, কখনও আবার শিমুলের নাচকে ‘খেমটা নাচ’ আখ্যা দিয়েছেন। তবে এবার আস্তে আস্তে শাশুড়ির মন গলতে শুরু করেছে। ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, ছেলের বৌয়ের কাছে মন খুলে কাঁদছে পরাগের (Parag) মা।

Kar Kache Koi Moner Kotha, Shimul and Parag mother

কয়েকদিন আগে দেখানো হয়েছিল, শিমুলের শাশুড়ি বলছেন বিয়ের পর তাকেও অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। সেই অত্যাচারের সিকিভাগও সইতে হয় না শিমুলকে। একথা শুনে চমকে যায় শিমুল। অবশেষে নিজের দুঃখের ঝাঁপি খুললেন পরাগের মা। ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, শিমুলের কাছে মন খুলে কাঁদছে তার শাশুড়ি।

পরাগের মা কাঁদতে কাঁদতে বলে বলে, তার পুতুলকে গান শেখানোর খুব ইচ্ছা ছিল। কিন্তু টাকার অভাবে সেই ইচ্ছা পূরণ হয়নি। সেকথা শুনে শিমুল বলে, এখনও তো পুতুলকে গান শেখানো যায়। কিন্তু তাতে রাজি হয় না পরাগের মা। এরপর শিমুল তার শাশুড়ি একটা গান গেয়ে শোনানোর অনুরোধ করে। কিন্তু সেই অনুরোধও নাকচ করে দেন তিনি। ধারাবাহিকের সাম্প্রতিক পর্ব দেখে একথা পরিষ্কার, আস্তে আস্তে শিমুল এবং তার শাশুড়ির সম্পর্কের উন্নতি হচ্ছে। ছেলের বৌ যে খারাপ নয় একথা এখন বেশ বুঝতে পারছে পরাগের মা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥