• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

DNA রিপোর্ট আসতেই সেরা দীপা! জগদ্ধাত্রীকে সোজা চ্যালেঞ্জ ফুলকি-শ্রাবণের, প্রকাশ্যে ওলটপালট TRP তালিকা

Target Rating Point : একসপ্তাহের টান টান উত্তেজনার পর আজ বাংলা সিরিয়ালের (Bengali Serial) টার্গেট রেটিং পয়েন্ট (Target Rating Point) প্রকাশ্যে আসার দিন। ষ্টার জলসা (Star Jalsha) থেকে জি বাংলা (Zee Bangla) দুই চ্যানেলেই চায় সেরা হতে। কিন্তু দর্শকদের মতে বিজয়ী কে সেটা প্রমান করে এই TRP তালিকাই। ইতিমধ্যেই এসপ্তাহের টিআরপি তালিকা এসে গিয়েছে চলুন দেখে নেওয়া যায় কার ভাগ্য খুলল আর কে পড়ল পিছিয়ে!

বিগত কয়েক সপ্তাহ জোর লড়াই চলেছে অনুরাগের ছোঁয়া, জগদ্ধাত্রী থেকে ফুলকির মধ্যে। কিন্তু অল্পের জন্য সেরার সিংহাসহ হাতছাড়া হচ্ছিলো দীপার। তবে এবার আর নয়, DNA রিপোর্ট প্রকাশ্যে আসতেই আবারও বেঙ্গল টপার অনুরাগের ছোঁয়া। ৮.৮ পয়েন্ট পেয়ে নাম জ্বলজ্বল করছে প্রথমস্থানে। অল্পের জন্য ৮.৩ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি। তাহলে কোথায় জগদ্ধাত্রী?

   

 Target Rating Point list of Bengali Serial Jagaddahtri first Anurager Chhowa Second see complete TRP List.

ভাবছেন তৃতীয়? না! সতীনের সারা গায়ে ‘আমি বেহায়া’ ছেপে তৃতীয় স্থানে রয়েছে ‘নিম ফুলের মধু’। এরপর রয়েছে জগদ্ধাত্রী, ৮.০ পয়েন্ট পেয়ে এসপ্তাহে চতুর্থ গোয়েন্দা জ্যাস সন্ন্যাল। তবে নতুন হলেও প্রথম সপ্তাহেই সেরা দশের তালিকায় ঢুকে গিয়েছে Love বিয়ে আজকাল। চলুন দেখে নেওয়া যাক বাংলা সিরিয়ালের সেরা দশ এর তালিকা।

আরও পড়ুনঃ প্রাক্তন প্রেমিকের কথা জানতেই আবার অপমানিত শিমুল! পরাগ-পলাশের ওপর ক্ষুদ্ধ দর্শকেরা

বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকা (TRP List of Top 10 Bengali Serial) :

অনুরাগের ছোঁয়া – ৮.৮ প্রথম
ফুলকি – ৮.৩ দ্বিতীয়
নিম ফুলের মধু – ৮.২ তৃতীয়
জগদ্ধাত্রী – ৮.০
রাঙা বউ – ৭.৫

আরও পড়ুনঃ বিয়েটা এখন ছেলেখেলা হয়ে দাঁড়িয়েছে! এযুগের ঠুনকো সম্পর্ক নিয়ে বিস্ফোরক মধুবনী

কার কাছে কই মনের কথা, সন্ধ্যাতারা, হরগৌরী পাইস হোটেল – ৬.৭
খেলনা বাড়ি – ৬.৪
Love বিয়ে আজকাল – ৬.১
তুঁতে – ৬.০
বাংলা মিডিয়াম – ৫.৫

প্রসঙ্গত, শুরু থেকেই চর্চায় রয়েছে মানালি দে এর সিরিয়াল কার কাছে কই মনের কথা। প্রতিদিনই দুর্ধর্ষ সব পর্ব দর্শকদের মন কাড়ছে। আশা করা হচ্ছে আগামী দিনে হয়তো প্রথম পাঁচে দেখা যাবে সেরিয়ালটিকে। সিরিয়াল ছাড়াও রিয়ালিটি শোয়ের মধ্যে ড্যান্স বাংলা ড্যান্স এবারে ৫.৮ পয়েন্ট পেয়েছে। আর দিদি নং ১ পেয়েছে ৫.৭ পয়েন্ট।