বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এক উজ্জ্বল নক্ষত্র হলেন তাপস পাল (Tapas Paul)। অভিনেতা আজ সশরীরে আমাদের মধ্যে না থাকলেও নিজের কাজের মাধ্যমে কোটি কোটি মানুষের মনে বেঁচে আছেন তিনি। সম্প্রতি শোনা গেল, প্রয়াত অভিনেতার স্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা দু’টি ছবি বেঁচে দিতে চাইছেন। নন্দিনী (Nandini Paul) জানিয়েছেন, তাঁর টাকাটার ভীষণ প্রয়োজন।
সম্প্রতি জনপ্রিয় একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তাপস পালের স্ত্রী এবং কন্যা। সেখানেই অভিনেতা-পত্নী জানান, তাঁর অর্থের খুব দরকার। সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আঁকা দু’টি ছবি বিক্রি করে দিতে চান। একথা শুনে অবাক হয়ে গিয়েছেন অনেকেই।
তাপস-পত্নী এদিন সাক্ষাৎকারে বলেন, ‘আমি শুনেছি দিদি খুব গুণী। দিদি খুব ভালো লেখেন, উনি খুব ভালো আঁকেন। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময় তাপসের হাত দিয়ে আমি ভালোবেসে ওনাকে অনেক অয়েল পেইন্টিং, ক্যানভাস পাঠাতাম। উনি ওখানে বসে বসে পেইন্ট করতেন। উনি তাপসকে একবার দু’টি পেইন্টিং উপহার দিয়েছিলেন’।
আরও পড়ুনঃ দক্ষ অভিনেত্রী হলেও টলিউডে দেখা মেলে না আর! কোথায় হারিয়ে গেলেন প্রসেনজিতের নায়িকা অরুনিমা ঘোষ?
না থেমেই নন্দিনী এরপর বলেন, ‘আমি শুনেছি ওনার আঁকা এক কোটি কত লাখ টাকায় বিক্রি হয়। আমার টাকাটা ভীষণ দরকার। কেই যদি ইচ্ছুক থাকেন আমি তাহলে ওই আঁকা দু’টো বিক্রি করে দেব’। তাপস-পত্নী স্পষ্ট বলেন, তিনি মুখ্যমন্ত্রী আঁকা দু’টি ছবিই বিক্রি করার কথা বলছেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে তাঁর এই ভিডিও। অনেকেই এই ভিডিও দেখে নানান রকম প্রতিক্রিয়া দিয়েছেন।
আরও পড়ুনঃ বলিউডের সর্বনাশ, OTT প্ল্যাটফর্মের পৌষমাস! বছর শেষে রইল ২০২৩ সালের সেরা ওয়েব সিরিজের তালিকা
প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি রাজনীতির দুনিয়ার পরিচিত মুখ ছিলেন তাপস পাল। ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি আচমকাই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দেন বাংলার জনপ্রিয় এই অভিনেতা। তাপস পালের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে অবাক হয়ে গিয়েছিলেন অনেকেই। অনুরাগীদের কথায়, তাঁর মৃত্যুতে বাংলা সিনেদুনিয়ায় যে শূন্যতা তৈরি হয়েছে তা হয়তো কোনোদিন পূরণ হবে না।