• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের সর্বনাশ, OTT প্ল্যাটফর্মের পৌষমাস! বছর শেষে রইল ২০২৩ সালের সেরা ওয়েব সিরিজের তালিকা

Best Web Series of 2023 List : একটা সময় ছিল যখন বলিউডের (Bollywood) সিনেমা রিলিজ হলেই হইহই পড়ে যেত। কাতারে কাতারে মানুষ ভিড় জমাতো সিনেমা হলের সামনে। কিন্তু বিগত কয়েক বছরে সেই ছবি পাল্টে গিয়েছে বিগ বাজেট হিন্দি ছবিও ফ্লপ হয়েছে সারাবছর ধরেই। শেষে শাহরুখ খানের দৌলতে স্বস্থির মুখ দেখেছে বলিউড ইন্ডাস্ট্রি। অবশ্য সালমান খান থেকে রণবীর কাপুরও প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু বিনোদনের কথা উঠলে নতুন জেনারেশনের পছন্দে প্রাধান্য পাচ্ছে OTT প্লাটফর্ম ও ওয়েব সিরিজ (Web Series)।

সারাবছরই বহু ওয়েব সিরিজ রিলিজ হয়েছে। রোম্যান্স, অ্যাকশন থেকে শুরু করে ক্রম থ্রিলার সবেতেই ওয়েব সিরিজের রমরমা। জি ফাইভ, হটস্টার, অ্যামাজন প্রাইম কিংবা নেটফ্লিক্স সবেতেই রয়েছে দুর্দান্ত সব কাহিনী। কিন্তু দর্শকদের নজরে কোন গুলো হল সেরার সেরা? আজকের প্রতিবেদনেই রইলো উত্তর। চলুন দেখে নেওয়া যাক ২০২৩ সেরা ওয়েব সিরিজের তালিকা।

   

Taali Web Series Starring Sushmita Sen

Taali : প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন ধামাকাদার কামব্যাক করেছেন OTT প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে। ‘তালি’ ওয়েব সিরিজে শ্রী গৌরী সাবন্তের জীবনের সংগ্রামকে তুলে ধরা হয়েছে। তৃতীয় লিঙ্গের মানুষদের কতটা লিঙ্গবৈষম্যর মুখোমুখি হতে হয় সেটা নিখুঁতভাবেই তুলে ধরা হয়েছে এই সিরিজে। জিও সিনেমাতে এই ওয়েব সিরিজটি চাইলে বিনামূল্যে দেখতে পারেন।

Made in Heaven 2 : ‘মেড ইন হেভেন’ এর প্রথম পর্ব ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পর এবছর দ্বিতীয় পর্ব রিলিজ হয়। তারা ও কর্ণ দুজনের ব্যক্তিগত ও কর্মস্থলের সমস্যা কিভাবে তৈরী হচ্ছে, কিভাবে সেটার থেকে বেরিয়ে আসছে এটাই এই ওয়েব সিরিজের মূল ইউএসপি। এই সিরিজটি অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে।

Kaalkoot 2023

Kaalkoot : সেরা ওয়েব সিরিজের তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ পুলিশের কাহিনী নিয়ে তৈরী ‘কালকূট’। সমাজের বিভিন্ন সমস্যা, সিস্টেমের বিরুদ্ধে গিয়ে কিছু মানুষের বিরোধিতা থেকে অ্যাসিড অ্যাটাকের মত সেনসিটিভ বিষয় নিয়েই তৈরী হয়েছে সিরিজটি। কিছুসময় আগের দিনের কাহিনী ও শিক্ষামূলক বার্তার এই ওয়েব সিরিজটি বিনামূল্যেই দেখতে পারেন আপনি। এর জন্য Jio Cinemaতে লগ ইন করতে হবে।

আরও পড়ুনঃ সৌন্দর্য্য থেকে অভিনয়ে রশ্মিকাও ফেল! ফাঁস ‘অ্যানিমেল’ ছবির সুন্দরী অভিনেত্রীর নাম সহ আসল পরিচয়

Dahaad : দাবাং নায়িকা সোনাক্ষী সিনহাকে নতুন রূপে দেখা গিয়েছে এই ‘দাহার’ ওয়েব সিরিজে। গল্পে রাজস্থানের এক সিরিয়াল কিলারকে ধরার অভিযানে নামবেন সোনাক্ষী। যে কি না ২৭টি মেয়ের মৃত্যুর জন্য দায়ী। অ্যামাজন প্রাইমে থাকা এই ওয়েব সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

The Night Manager

The Night Manager : বলিউডের এক ঝাঁক তারকা নিয়ে তৈরী এই ওয়েব সিরিজটি। অনিল কাপুর থেকে আদিত্য রায় কাপুরকে দেখা যাবে এই গল্পে। নেভি অফিসারের সৈনিক ও এক হোটেলের নাইট ম্যানেজার সাফিনার মৃত্যুর রহস্যের কিভাবে কিনারা করবে সেটাই আসল কাহিনী। এই ওয়েব সিরিজটি অ্যামাজন প্রাইমে দেখা যাবে।

আরও পড়ুনঃ বলিউডের কপালে শনি! বক্সঅফিস কাঁপাবে ‘কান্তারা চ্যাপ্টার ১’, টিজার রিলিজ হতেই তোলপাড় নেটপাড়া

Farzi : শহীদ কাপুর অভিনত এই ওয়েব সিরিজ জাল টাকার কাহিনীর ওপর ভিত্তি করে তৈরী। কিভাবে একজন আর্টিস্ট সবার চোখের আড়ালে এক ছাপাখানায় ৫০০ টাকার জাল নোট তৈরী করবে সেটাই দেখানো হয়েছে গল্পে। ওয়েব সিরিজটি অ্যামাজন প্রাইমে দেখতে পাওয়া যাবে।

Asur 2 Rise of the Dark Side

Asur 2 – Rise of Dark Side : ‘অসুর’ এর প্রথম পর্বের ব্যাপক সাফল্যের পর অনেকেই অপেক্ষায় ছিলেন দ্বিতীয় পর্বের জন্য। আরশাদ ওয়ার্শি অভিনীত এই ওয়েব সিরিজে এক সিরিয়াল কিলার সমাজের সমস্ত বাজে মানুষকে শেষ করার জন্য  একেরপর এক খুন করে চলেছিল তাকে ধরার কাহিনী দেখা যাবে। এটিও অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখতে পাওয়া যাবে।