• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সৌন্দর্যে দীপিকা-ঐশ্বর্যও ফেল! বলিউডের এই ৫ পরিচালকের সুন্দরী স্ত্রীদের দেখলে চোখ ফেরানো দায়

Published on:

Take a look at the beautiful wives of famous Bollywood directors

Bollywood Director’s Beautiful Wives : বলিউড (Bollywod) অভিনেত্রীদের সৌন্দর্যের তারিফ প্রায়ই শোনা যায়। তাঁদের রূপ দেখে মন গলেছে বহু পুরুষের। তবে আপনি কি জানেন, বলিউড পরিচালকদের (Bollywood Director) স্ত্রীরাও কিন্তু কম রূপসী নন। রূপে-গুণে নায়িকাদের থেকে কোনও অংশে কম যান না তাঁরা। আজকের প্রতিবেদনে বলিউডের সেরা ৫ পরিচালকের সুন্দরী স্ত্রীদের (Wife) নাম-পরিচয় এবং ছবি তুলে ধরা হল। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক তাঁদের।

অভিষেক কাপুর (Abhishek Kapoor)- ‘রক অন’, ‘কাই পো চে’র মতো একাধিক সুপারহিট ছবি পরিচালনা করেছেন অভিষেক কাপুর। তাঁর স্ত্রীয়ের নাম হল প্রজ্ঞা কাপুর (Pragya Kapoor)। অনেকেই জানেন না, অভিষেক-পত্নী নিজেও একজন নামী অভিনেত্রী এবং মডেল। পাশাপাশি বেশ কয়েকটি ছবি প্রযোজনাও করেছেন তিনি।

Abhishek Kapoor and Pragya Kapoor

ফারহান আখতার (Farhan Akhtar)- জাভেদ আখতারের পুত্র ফারহান যেমন একজন সফল অভিনেতা, তেমনই জনপ্রিয় পরিচালকও। ফারহানের স্ত্রীয়ের নাম হল শিবানী দান্ডেকার (Shibani Dandekar)। গত বছর ধুমধাম করে সাত পাকে বাঁধা পড়েছিলেন তাঁরা। ফারহান-পত্নী পেশায় একজন মডেল এবং অভিনেত্রী।

আরও পড়ুনঃ ‘আদর্শ ছেলে’র জলজ্যান্ত উদাহরণ! বাবার জন্য সুনীল শেট্টির আত্মত্যাগের কাহিনী চোখে জল আনার মত

Farhan Akhtar and Shibani Dandekar, Bollywood director wives

আরও পড়ুনঃ ‘বাবার নাম দিয়ে বেশি দিন নয়, নিজেকে প্রমাণ করতে হয়’, মেয়ে কোয়েলকে নিয়ে অকপট রঞ্জিত মল্লিক

অভিষেক পাঠক (Abhishek Pathan)- অজয় দেবগণ অভিনীত সুপারহিট ছবি ‘দৃশ্যম’র পরিচালক হলেন অভিষেক। তাঁর স্ত্রীও ভীষণ সুন্দরী। এই বছরই গাঁটছড়া বেঁধেছেন ‘দৃশ্যম’ পরিচালক। তাঁর স্ত্রীয়ের নাম হল শিবলেখা ওবেরয় (Shivaleeka Oberoi)। তিনি পেশায় একজন মডেল এবং অভিনেত্রী।

Abhishek Pathak and Shivaleeka Oberoi, Bollywood director wives

বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)- ‘দ্য কাশ্মীর ফাইলস’র হাত ধরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তাঁর স্ত্রীয়ের নাম হল পল্লবী জোশী (Pallavi Joshi)। ‘দ্য কাশ্মীর ফাইলস’ সহ একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। এছাড়াও শোনা গিয়েছে, বিবেকের আগামী সিনেমা ‘দ্য ভ্যাকসিন ওয়ার’এও দেখা যাবে বিবেককে।

Vivek Agnihotri and Pallavi Joshi, Bollywood director wives

সঞ্জয় লীলা বনশালি (Sanjay Leela Bhansali)- বলিউডের অন্যতম সফল এবং জনপ্রিয় পরিচালক সঞ্জয় লীলা বনশালি বিয়ে করেননি। মিডিয়া রিপোর্ট থেকে জানা যায়, সঞ্জয়ের নাকি বাগদান হয়ে গিয়েছিল। কিন্তু পরে তা ভেঙে যায়।

Sanjay Leela Bhansali and Vaibhavi Merchant

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির নামী কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্টের (Vaibhavi Merchant) সঙ্গে সঞ্জয়ের প্রেম ছিল বলে গুঞ্জন শোনা যায়। যদিও তাঁদের সেই সম্পর্ক কেন ভেঙেছিল তা আজও অজানা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥