• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এবার শীতেই লুকিয়ে হল শুভ পরিণয়! বিয়ে করলেন রুবেল-শ্বেতা? ফাঁস মোহময়ী লুকে শ্বেতার ব্রাইডাল ভিডিও

Published on:

Sweta Bhattacharya got Married to Rubel Das Secretly Rumours after Bridal Look Goes Viral

শীতের হাওয়া শুরু হতেই বঙ্গে শুরু হয় বিয়ের উৎসব। সেই উৎসবে একেরপর এক বিয়ের পিঁড়িতে বসেন তারকারাও, এবছরেও তার অন্যথা হয়নি। একাধিক টলি তারকারাই সাত পাকে ঘুরেছেন। তবে এবার অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের (Sweta Bhattacharya) একটি ভিডিও ঘিরে তোলপাড় নেটপাড়া। অভিনেতা রুবেল দাসের সাথে দীর্ঘদিন ঘরেই প্রেম করেছেন তিনি। তবে এবার কি সত্যিই বিয়ে সেরে ফেললেন শ্বেতা-রুবেল?

নেটমাধ্যমে আলোচনা শুরু হয়েছে যে, ইতিমধ্যেই নাকি বিয়ে সেরে ফেলেছেন দুজনে। কিন্তু হটাৎ কেন এমনটা রটল? ঊটের হল শ্বেতার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটি ভিডিও। যেখানে সিঁথিতে সিঁদুর, পরণে বলাল রাঙা বেনারসি আর গা ভর্তি গয়নায় দেখা যাচ্ছে অভিনেত্রীকে। একঝলক দেখে যে কেউই মনে করবেন যে বিয়ের মন্ডপ থেকেই উঠেই বানানো ভিডিওটি।

Sweta Bhattacharya and Rubel Das marriage rumours sparked on social media

এদিকে সিরিয়ালেও বিয়ের পর্ব চলছে না। অর্থাৎ ‘কোন গোপনে মন ভেসেছে’ এর শুটিংয়ের জন্য অন্তত এই লুক নয়। তাহলে সত্যিই কি বিয়ে সারলেন রুবেল-শ্বেতা? এই প্রশ্নের উত্তর হল না। হ্যাঁ ঠিকই দেখছেন নববধূ রূপে ধরা দিলেও আসলে বিয়ের পিঁড়িতে বসেননি অভিনেত্রী। সেই দিন দেখার জন্য আরও কিছু অপেক্ষা করতে হবে দর্শক তথা ভক্তদের।

আরও পড়ুনঃ হড়পা বান থেকে ধস, টিআরপি তুলতে চূড়ান্ত গাঁজাখুরি! ‘ফুলকি’র প্রোমো ভাইরাল হতেই কটাক্ষ দর্শকদের

ভিডিওটি ভাইরাল হওয়ার পর কমেন্ট বক্সে অনেকেই জানতে চেয়েছেন সত্যি করে কবে বিয়ে করছেন তিনি? যদিও কমেন্টের রিপ্লাই করেননি, তবে এর আগে এক সাক্ষাৎকারে সুখবর শেয়ার করেছিলেন শ্বেতা। তিনি জানিয়েছিলেন আগামী বছরেই সাত পাকে ঘুরবেন তিনি। অর্থাৎ ২০২৫ সালেই হবে রুবেল-শ্বেতার বিয়ে।

Sweta Bhattacharya Wedding Look Reel

সাক্ষাৎকারের পর আরও খোঁজ শুরু হয়ে টলিপাড়ার অন্দর মহলে। আর তাতেই উঠে এসেছে শ্বেতা ভট্টাচার্যের সম্ভাব্য বিয়ের তারিখ। কবে সেই শুভদিন? তাহলে জেনে রাখুন ১৯শে জানুয়ারি ২০২৫ এই বিয়ে করতে চলেছেন রুবেল-শ্বেতা। ইতিমধ্যেই এর জন্য প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে। কারণ বাঙালিদের বিয়ে শুধুমাত্র বিয়ে নয় একটা গোটা উৎসবের মত করে আয়োজন ও পালন করা হয়।

আরও পড়ুনঃ ‘প্রতীক্ষা আমার প্রেমিকা ছিল’, বোমা ফাটালো পুতুলের স্যার! ফাঁস পলাশের মাথায় বাজ ফেলা পর্ব

বিয়ের তারিখ ফাঁস হলেও অফিসিয়ালি কোনো ঘোষণা কিন্তু করেননি রুবেল বা শ্বেতা দুজনের কেউই। তাদের মতে, ‘যা কিছু শোনা যাচ্ছে তা রটনা মাত্র। বিয়ের প্ল্যান তো অবশ্যই আছে, ২০২৫ সালে করার কথাই ভাবা হয়েছে। তবে দিনক্ষণ এখন ঠিক হয়নি। ঠিক হলে সবাই জানতে তো পেরেই যাবে’। এখন অপেক্ষা কবে নিজেদের আসল বিয়ের তারিখ সকলকে জানান অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥