• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দিদি-বোন দু’জনেই কাঁপাচ্ছে ছোটপর্দা! ‘লাভ বিয়ে আজকাল’র শ্রাবণের দিদিকে চেনেন? রইল ছবি সহ পরিচয়

স্টার জলসার (Star Jalsha) পর্দার সদ্য পথচলা শুরু হয়েছে ‘লাভ বিয়ে আজকাল’র (Love Biye Aajkal)। বাংলা সিরিয়ালের তথাকথিত পরকীয়া-কুটকচালির ভিড়ে আদ্যোপান্ত প্রেমের কাহিনী নিয়ে হাজির হয়েছে ওমকার-শ্রাবণরা। মুখ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা ওম সাহানি এবং নবাগতা অভিনেত্রী মৌমিতা সরকার (Moumita Sarkar)। তবে আপনি হয়তো জানেন না, এই মৌমিতার দিদি একজন জনপ্রিয় নায়িকা।

‘লাভ বিয়ে আজকাল’র সম্প্রচার শুরু হয়েছে খুব বেশিদিন হয়নি। তবে অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে স্থান করে নিয়েছে এই সিরিয়াল (Bengali Serial)। ধারাবাহিকটির রেটিংও (TRP) বেশ আকর্ষণীয়। নবাগতা অভিনেত্রী মৌমিতার অভিনয়ও বেশ ভালোলাগছে দর্শকদের। মডেলিংয়ের দুনিয়ার পর ছোটপর্দাও কাঁপাচ্ছেন তিনি।

   

Arkoja Acharyya and Moumita Sarkar

সম্প্রতি সেই মৌমিতারই দিদির ছবি ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তিনিও একজন নামকরা টেলি অভিনেত্রী। এখন নিশ্চয়ই পর্দার শ্রাবণের দিদির পরিচয় জানতে ইচ্ছা করছে? তাহলে বলে রাখি, মৌমিতার দিদি (Sister) হিসেবে যে অভিনেত্রীর ছবি ভাইরাল হয়েছে তিনি হলেন ‘ওগো নিরুপমা’, ‘মিঠাই’ খ্যাত অর্কজা আচার্য (Arkoja Acharyya)। দুই অভিনেত্রীর মুখে এতটাই মিল রয়েছে যে তাঁদের অনেকে যমজ বোন বলেও দাবি করেছেন।

আরও পড়ুনঃ ডিভোর্সের আগে ফলাচ্ছে স্বামীর অধিকার! জিষ্ণুর গায়ে হাত তুলতেই নীলের বিরুদ্ধে ফুঁসে উঠল মেঘ

Arkoja Acharyya and Moumita Sarkar

আরও পড়ুনঃ সূর্যকে পেতে দীপাকে মেরে ফেলবে মিশকা! কেঁদে ভাসাচ্ছে সোনা-রূপা! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র ধামাকা পর্ব

তবে আসলে কিন্তু মৌমিতা এবং অর্কজা দুই বোন নন। তাঁদের মধ্যে কোনও সম্পর্কই নেই। এমনকি একে অপরকে ভালোভাবে চেনেন ও না। তবে দু’জনের মুখের মিল সত্যিই নজর কাড়ে। নেটিজেনদের দাবি, যমজ বোনের চরিত্রে যদি এই দুই অভিনেত্রীকে কাস্ট করা হয় তাহলে দারুণ মানাবে।

Arkoja Acharyya and Moumita Sarkar

এই প্রসঙ্গে ‘লাভ বিয়ে আজকাল’ নায়িকা মৌমিতাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে আমিও প্রথমে ব্যাপারটা লক্ষ্য করলাম। এর আগে আমিও এই বিষয়টি জানতাম না’। অপরদিকে অর্কজা বলেন, ‘আমরা জানি একই রকম দেখতে এই পৃথিবীতে আরও ৬ জন মানুষ থাকে। তবে এমন কোনও মানুষ যদি একেবারেই সামনে থাকে তাহলে দেখতে বেশ ভালোলাগে’।