• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্যকে পেতে দীপাকে মেরে ফেলবে মিশকা! কেঁদে ভাসাচ্ছে সোনা-রূপা! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র ধামাকা পর্ব

Updated on:

Star Jalsha Bengali serial Anurager Chhowa Mishka tries to shoot Deepa again

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) প্রত্যেকটি পর্ব এখন দারুণ ধামাকেদার হচ্ছে। রোজ সিরিয়ালের (Bengali Serial) গল্পে আসছে নিত্যনতুন টুইস্ট, আর তাতেই ঘুরে যাচ্ছে গল্পের মোড়। এই মুহূর্তে সবচেয়ে বেশি যে চমক দিচ্ছে সে হচ্ছে মিশকা। কখনও বুড়িমা, কখনও সাধিকা, কখনও আবার ডাক্তারের বেশ ধারণ করে হাজির হচ্ছে সে। শুধু তাই নয়, সূর্য-দীপার জীবন একের পর এক ঝড়ও তুলছে।

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, সূর্যকে (Surjya) ধমকিয়েছে মিশকা (Mishka)। সে বলেছে, সূর্য যদি তাকে বিয়ে না করে তাহলে সে সেনগুপ্ত পরিবারের বিরাট ক্ষতি করে দেবে। এমনকি সোনা-রূপাকেও ছাড়বে না। মেয়েদের কথা শুনেই ভয় পেয়ে যায় সূর্য। সে মিশকার যাবতীয় শর্তে রাজি হয়ে যায়।

Anurager Chhowa, Anurager Chhowa Surjya and Deepa in hospital

অপরদিকে দীপাও (Deepa) লক্ষ্য করেছে কোনও একটা কারণে সূর্য বেশ ভয়ে ভয়ে আছে। এরপর দীপার সামনেই সূর্যকে ফোন করে মিশকা ফের ধমকায় । সে বলে, সূর্যর কাছে মতামত দেওয়ার জন্য মাত্র ১০ সেকেন্ড আছে। মেয়েদের মুখের দিকে তাকিয়ে মিশকার যাবতীয় কথা মেনে নেবে বলে ঠিক করে সূর্য।

আরও পড়ুনঃ রাধিকা অতীত! পোখরাজের খোলস ছেড়ে দেবশ্রীর সাথে পর্দায় ফিরছেন সপ্তর্ষি

এরপর দীপা সেখান থেকে বেরিয়ে যায়। আর তখনই রিসেপশনের সামনে মিশকার সঙ্গে দেখা হয়ে যায় তার। দীপা তাকে কোর্টে গিয়ে সব সত্যি স্বীকার করার কথা বলে। কিন্তু মিশকা অত্যন্ত চালাকির সঙ্গে দীপাকে ধাক্কা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তবে দীপাও হাল ছাড়ে না। তবলার সাহায্য নিয়ে অটোয় করে মিশকাকে ফলো করতে থাকে।

আরও পড়ুনঃ ডিভোর্সের আগে ফলাচ্ছে স্বামীর অধিকার! জিষ্ণুর গায়ে হাত তুলতেই নীলের বিরুদ্ধে ফুঁসে উঠল মেঘ

Anurager Chhowa, Anurager Chhowa Mishka tried to kill Deepa

মিশকা অনেক চেষ্টা করে দীপা-তবলাকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালানোর, কিন্তু ব্যর্থ হয়। এরপরেই কোনও উপায় না পেয়ে দীপার মাথায় বন্দুক তাক করে সে। এরপর বলে, দীপা যদি এখন তার কথা না শোনে তাহলে সে সবকিছু শেষ করে দেবে।

তারপর তবলার অটো নিয়ে দীপাকে নিয়ে চলে যায় মিশকা। অপরদিকে মা-বাবার জন্য ভগবানের কাছে কাঁদতে থাকে ছোট্ট সোনা-রূপা। এরপর সূর্যকে আদালতে নিয়ে যাওয়া হয়। নির্দোষ হয়েও কাঠগড়ায় দাঁড়াতে হয় তাকে। সেই মুহূর্তে দাঁড়িয়ে মিশকার সব কথা সূর্যর মাথায় ঘুরতে থাকে। দীপা কি পারবে মিশকার ষড়যন্ত্র ভেদ করে সূর্যকে বাঁচাতে? জানতে হলে চোখ রাখতে হবে টিভির পর্দা এবং বং ট্রেন্ডের প্রতিবেদনে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥