প্রেম দিবসেই সবাইকে চমকে বিয়ে সেরেছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। অবশ্য আইনি বিয়ে মিটেছে, সিঁথিতে সিঁদুর পরানো এখনও বাকি। আগামী ৬ মার্চ ধুমধাম করে সামাজিক বিয়ে হবে দু’জনের। তবে বিয়ের খবর প্রকাশ্যে আসার দিন থেকেই নেটপাড়ায় তুমুল চর্চায় রয়েছেন কাঞ্চন-শ্রীময়ী (Kanchan Sreemoyee) জুটি।
আসলে দীর্ঘদন ধরেই তাদের সম্পর্ক নিয়ে চর্চা ছিল টলিপাড়ার অন্দরে। অভিনেতাকে কখনও ‘দাদা’, কখনও ‘গুরু’ হিসেবে পরিচয় দিয়েছেন শ্রীময়ী। তবে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঞ্চনের ডিভোর্স হওয়ার পর আর অপেক্ষা করতে হয়নি বেশি দিন। আইনি বিয়ে সেরে নিজেদের সম্পর্কের গুঞ্জনে শিলমোহর দিয়েছেন দুজনে।
সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকারে বিয়ের অনুভূতি প্রকাশ করার সময় শ্রীময়ী বলেন, এখনও তিনি বুঝে উঠতে পারছেন না যে তাঁর বিয়ে হয়ে গিয়েছে। আপাতত সামাজিক বিয়ে নিয়ে বেশ চিন্তায় আছেন তিনি। আত্মীয়-স্বজনদের ঠিকভাবে আপ্যায়ন করার চিন্তা চেপে বসেছে নতুন বউয়ের মনে।
আরও পড়ুনঃ কাঞ্চনকে বিয়ে করে ‘সুখী’ নন! বিয়ে হতে না হতেই ‘আক্ষেপ’ নতুন বউ শ্রীময়ীর
শ্রীময়ী এরপর আক্ষেপ প্রসঙ্গে বলেন, কাঞ্চনকে আরও একটু আগে নিজের করে পেতে চেয়েছিলেন তিনি। কাঞ্চন তাঁকে স্নেহ-ভালোবাসা দিয়ে চিরকাল আগলে রাখবেন এটাই স্বপ্ন অভিনেত্রীর। এর বাইরেও আরও একটা আক্ষেপ রয়েছে তাঁর। ছোটবেলা থেকেই শ্বশুরবাড়ি গিয়ে শ্বশুর, শাশুড়ি, ননদ, জা সবাইকে নিয়ে সংসার করতে চাইতেন শ্রীময়ী। কাঞ্চনকে বিয়ে করার পর ননদ, জা, দাদা, বৌদি সকলকেই পেয়েছেন তিনি। পাননি শুধু শ্বশুর-শাশুড়িকে।
আরও পড়ুনঃ ‘দু-তিনটে বিয়ে থাকতেই পারে’! নিন্দুকদের মুখে ঝামা ঘষলেন কাঞ্চনের তৃতীয় স্ত্রী শ্রীময়ী
এরপর অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়, স্বামীকে কি নামে ডাকেন তিনি? উত্তরে শ্রীময়ী জানান কাঞ্চনকে ‘মিস্টার মল্লিক’ নামেই ডাকেন তিনি। অবশ্য আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে শ্রীময়ী নিজেই জানিয়েছেন আদর করে কাঞ্চনকে ‘মাম্মা’ বলেই ডাকেন তিনি। তারপর বয়সের ফারাক সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘ছোটবেলা থেকেই আমার ম্যাচিওর রিলেশনশিপের ইচ্ছে ছিল। ফোর প্যাক, সিক্স প্যাক কিংবা চুলে স্পাইক করা কারোর সঙ্গে আমি সম্পর্ক চাইনি। আসলে বয়সের ব্যবধান থাকলে নিজেদের মধ্যে খুব ভালো বোঝাপড়া থাকে’।