• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তোলপাড় করা টুইস্ট! মা হবে শিমুল? নতুন প্রোমো আসতেই তুমুল চর্চায় ‘কার কাছে কই মনের কথা’

Published on:

Kar Kache Koi Moner Kotha New Promo Update

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়ালের মধ্যে অন্যতম একটি হল কার কাছে কই মনের কথা (Kar Kache Koi Moner Kotha)। সিরিয়ালে বাড়ির বউকে কতভাবে হেনস্থা করা হচ্ছে সেটা তুলে ধরা হয়েছে। অবশ্য কষ্টের সময় পাড়ার প্রতিবেশী থেকে পুরোনো প্রেমিককে পাশে পেয়েছে নায়িকা শিমুল (Shimul)। তবে যতদিন যাচ্ছে ততই নতুন চমক আসছে ধারাবাহিকে। ডিভোর্স হলেও শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক যেন শেষই হচ্ছে না।

পরাগকে বিষ দেওয়ার অপরাধে মামলা থেকে জেল পর্যন্ত খাটতে হয় শিমুলকে। তবে কোর্টে সত্যের জয় হয়, নির্দোষ প্রমাণিত হয়ে ছাড়া পায় শিমুল। এদিকে পাপের ফল পেয়ে জেলে যায় প্রতীক্ষা। চোখের সামনে এসব দেখে শেষমেশ কিছুটা পাল্টেছে পরাগের মন। ক্ষমা চেয়ে শেষ আরেকটা সুযোগ চাইছে সে শিমুলের সাথে সংসার করার জন্য।

Kar Kache Koi Moner Kotha Parag says sorry to Shimul

শিমুল পরাগের প্রস্তাবে স্পষ্ট না করে চলে আসে প্রতিবেশী বিপাশাকে বাড়িতে। সেখানে প্রেমিক শতদ্রু তাকে জিজ্ঞাসা করে যে সে সত্যিই সংসার করতে চায় কি না। কিন্তু সেটা আর সম্ভব না জানিয়ে দেয় শিমুল। তবে পুতুলের বিয়ের জন্য সে ওবাড়ি যাওয়া আসা লাগিয়েই রেখেছে।

আরও পড়ুনঃ ভিক্ষা করেই লাখপতি হওয়ার স্বপ্ন! অতিলোভের বশে বড় বিপদে অয়ন-মৌমিতা, ফাঁস আজকের ব্লকবাস্টার পর্ব

এসবের মাঝে পুতুলের গায়ে হলুদের দিন আচমকাই খবর আসে অ্যাকসিডেন্ট হয়েছে পরাগের। কোনোকিছু না ভেবে মুহূর্তের মধ্যেই হাসপাতালে দৌড়ে যায় শিমুল। এরপর সেখানে গিয়ে জানতে পারে পরাগকে বাঁচাতে হলে অপারেশন করতে হবে। এর জন্য পরিবারের লোককে বন্ডে সই করতে হবে। তখন শিমুলই নিজেকে স্ত্রীর পরিচয় দিয়ে বন্ডে সই করে দেয়!

Kar Kache Koi Moner Kotha Shimul runs to Hospital for Parag

ইতিমধ্যেই সেই প্রোমো প্রকাশ্যে এসেছে। যা দেখে নেটিজেনদের অনেকেই নানা মন্তব্য শুরু করেছেন। কারোর ধারণা আবারও একসাথেই সংসার করতে শুরু করবে সে। তো কেউ আবার বলছেন একসাথে থাকতে শুরু করার পর শিমুলের গর্ভে সন্তান আসবে। তবে এমন কোনো ট্র্যাকের অফিসিয়াল ঘোষণা হয়নি। সবটাই অনুমান মাত্র।

আরও পড়ুনঃ ‘যোগমায়া’ আসতেই লালবাতি! আচমকাই শেষ হচ্ছে জি বাংলার এই জনপ্রিয় মেগা, মাথায় বাজ দর্শকদের

প্রসঙ্গত, শিমুলকে নিজের ভালোবাসার কথা একাধিকবার স্পষ্ট করে দিয়েছে শতত্রু। সর্বদা যেমন তাঁর পাশে থেকেছে তেমনি নিজের বিয়ে পর্যন্ত ভেঙে দিয়েছে। দর্শকেরাও চায় যে পরাগকে ছেড়ে শতদ্রুর সাথে নতুন জীবন শুরু করে শিমুল। কিন্তু আদতে কি হবে সেটাই দেখার অপেক্ষা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥