• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দেবশ্রীর জন্য কাজ হারালেন স্বস্তিকা! ‘কেমিস্ট্রি মাসি’ নিয়ে বিতর্কের জেরে তোলপাড় টলিউড

Published on:

Swastika Dutta loose work from Chemistry Masi for date problem with Debashree Roy

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে নায়িকাদের ‘ক্যাটফাইট’র কথা কারোর অজানা নয়। কয়েকমাস আগেই ‘মাতঙ্গী’র শ্যুটিংয়ে বিবাদে জড়ান সোহিনী সরকার এবং তৃণা সাহা। মাঝপথেই শ্যুট ছেড়ে বেরিয়ে যান তৃণা। শেষমেষ সিরিজ থেকেও বাদ পড়েন তিনি। এবার শোনা যাচ্ছে, খানিকটা একই ঘটনা ঘটেছে দেবশ্রী রায় (Debashree Roy) এবং স্বস্তিকা দত্তের (Swastika Dutta) সাথেও।

আগেই জানা গিয়েছে, টলিউড এবং ছোটপর্দা কাঁপানোর পর এবার ওয়েব মাধ্যমে ডেবিউ করতে চলেছেন দেবশ্রী। সৌরভ চক্রবর্তী পরিচালিত ‘কেমিস্ট্রি মাসি’র (Chemistry Masi) হাত ধরে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন তিনি। সেই সিরিজে দেবশ্রীর সঙ্গেই অভিনয় করার কথা ছিল স্বস্তিকারও। তবে শোনা যাচ্ছে, এখন নাকি সেই প্রোজেক্ট থেকে বাদ পড়েছেন তিনি।

Debashree Roy and Swastika Dutta, Chemistry Masi web series

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ‘কেমিস্ট্রি মাসি’র ডেট নিয়ে কিছু সমস্যা দেখা গিয়েছে। প্রথমে যে দিনক্ষণ নির্ধারিত হয়েছিল তাতে দেবশ্রীর সমস্যা ছিল। এরপর তিনি যখন ফ্রি হলেন, তখন স্বস্তিকার ডেট নিয়ে সমস্যা দেখা দেয়। এখন গুঞ্জন শোনা যাচ্ছে, এরপর আর অভিনেত্রীর থেকে ডেট চাননি হইচইয়ের এই সিরিজের নির্মাতারা। তাঁকে ছাড়াই শ্যুটিং শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুনঃ অভিষেক নেই মানি না! স্বামীর দেওয়া নোয়া পরি, পুজোয় সিঁদুরও খেলব স্পষ্ট কথা সংযুক্তার

অনেকেই হয়তো জানেন না, অভিনয়ের পাশাপাশি দেবশ্রী অবলা জীবদের পিছনেও অনেকটা সময় ব্যয় করেন। দরকার পড়লে রাস্তায় নেমেও প্রতিবাদ করেন তিনি। প্রথমে যে ডেট ঠিক করা হয়েছিল সেই তারিখে এমনই একটি কেসের জন্য আদালতে যেতে হয়েছিল অভিনেত্রীকে। তাই সময় বের করতে পারেননি তিনি।

আরও পড়ুনঃ শাশুড়ি-সতীনের কেচ্ছা নয়, নিখাদ বিনোদন! কমলা ও পৃথ্বীরাজে লাগানের দৃশ্য দেখে প্রশংসা দর্শকদের

Debashree Roy, Debashree Roy Chemistry Masi web series

প্রসঙ্গত, ‘কেমিস্ট্রি মাসি’তে একজন ভ্লগারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবশ্রীকে। তাঁর জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রসায়ন। তবে বই অথবা ল্যাবরেটরিতে বসে নয়, বরং ‘কেমিস্ট্রি মাসি’ রসায়ন বোঝান রান্নার মাধ্যমে।

মুরগির মাংস রান্না করতে করতে যেমন দেবশ্রীকে প্রশ্ন করতে দেখা গিয়েছিল, ‘যে পরিমাণ চিকেন, মশলা আর দই রান্নার আগে মেশালাম, রান্নার পরেও কি তার ওজন সমান? যদি না হয়, তাহলে বাকি জিনিসগুলোর ওজন কোথায় গেল? এরপরেই ‘কেমিস্ট্রি মাসি’ ‘ল’জ অফ কেমিক্যাল কম্বিনেশন বোঝাতে শুরু করেন। ভিন্ন স্বাদের এই সিরিজের প্রথম ঝলক বেশ ভালোলেগেছে দর্শকদের। রিলিজের পরেও একই রকম ভালোবাসা পাবে বলেই আশা করবেন নির্মাতারা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥