• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাশুড়ি-সতীনের কেচ্ছা নয়, নিখাদ বিনোদন! কমলা ও পৃথ্বীরাজে লাগানের দৃশ্য দেখে প্রশংসা দর্শকদের

Updated on:

Lagan flavour in bengali serial Komola O Sreeman Prithwiraj

শ্বাশুড়ি-বৌমার কুটকচালি কিংবা পরকীয়ার ভীড়ে একেবারে ভিন্ন স্বাদের একটি সিরিয়াল হল স্টার জলসার (Star Jalsha) কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (Komola O Sreeman Prithwiraj)।পরাধীন ভারতের প্রেক্ষাপটে  ইংরেজ শাসিত ভারতের কথা বলে স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে তৈরি এই বাংলা সিরিয়ালে সদ্য দেখানো হয়েছে ইংরেজদের সাথে ভারতীয়দের ক্রিকেট ম্যাচ (Cricket Match)

প্রসঙ্গত ইতিমধ্যেই ভারতে শুরু হয়েছে ক্রিকেটের ওয়ানডে বিশ্বকাপ। ক্রিকেটের এই মহাযুদ্ধের রেশ এবার এসে পড়ল বাংলা সিরিয়ালের শুটিং ফ্লোরেও।  যা দেখে দর্শকদের অনেকেই তুলনা করেছেন বলিউডের আমির খান অভিনীতজনপ্রিয় সিনেমা লগানের (Lagan) সাথে। সিনেমায় ভুবনে চরিত্রে অভিনয় করেছিলেন আমির। এই সিনেমায় দেখা গিয়েছিল গ্রামের অসহায় গরীব কৃষকরাই হাতে তৈরি ব্যাট বল দিয়েই খেলার মাঠে ঝড় তুলেছিলেন।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,কমলা ও শ্রীমাণ পৃথ্বীরাজ,Kamala O Sreeman Prithwiraj,কমলা,Komola,মানিক,Manik,ক্রিকেট,Cricket,লগান,Lagan

এবার সেই ঘটনাই দেখা গেল কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকে। কমলার শ্বশুরমশাইয়ের ওকালতির লাইসেন্স বাতিল করে দিয়েছে ইংরেজরা। তাই তিনি চাষের জমিতে চাষ করতে গিয়েছিলাম। কিন্তু ইংরেজরা তাতেও বাধা দিয়ে বলেন সেখানে তৈরি হবে ইংরেজদের ক্রিকেট খেলার মাঠ। তাই সমস্যার সমাধান করতে দুপক্ষ আলোচনায় বসলে ইংরেজরা কমলার শ্বশুরকে শর্ত দিয়ে বলেন ক্রিকেট খেলায় জিততে পারলে তবেই চাষের জমিতে চাষ করার অনুমতি মিলবে।

আরও পড়ুনঃ সন্ধ্যে নামলেই টিভিতে চলছে অ্যাডাল্ট সিন! ৩ সিরিয়াল বয়কটের দাবিতে সরব বাংলার দর্শকেরা

সিরিয়ালে ব্যবহার করা হয়েছে এই সিনেমার গানও। ক্রিকেট বিশ্বকাপের অবহে বাংলা সিরিয়ালে হাত ধরে যেন লাগান সিনেমার পুরনো নস্টালজিয়াই ফিরে পেয়েছেন বাংলা সিরিয়ালের দর্শকরা। তাই প্রশ্ন উঠছে। তাহলে কি বাংলা সিরিয়ালে সত্যিই লাগান তৈরি করতে চেয়েছেন এই এই সিরিয়ালে লেখক ? সত্যিটা জানতেই এদিন টিভি নাইন বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল ধারাবাহিকের লেখক জ্যোতি  হাজরার সঙ্গে।

আরও পড়ুনঃ মা ছেলে দুটোই দুশ্চরিত্র! ইচ্ছে পুতুলে গিনির শ্বাশুড়ীর নোংরামি দেখে ক্ষোভে ফুঁসছেন দর্শক

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,কমলা ও শ্রীমাণ পৃথ্বীরাজ,Kamala O Sreeman Prithwiraj,কমলা,Komola,মানিক,Manik,ক্রিকেট,Cricket,লগান,Lagan

জবাই তিনি বলেছেন ,’আমাদের মেগা সিরিয়ালে পুরনো টেম্পলেটে বিজিএম মিউজ়িকগুলো (অর্থাৎ সিনেমার পরিচিত আবহসঙ্গীত) থাকেই। জগৎপুরের চাষীদের সংগ্রাম দেখিয়েছি আমরা। কমলার শ্বশুরমশাইয়ের আইনের লাইসেন্স বাতিল করে দেয় ইংরেজরা। তাঁর চাষের জমিও নিয়ে নেয়। বলে, চাষের জমি ফেরত পেতে হলে তাদের সঙ্গে ক্রিকেট ম্যচে জিততে হবে। এমনই বিষয় কিন্তু ‘লগান’ ছবিতেও ছিল।’

প্রশ্ন ওঠে সিরিয়ালের গল্প কতখানি স্বতন্ত্র তা নিয়েও। জবাবে এদিন জ্যোতি বলেন, ‘এই গল্পটা এক্কেবারেই আলাদা। ‘লগান’-এ ব্যক্তিগত ঝামেলা ছিল না। এখানে কিন্তু ব্যক্তিগত ঝামেলাই দেখানো হয়েছে। এখানে কমলাই প্রধান। সে ইংরেজি ভাষাটা জানে। অনুবাদক হয়ে কাজ করে মাঠে।’ সিরিয়ালের ক্রিকেট ম্যাচে প্রচুর বিদেশি অভিনেতা ছিলেন।জানা যায়, তাঁরা মায়াপুর ইস্কনের রাধাকৃষ্ণের ভক্ত। শুটিং ফ্লোরেও নাকি ছিল ‘রাধে রাধে’, ‘হরে কৃষ্ণ’ ধ্বনিও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥