• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঘনিষ্ট দৃশ্যে শ্যুট করতে গিয়ে কেলেঙ্কারি! অগ্নিভর সঙ্গে রোম্যান্স করতে গিয়ে কোথায় চোট পেল কথা?

সেলিব্রিটি শেফ অগ্নিভ আর গাছপ্রেমী কথা (Kothha) এর দুষ্টুমিষ্টি গল্প দেখতে বেশ ভালোলাগছে দর্শকদের। গত সপ্তাহে টিআরপি তালিকাতেও বাজিমাত করেছে স্টার জলসার এই মেগা। বহু বছর বাদে ‘কথা’র হাত ধরে ছোটপর্দায় ফিরেছেন সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya)। গোটা টিম মিলে বেশ মজা করে শ্যুট করছেন। এসবের মাঝেই শোনা গেল, রোম্যান্টিক সিন শ্যুট করতে গিয়ে চোট পেয়েছেন সুস্মিতা দে (Susmita Dey)

‘কথা’ ধারাবাহিকে (Bengali Serial) নাম ভূমিকায় অভিনয় করছেন সুস্মিতা। যদিও অগ্নিভ তাকে ‘গোবরদেবী’ নামে সম্বোধন করে। অপরদিকে কথা তার বরকে ডাকে ‘পাচকমশাই’ নামে। দাদুর চাপে একপ্রকার বাধ্য হয়েই গোবরদেবীকে বিয়ে করেছে অগ্নিভ। তবে তার এই বিয়ের খবর পাঁচ কান হোক সেটা কিছুতেই চায় না সে।

   

Kotha serial Kotha and Agniva

স্টার জলসার (Star Jalsha) এই ধারাবাহিকের (Serial) নিয়মিত দর্শকরা জানেন, কথা-অগ্নিভর মাঝে সারাক্ষণই খুনসুটি চলতে থাকে। তবে বিয়ের পর বেশ কয়েকবার কাছাকাছিও এসেছে দু’জনে। ধারাবাহিকে নায়ক-নায়িকার বেশ কিছু রোম্যান্টিক দৃশ্যও (Romantic Scene) দেখানো হয়েছে। সম্প্রতি এমনই একটি দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে চোট পান সুস্মিতা।

আরও পড়ুনঃ বিবাহবার্ষিকীতে সেরা উপহার, নতুন মা পেল জগদ্ধাত্রী! কৌশিকীর কান্ড দেখে প্রশংসা দর্শকদের

জনপ্রিয় এক সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় এই প্রসঙ্গে সাহেব বলেন, রোম্যান্টিক দৃশ্যে শ্যুটিং করতে গিয়ে পড়ে গিয়ে চোট পেয়েছেন সুস্মিতা। এটুকুই নয়, মাঝেমধ্যেই নাকি ‘ব্যথা’ পান অভিনেত্রী। এবার শ্যুটিং করতে গিয়ে অভিনেত্রীর আঙুল কেটে যায়, উপরে যায় নখ।

Kotha serial Kotha and Agniva

চোট পেলেও অবশ্য শ্যুটিং বন্ধ করেননি পর্দার কথা। ব্যথা নিয়েই শ্যুটিং করছেন অভিনেত্রী। পাশাপাশি সুস্মিতাকে নিয়ে সেটের মধ্যে বেশ মস্করাও হচ্ছে বলে খবর, চলছে দেদার লেগপুলিং। এক কথায়, চোট-ব্যথা লাগলেও হইহই করেই শ্যুটিং করছে টিম ‘কথা’।

আরও পড়ুনঃ ভয়টাই সত্যি হল! পাল্টে গেল ‘চিনি’, ইন্দ্রানীর বদলে এই অভিনেত্রীকে দেখে খুশি দর্শকেরা

প্রসঙ্গত, ‘কথা’র নায়ক অগ্নিভ আর নায়িকা কথা একেবারে ভিন্ন জগতের মানুষ। শহরের নাম করা সেলিব্রিটি শেফ হল অগ্নিগ ওরফে AV। অন্যদিকে গাছ বলতে অজ্ঞান কথা। দুই জগতের এই দুই মানুষের মন কীভাবে এক সুতোয় বাঁধা পড়ে সেটাই দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা।