• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিবাহবার্ষিকীতে সেরা উপহার, নতুন মা পেল জগদ্ধাত্রী! কৌশিকীর কান্ড দেখে প্রশংসা দর্শকদের

জি বাংলার (Zee Bangla) টপার ধারাবাহিক (Bengali Serial) ‘জগদ্ধাত্রী’র প্রত্যেকটি পর্ব এখন দারুণ জমজমাট হচ্ছে। জ্যাস রূপে দুষ্টের দমন আর জগদ্ধাত্রী (Jagaddhatri) রূপে সংসার সামলানো, দু’টো কাজই একসঙ্গে অত্যন্ত দক্ষতার সঙ্গে করছে সিরিয়ালের নায়িকা। এক কথায় রূপে লক্ষ্মী গুণে সরস্বতী যাকে বলে! যদিও জ্যাসের জীবন এখন বেশ টালমাটাল। পরিবার লোকই অপকর্মের সঙ্গে জড়িত। কাকে শাস্তি দেবে? এই নিয়ে দোটানার মধ্যে আছে সে।

তবে দিনের শেষ জগদ্ধাত্রীও তো একজন মানুষ। সারাদিন যুদ্ধের পর একটু বিশ্রাম নিতে তারও মন চায়। জ্যাস-স্বয়ম্ভূর (Swayambhu) বিবাহবার্ষিকীর দিনটা তাই সুন্দর করে সাজিয়ে তোলে কৌশিকী (Koushiki)। বরণ ডালা হাতে প্রথমে জ্যাসকে বরণ করে নেয় সে। বিবাহবার্ষিকী উপলক্ষ্যে বড়দি এতকিছু আয়োজন করেছে দেখে ভীষণ অবাক হয়ে যায় জগদ্ধাত্রীও।

   

Jagaddhatri serial Jass Koushiki Swayambhu

অ্যানিভার্সারির দিন জ্যাস যাতে গয়না পরে সুন্দর করে সেজে উঠতে পারে, সেই জন্য সিকিউরিটি গার্ড লক্ষ্মণদাকে হাতিয়ার করে তার সমস্ত গয়না আনা হয়। এদিকে জগদ্ধাত্রীর গয়না চুরি হয়ে গিয়েছে নিয়ে বাড়িয়ে হুলুস্থুল কাণ্ড পড়ে যায়। লক্ষ্মণদাকে জেরা করা হলেও আখেরে লাভ কিছুই হয় না। বাড়ি থেকে লুকিয়ে নিয়ে আসা গয়না দিয়ে জগদ্ধাত্রীকে সুন্দর করে সাজিয়ে দেয় কৌশিকী।

আরও পড়ুনঃ দীপাকে একা ফেলে ঊর্মির সঙ্গে পাহাড়ে সূর্য! দিব্যজ্যোতি-সৌমিলির ছবি দেখেই ধরে ফেললো নেটিজেনরা

জগদ্ধাত্রী-স্বয়ম্ভূর বিবাহবার্ষিকীর দিনটা বিশেষ করে তুলতে কৌশিকী যা যা আয়োজন করেছে তা দেখে মন ভরে গিয়েছে দর্শকদেরও। একজন যেমন লিখেছেন, ‘কৌশিকীর মতো একজন বড়দি থাকতে বৈদেহীর মতো খারাপ মায়ের দরকার হয় না। স্বয়ম্ভূ আর যেন বৈদেহীর পিছু পিছু না ঘোরে’।

Jagaddhatri serial Jass Swayambhu

এখানেই অবশ্য শেষ নয়। জগদ্ধাত্রী-স্বয়ম্ভূর জন্য কালবোসের বাড়ির একটি ঘরও চায় কৌশিকী। এরপর সেই ঘর সুন্দর করে সাজিয়ে রাখতে বলে। ফুল দিয়ে সাজানো সেই ঘরেই জ্যাসকে বরণ করা হয়। বিবাহবার্ষিকী উপলক্ষ্যে এত আয়োজন দেখে মন আনন্দে ভরে যায় জগদ্ধাত্রীর।

আরও পড়ুনঃ বেঁচে ফিরতেই পাল্টি! শিমুলের সাথে সংসার করার আর্জি পরাগের, আগাম পর্ব ফাঁস হতেই হতবাক দর্শকেরা

এদিকে স্বয়ম্ভূও পিছিয়ে নেই। সে-ও নতুন করে সম্পর্ক তৈরি করতে ইচ্ছুক। জগদ্ধাত্রীর সঙ্গে কেক কেটে বিবাহবার্ষিকী পালন করে সে। এরপর মুখার্জি বাড়িতে বেশ কিছু খাবারও পাঠায়। সেসব দেখে অবাক হয়ে যায় রাজনাথ। কে পাঠালো এত খাবার? স্বয়ম্ভূ তখন ফোন করে জানায় বিবাহবার্ষিকী উপলক্ষ্যে সামান্য আয়োজন করা হয়েছে। সেখান থেকেই এই খাবার পাঠানো হয়েছে। এদিকে তাদের সাহস দেখে অবাক হয়ে যায় বৈদেহীরা।