• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভয়টাই সত্যি হল! পাল্টে গেল ‘চিনি’, ইন্দ্রানীর বদলে এই অভিনেত্রীকে দেখে খুশি দর্শকেরা

Published on:

Star Jalsha Chini Serial Heroine Indrani Bhattacharya gets replaced by new actress

সপ্তাহখানেক ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল। স্টার জলসার (Star Jalsha) নতুন ধারাবাহিক (Bengali Serial) ‘চিনি’র (Cheeni) নায়িকা বদল নিয়ে বিস্তর জল্পনা-কল্পনা চলছিল নেটপাড়ায়। শুরু থেকেই এই সিরিয়ালে নামভূমিকায় দেখা গিয়েছে ‘খেলনা বাড়ি’র গুগলি অভিনেত্রী ইন্দ্রাণী ভট্টাচার্যকে। তবে এবার ধারাবাহিকের মাঝপথেই বদলে গেল নায়িকার মুখ।

মাস কয়েক আগে রাতারাতি বদলে গিয়েছিল স্টার জলসার ‘লাভ বিয়ে আজকাল’ ধারাবাহিকের নায়িকা। মৌমিতা সরকারকে নতুন শ্রাবণ হয়ে এন্ট্রি নেন তৃণা সাহা। এবার ‘চিনি’র ক্ষেত্রেও দেখা গেল একই দৃশ্য। ভিন্ন স্বাদের এই মেগায় নায়ক দ্রোণের ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা সোমরাজ মাইতি। এবার তাঁর নায়িকা হিসেবে এন্ট্রি নিলেন অভিনেত্রী বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায় (Bijaylakshmi Chatterjee)

Bijaylakshmi Chatterjee Cheeni serial promo

এতদিন চিনি রূপে দর্শকরা ইন্দ্রাণী ভট্টাচার্যকে (Indrani Bhattacharya) দেখেছেন। তবে এবার আচমকাই তাঁর জায়গায় নায়িকা হিসেবে এন্ট্রি নিলেন বিজয়লক্ষ্মী। এর আগেও তাঁকে স্টার জলসার ‘সংসার সুখের হয় রমণীর গুণে’ সিরিয়ালে তাঁকে দেখেছেন দর্শকরা। এছাড়া ‘দ্বিরাগমন’, ‘রানু পেল লটারি’ ধারাবাহিকেও (Serial) মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

আরও পড়ুনঃ বিবাহবার্ষিকীতে সেরা উপহার, নতুন মা পেল জগদ্ধাত্রী! কৌশিকীর কান্ড দেখে প্রশংসা দর্শকদের

গত কয়েক বছর ছোটপর্দায় সেভাবে দেখা যায়নি বিজয়লক্ষ্মীকে। অভিনেত্রীর কামব্যাকের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে ছিলেন তাঁর ভক্তরা। অবশেষে সেই অপেক্ষার অবসান হল। ‘চিনি’র হাত ধরে নতুনরূপে দর্শকদের সামনে হাজির হলেন বিজয়লক্ষ্মী।

Cheeni serial promo

সদ্য স্টার জলসার তরফ থেকে ‘চিনি’র নতুন প্রোমো (Cheeni Promo) শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ঠাকুরঘরে বসে ‘রাই জাগো গো’ গাইছে চিনি। তা দেখে ঠাম্মি বেশ রেগে যায়। এরপর সেখানে আসে অপলা। সে চিনির হাত ধরে বলে, তুমি আমার থেকে দ্রোণকে কেড়ে নিতে চাইছো?

আরও পড়ুনঃ বেঁচে ফিরতেই পাল্টি! শিমুলের সাথে সংসার করার আর্জি পরাগের, আগাম পর্ব ফাঁস হতেই হতবাক দর্শকেরা

সেই সময় চিনির পাশে এসে দাঁড়ায় দ্রোণ। সে খানিকটা রুষ্ট হয়েই অপলাকে বলে, চিনির হাতটা ছাড়ুন অপলা। এত সুন্দর গান গাইছিলেন আপনি, অথব আপনার মনটা এতখানি হিংস্র? তখন চিনি দ্রোণের ভুল ভেঙে বলে, গানটা আমি গাইছিলাম ছোট কর্তা। সেকথা শোনামাত্রই চিনির দিকে অবাক হয়ে তাকায় দ্রোণ। চিনি নাকি অপলা, শেষ অবধি কার সঙ্গে বিয়ে পিঁড়িতে বসবে দ্রোণ? সেটাই এখন দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥