• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিশকার খেলা শেষ! দীপার বুদ্ধিতে সূর্য ছদ্মবেশ নিতেই মিলল প্রমাণ, টিভির আগে ফাঁস ধুন্ধুমার পর্ব

Published on:

Surjo's new look Anurager Chhowa upcoming track reveal

‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) প্রতিটি পর্বেই এখন থাকছে তুলকালাম কান্ড। ইতিমধ্যেই ধারাবাহিকে মিশকা (Mishhka) শয়তানি করে একেবারে নাগ পাশে জড়িয়ে ফেলেছে সূর্যকে (Surjo)। ডিএনএ টেস্টের রিপোর্টেও দেখা গিয়েছে মিশকার গর্ভের সন্তানের বাবা সূর্য। তারপর থেকে চারিদিকে মিডিয়া যখন যেখানে পারছে ঘেরাও করছে সূর্যকে। ডিএনএ টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পর মিশকা প্রেসের লোক নিয়েই সূর্যের বাড়িতে গিয়েছিল।

সেখানে গিয়ে মিশকা সূর্য চরম অপমান করে। এখন মিশকার চালে সূর্য তার গোটা পরিবারের কাছেই অনেক নীচে নেমে গিয়েছে। বিনা দোষেই লজ্জায় মাথা একেবারে হেঁটে হয়ে গিয়েছে সূর্য। সূর্যের এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে লাবণ্য।  দীপাও (Deepa) বুঝতে পারে না এই সমস্তটা কি করে হলো? গত পর্বেই দেখা গিয়েছে সূর্যকে নির্দোষ প্রমাণ করার জন্য মিডিয়ার সামনে দীপা জানিয়েছিল মাত্র দুদিনের মধ্যেই  সে সমস্তটা প্রমাণ করে দেখাবে।

Surjo's DNA test report positive Anurager Chhowa serial latest update

তারপরেই মিশকাকে নকল ডিভোর্স পেপার দেখিয়ে সূর্য থেকে দূরে যাওয়ার নাটক করে সোশ্যাল মিডিয়ায় লাইভ করে মিশকার মুখ দিয়েই সমস্ত সত্যিটা সকলের সামনে স্বীকার করিয়ে নিয়েছিল দীপা। এবার মিশকার মা হওয়ার রহস্য খুঁজতে মরিয়া দীপা। এই কাজে তাকে সাহায্য করতে এগিয়ে এসেছে তড়িৎ দা অর্থাৎ তবলা (Tabla)।  তাই এবার তবলার সাথেই  মিশকার মা হওয়ার রহস্য নিয়ে আলোচনায় বসবে দীপা।

আরও পড়ুনঃ মিশকার খেল খতম, সূর্যকে বাঁচাতে পুলিশ রূপে হাজির দীপা! তুলকালাম পর্ব আসছে ‘অনুরাগের ছোঁয়া’য়

সে সময়ে তবলা দীপাকে বুদ্ধি দেবে যদি কেউ ছদ্মবেশে (Disguise) মিশকার গতিবিধির উপর নজর রাখে তাহলে হয়তো সবটা জানা যাবে। তখন দীপা সূর্যকে বলবে মেয়ে সেজে মিশকার ওপর সারাক্ষণ নজর রাখতে। সূর্য প্রথমে এই প্রস্তাবের রাজি না হলেও পরে তা মেনে নেয়। আর তারপর মিশকার কাছাকাছি থেকে মিশকার সাথে ডাক্তারের সমস্ত কথা শুনে নেবে সূর্য।

আরও পড়ুনঃ পুজোর আগে একি হল? ফাটিয়ে দিচ্ছে ফুলকি সন্ধ্যাতারা! রইল মাথাখারাপ করা TRP তালিকা

Anurager Chhowa, Anurager Chhowa Mishka

তবে এখানে বলে রাখি এমনটা সিরিয়ালে আদৌ ঘটবে কিনা তা নিশ্চিত নয়। আসলে সবটাই এই সিরিয়ালের দর্শকদের কল্পনা। তাই যদি সত্যিই এমনটা হয় তাহলে কেমন লাগবে দর্শকদের? মতামত জানাতে ভুলবেন না কিন্তু !

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥