এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত পুরনো ধারাবাহিকগুলির মধ্যে একটি হল ‘গাঁটছড়া’ (Gaatchora)। একসময় টিআরপি (TRP) তালিকায় প্রথম পাঁচের মধ্যে দেখা যেত এই মেগাকে। এখন অবশ্য রেটিং অনেকটা কমেছে। তবে দর্শকমহলে সিরিয়ালের জনপ্রিয়তা এখনও একই আছে। সোশ্যাল মিডিয়া খুললেই ‘খড়িদ্ধি’র ধারাবাহিক নিয়ে চর্চা চোখে পড়ে।
তবে গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে, প্রায় দু’বছর সম্প্রচারিত হওয়ার পর ‘গাঁটছড়া’র সফরে ইতি পড়তে চলেছে। রোহন ভট্টাচার্য-অঙ্গনা রায়ের নতুন সিরিয়াল (Bengali Serial) ‘তুমি আশেপাশে থাকলে’কে স্থান করে দিতে নাকি শেষ হতে চলেছে গৌরব চট্টোপাধ্যায়, শ্রীমা ভট্টাচার্য অভিনীত এই মেগা। পুজোর আগে আগে এই খবর শুনে স্বাভাবিকভাবেই বেশ মন খারাপ হয়ে গিয়েছে ‘গাঁটছড়া’ অনুরাগীদের। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন পর্দার ‘দ্যুতি’ নিজে।
সম্প্রতি এক জনপ্রিয় সংবাদমাধ্যমের তরফ থেকে ‘দ্যুতি’ অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের (Shreema Bhattacharjee) সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। অভিনেত্রীকে ‘গাঁটছড়া’ শেষ হওয়া প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়। কোনও রাখঢাক না করেই প্রশ্নের জবাব দেন তিনি।
আরও পড়ুনঃ শয়তানি মিশকাকে টাইট দিতে সোনা-রুপাই যথেষ্ট, ‘অনুরাগের ছোঁয়া’ আগাম পর্ব দেখে খুশি দর্শকেরা
শ্রীমা বলেন, ‘গাঁটছড়া বন্ধ হওয়ার খবর সরাসরি প্রযোজনা সংস্থা কিংবা চ্যানেলের তরফ থেকে আমাদের কাছে এসে পৌঁছয়নি। অনেকেই ফোন করে আমাদের জিজ্ঞেস করছেন। বন্ধু, সহকর্মী, বাড়ির লোকজন, অনেক জায়গায় আমি নিজেও এসব দেখতে পাচ্ছি। একবার দেখলাম অন্য একটা সিরিয়াল বন্ধ হবে, তারপর দেখলাম আমাদের সিরিয়াল বন্ধ হবে। এমন খবর আগেও এসেছে, এখন ফের আসছে, জানি না সত্যি নাকি মিথ্যে’।
শ্রীমার সংযোজন, ‘যাই হোক সত্যিটা যেন আমরা জানতে পারি। দর্শকদের মতো আমরাও হঠাৎ করে যেন জানতে না পারি সেই আশা রাখবো। আসলে হঠাৎ জানতে পারলে, সেই মুহূর্তে আচমকা খবরটা মেনে নিতে আমাদের একটু কষ্ট হবে। কারণ প্রায় দু’বছর ধরে ‘গাঁটছড়া’ চলছে। আমাদের সবার মধ্যে খুব ভালো বন্ডিং হয়ে গিয়েছে। তাই আচমকা জিনিসটা মেনে নিতে নিজেদেরও কষ্ট হবে’।
প্রসঙ্গত, শোলাঙ্কি রায়-গৌরব চট্টোপাধ্যায়কে মুখ্য চরিত্রে নিয়ে ‘গাঁটছড়া’র পথচলা শুরু হয়েছিল। তবে চলতি বছর সিরিয়াল ছেড়ে বেরিয়ে যান শোলাঙ্কি। খড়ির মৃত্যু দেখানোর পর থেকে ‘গাঁটছড়া’র জনপ্রিয়তাও বেশ অনেকটা কমেছে। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০:৩০টার স্লটে চলে এসেছে এই সিরিয়াল। এখন আবার শোনা যাচ্ছে, শেষ হয়ে যাওয়ার গুঞ্জন। এবার দেখা যাক, শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় চ্যানেল কর্তৃপক্ষ এবং নির্মাতারা।