• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নিজেই মুছবে সিঁথির সিঁদুর! নীলকে উচিত শিক্ষা দিতে তৈরী মেঘ, ফাঁস ‘ইচ্ছেপুতুল’র দুর্ধর্ষ পর্ব

Zee Bangla Iccheputul Megh wipes Sindur: এই মুহূর্তে বাংলা সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের অত্যন্ত পছন্দের একটি সিরিয়াল হল জি বাংলার (Zee Bangla) ‘ইচ্ছে পুতুল’ (Ichcheputul)। এই সিরিয়ালের নায়ক নায়িকা মেঘ এবং নীলের (Megh-Neel) জুটি ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে দর্শকমহলে। টেলিভিশনের পর্দায় এই সিরিয়ালের বয়স বেশিদিন না হলেও এই অল্প কয়েকদিনেই দর্শকদের মনে পাকাপাকিভাবেই জায়গা করে নিয়েছেন পর্দার মেঘ-নীল জুটি।

ধারাবাহিকে নায়িকা মেঘের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী তিতিক্ষা দাস। অন্যদিকে নায়ক সৌরনীল ওরফে নীলের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা মৈনাক ব্যানার্জি। এই মুহূর্তে এই সিরিয়ালের একটাও এপিসোড মিস করার মতো নয়। দর্শকদের মনোরঞ্জন করতে প্রায় প্রতি সপ্তাহেই নিত্যনতুন চমক আনা হচ্ছে এই সিরিয়ালে।

   

Ichcheputul serial Neel will give Divorce To Megh upcoming episode reveal

সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন এই মুহূর্তে নীলের বোন গিনির প্রেমিক রূপঙ্করকে হাতিয়ার বানিয়েই, মেঘকে ফাঁসানোর জন্য নতুন ফাঁদ পেতেছে। গত পর্বেই দর্শক দেখেছেন ফাঁকা ঘরে মেঘকে একা পেয়ে  অসভ্যতামি করছিল রূপঙ্কর। কিন্তু সেই মুহূর্তে নীল সেখানে এসে পড়ে এবং প্রতিবারের মতো এবারও ভুল বোঝে মেঘকেই।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,ইচ্ছেপুতুল,Ichcheputul,মেঘ,Megh,সিঁদুর,Sindur,নীল,Neel,বিচ্ছেদ,Separation,ময়ূরী,Mayuri,নতুন চমক,New Twist

তারপর আবার সেই মেঘকেই কাঠগড়ায় তোলেন গাঙ্গুলি বাড়ির প্রত্যেক সদস্য। এমনকি নীলও যাচ্ছেতাই ভাবে অপমান করে মেঘকে। সেইসাথে প্রশ্ন ওঠে মেঘের  চরিত্র নিয়েও। কিন্তু মেঘ আবার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়িঁয়েছে। সমস্ত অপবাদ থেকে মুক্তি এবার সে স্বেচ্ছায় গাঙ্গুলি বাড়ি ছেড়ে চলে এসেছে নিজের বাপির কাছে।

আরও পড়ুনঃ ঝড় উঠবে TRP তালিকায়! স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকে এন্ট্রি নিচ্ছেন ‘লক্ষী কাকিমা’ অপরাজিতা

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,ইচ্ছেপুতুল,Ichcheputul,মেঘ,Megh,সিঁদুর,Sindur,নীল,Neel,বিচ্ছেদ,Separation,ময়ূরী,Mayuri,নতুন চমক,New Twist

এরইমধ্যে প্রকাশ্যে এসেছে ইচ্ছেপুতুলের আগাম পর্বের ঝলক। যা থেকে জানা যাচ্ছে আগামী পর্বে দেখা যাবে বাড়ি এসে দরজা বন্ধ করে নিজেকে আটকে রাখবে মেঘ। মেঘের মা বাবা বাইরে থেকে দরজা ধাক্কা দেবে বারবার। এরপর দেখা যাবে সিঁথির সিঁদুর মুছে বেরিয়ে এসেছে মেঘ।

আরও পড়ুনঃ সবাই প্রার্থনা করো প্লিজ! দুর্ঘটনায় জখম রুবেলের জন্য আর্জি জানালেন প্রেমিকা শ্বেতা

https://youtu.be/0C1wm6uPAKs

অন্যদিকে মেঘকে আবার ভুল বুঝছে নীল। তাই বিয়ের ছবি টুকরো করে ছিঁড়ে আগুনে জ্বালিয়ে দেবে নীল।এছাড়া প্রোএকশ্যে আসা প্রোমোতে আগেই দেখা গিয়েছে সমস্ত অপবাদ থেকে মুক্তি পেতে মেঘ এবার নীলকে শুধু ডিভোর্সই দেবে না। সেইসাথে সে সকলের সামনে জানিয়ে দিয়েছে এবার সে দিদি ময়ূরীর সাথে নীলের বিয়েও দিয়ে দেবে।