• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সোনা-রুপার পর মিশকার সন্তানকেও আপন করে নেবে সূর্য-দীপা! ফাঁস অনুরাগের ছোঁয়ার ধামাকা পর্ব

Updated on:

Surjo-Deepa will accept Mishka's baby boy upcoming track reveal

এই মুহূর্তে স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) প্রতিটি পর্বেই চলছে টানটান উত্তেজনা। যা থেকে এক মুহূর্তের জন্য এই  চোখ সরাতে পারছেন না কেউ। শুধু তাই নয়, লাগাতার বেঙ্গল টপারের  সিংহাসন থেকেও কেউই টলাতে পারছে না সূর্য-দীপাকে (Surjo-Deepa)। সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন বিনা দোষেই মিশকার (Mishka) ষড়যন্ত্রে ফেঁসে গিয়ে জেলবন্দী রয়েছে সূর্য।

যদিও এমনটা যে হতে চলেছে  আগেই তার  আভাস দিয়েছিলেন দর্শকের একটা বড় অংশ। কারণ এই সিরিয়ালটি আসলে সাউথের জনপ্রিয় সিরিয়াল ‘কার্তিকা-দীপম’-এর বাংলা রিমেক। তাই এখনও পর্যন্ত এই সিরিয়ালটিকে অনুসরণ করেই এগিয়ে চলেছে অনুরাগের ছোঁয়ার কাহিনী। এসববের মধ্যেই অনুরাগের ছোঁয়ার আসন্ন ট্র্যাক নিয়ে এসে গেল বড়সড় আপডেট।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,মিশকা,Mishka,পুত্র সন্তান,Baby Boy

সম্প্রতি সোশ্যাল মিডিয়া পোস্টে একজন দর্শক জানিয়েছেন ‘অনুরাগের ছোঁয়ার পরবর্তী ট্র্যাক হতে চলেছে দীপা সুর্যকে জেল থেকে বের করে আনবে।এরপর মিশকার কিভাবে মা হল তার প্রমাণ দীপা সবার সামনে একটা অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণ করবে। তখন মিশকা নিজের প্রতি ঘেন্না ধরে যাবে এবং হসপিটালেই সন্তানটাকে মারার চেষ্টা করবে।’

আরও পড়ুনঃ একি সাজ? ফাঁকা সিঁথি, পরনে সাদা শাড়িতে সাধের অনুষ্ঠান, শুভশ্রীকে দেখেই ক্ষুদ্ধ নেটিজেনরা

এরপরেই ওই দর্শকের সংযোজন ‘ কিন্তু দীপা তার সন্তানকে মারতে দেবে না সে মিশকার সন্তানের দায়িত্ব নেবে কারণ সে বলে তার গায়েও তো ডাক্টার বাবুর রক্ত বইছে। প্রথম প্রথম সন্তানটাকে সূর্য মেনে না নিলেও আস্তে আস্তে সেও এ সন্তানটিকে মেনে নেবে এবং দিপা সূর্য তাদের তিন সন্তান নিয়ে সুখে থাকবে। নিচের ছবিটি হল তার প্রমান।’

আরও পড়ুনঃ ময়ূরীর খেলা শেষের পালা, গিনিকে দেখে প্রতিজ্ঞা মেঘের! ‘ইচ্ছে পুতুল’র আগাম পর্ব না দেখলেই নয়

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,সূর্য,Surjo,দীপা,Deepa,মিশকা,Mishka,পুত্র সন্তান,Baby Boy

অনুরাগের ছোঁয়ার আগাম পর্বের এই আপডেট দেখে দর্শকদের অনেকে যেমন খুশি হয়েছেন তেমনি অনেকে আবার বিরক্ত হয়েছেন। আবার অনেকেই সোনা-রুপার নামের সাথেই সূর্যর আসন্ন সন্তানের নামকরণ  শুরু করে দিয়েছেন। জনৈক ওই অনুরাগের মতে আগামী দিনে যেহেতু মিশকার সন্তানকে সূর্য-দীপারা আপন করে নিতে চলেছে তাই সোনা রুপার নামের সাথেই নাম মিলিয়ে কেউ মিশকার সন্তানের নাম রেখেছেন হীরামণি তো কেউ বলেছেন পিতল আবার কারও দাবি মিশকার সন্তানের নাম দেওয়া হোক তামা।  যা নিয়ে হাসি ঠাট্টায় মেতে উঠেছেন এই সিরিয়ালে অনুরাগীরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥