• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘সুদীপার রান্নাঘর’ নাম চুরি করে পুরীতে ভুয়ো ব্যাবসা! নাজেহাল হয়ে নেটপাড়ার দ্বারস্থ সুদীপা

Sudipa Chatterjee’s logo Sudipar Rannaghor used by a restaurant in Puri without permission: বাংলা বিনোদন জগতের অত্যন্ত পরিচিত মুখ হলেন ‘রান্নাঘরের রানী’ সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। জী বাংলার জনপ্রিয় কুকারী শো জী বাংলার রান্নাঘর সঞ্চালনা করেই  ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন সুদীপা। যদিও টিভির পর্দায় এই রিয়ালিটি শোয়ের সম্প্রচার শেষ হয়েছে। তাই বর্তমানে নিজের শাড়ির বুটিক আর অন্যান্য কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন সঞ্চালিকা।

তবে টেলিভিশনের পর্দা থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় কিন্তু দারুণ সক্রিয় থাকেন তিনি। আর এই ভার্চুয়াল জগতে মাঝেমধ্যেই তাঁকে নিয়ে চলতে থাকে ব্যাপক আলোচনা। কখনও সোনার গয়না নিয়ে করা মন্তব্য তো কখনও  ডেলিভারি বয়কে নিয়ে করা মন্তব্য নিয়ে শিরোনামে উঠে এসেছেন সঞ্চালিকা। কাঁটাছেড়া  চলে সুদীপার ব্যক্তিগত জীবন নিয়েও।

   

সুদীপা চট্টোপাধ্যায়,Sudipa Chatterjee,জী বাংলা,Zee Bangla,রান্নার অনুষ্ঠান,Cockery Show,ক্ষোভ,Anger,পুরী,Puri,রেস্তোরাঁ,Resturant,সোশ্যাল মিডিয়া পোস্ট,Social Media Post

তবে এদিন সম্পূর্ণ একটি অন্যরকম বিষয় নিয়ে শিরোনামে উঠে এসেছেন সুদীপা। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে সুদীপা দাবি করেছেন তাঁর অনুমতি না নিয়েই পুরীর জগন্নাথ ধামে রমরমিয়ে চলছে একটি খাবারের রেস্টুরেন্ট। সেখানে ‘সুদীপার রান্নাঘর’ নামের একটি লোগো ব্যবহার করা হয়েছে। এদিন সোশ্যাল মিডিয়ায়  সেই রেস্টুরেন্ট-এর বাইরে নিজের নামে ব্যবহৃত লোগো দেওয়া একটি ছবি শেয়ার করে দীর্ঘ একটি পোস্ট করেছেন সুদীপা।

সেখানে তিনি লিখেছেন ‘পুরীর এই রেস্তোরাঁটির সাথে আমার ও আমার পরিবারের কেউ যুক্ত নয়। এরা বেআইনিভাবে- আমার নাম,ও আমার পুরোনো রেস্তোরাঁর লোগোও ব্যাবহার করছে। দীর্ঘদিন ধরে করছে।
আমি প্রথমে ভেবেছিলাম- কিছু বলবো না…কেউ যদি আমার নামকে সন্মান দিয়ে দু-পয়সা রোজগার করে- তা তো ঈশ্বর ওনার জন্য স্হির করে রেখেছেন। আমি আটকাবো কেন?’
সুদীপা চট্টোপাধ্যায়,Sudipa Chatterjee,জী বাংলা,Zee Bangla,রান্নার অনুষ্ঠান,Cockery Show,ক্ষোভ,Anger,পুরী,Puri,রেস্তোরাঁ,Resturant,সোশ্যাল মিডিয়া পোস্ট,Social Media Post
সেইসাথে সুদিপা লিখেছেন ‘কিন্তু,বেশ কিছুদিন ধরে- অনেকের অনেক অভিযোগ আসতে থাকার পর,এই সিদ্ধান্ত নিলাম যে,এটা আর চলতে দেওয়া যায় না। কারন,আগামীদিনে কেউ ওঁদের খাবার খেয়ে অসুস্হ হলে- সে দায় তো আমার ওপরও,খানিকটা বর্তায়?’
এরপরেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কাছে সাহায্য চেয়ে তিনি লিখেছেন ‘আমার ফেসবুকের সকল বন্ধুদের কাছে,আমার বিনীত অনুরোধ,কেউ যদি ওই রেস্তোরাঁর করণধারকে চেনেন- তাহলে,তাঁকে এ বিষয়ে অবগত করে,অবিলম্বে আমার সাথে যোগাযোগ করতে বলুন।নয়তো,আমাকে আইনানুগ ব্যাবস্হা নিতে হবে- যা আমার একান্তই অনিচ্ছার। আমি একদমই কোনো ব্যাবসায়িক ক্ষতি চাই না।শুধু আমার নাম আর লোগো- তাঁরা আমার বিনা অনুমতিক্রম যেন ব্যাবহার না করেন। এই মুহুর্তে কেউ পুরী বেড়াতে গেলে- যদি বন্ধু হিসাবে
আমার এটুকু উপকার করেন- তাহলে চিরকৃতজ্ঞ থাকবো।’