• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দার পর বাস্তব বিয়ে কবে? নেটিজেনদের প্রশ্নের দিলখুশ করে দেওয়া উত্তর দিলেন প্রতীক-সোনামণি!

Published on:

Radhika,Anirban,Sonamoni Saha,Pratik Sen,Marriage,Ekka Dokka,Real marriage,Relationship,Entertainment,রাধিকা,অনির্বাণ,সোনামণি সাহা,প্রতীক সেন,এক্কাদোক্কা,আসল বিয়ে,বিয়ে,সম্পর্ক,বিনোদন,Pratik Sen Sonamoni Saha,Pratik Sen Sonamoni Saha marriage,প্রতীক সেন সোনামণি সাহা,প্রতীক সেন সোনামণি সাহার বিয়ে

Pratik Sen Sonamoni Saha talks about Reel Marriage: বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় একটি জুটি হল সোনামণি সাহা (Sonamoni Saha) এবং প্রতীক সেনের (Pratik Sen)। স্টার জলসার ‘মোহর’ সিরিয়ালে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছিলেন দু’জনে। তখনই তাঁদের জুটি মনে ধরে যায় দর্শকদের। এখন ফের ‘এক্কাদোক্কা’য় (Ekka Dokka) অভিনয় করছেন তাঁরা। সিরিয়াল এবং চরিত্রের নাম বদলালেও প্রতীক-সোনামণির মধ্যেকার কেমিস্ট্রি এখনও একই রয়েছে।

‘মোহর’ সিরিয়ালের শঙ্খ এবং মোহর এখন ‘এক্কাদোক্কা’য় অনির্বাণ (Anirban) এবং রাধিকা (Radhika) হয়েছে। সিরিয়ালে এই মুহূর্তে ‘অনিধিকা’ জুটির সম্পর্কের টানাপোড়েন এবং বিয়ের (Marriage) ট্র্যাক দেখানো হচ্ছে। সম্প্রতি একেবারে ফিল্মি কায়দায় গায়ে হলুদ পর্ব সম্পন্ন হয়েছে রাধিকা-অনির্বাণের। এসবের মাঝেই সোশ্যাল মিডিয়ায় লাইভে এসেছিলেন প্রতীক এবং সোনামণি।

Ekka Dokka Radhika and Anirban, Pratik Sen and Sonamoni Saha

একজন অনুরাগী সেই লাইভে ‘এক্কাদোক্কা’র তারকাদের জানান, ভক্তরা তাঁদের ভালোবেসে একসঙ্গে ‘অনিধিকা’ নাম দিয়েছে। সেকথা শুনে প্রতীক বলেন, তাঁর সেই নামটি বেশ ভালোলেগেছে। আর একজন অনুরাগী আবার সরাসরি জিজ্ঞেস করে বসেন, রিল লাইফে তো রাধিকা-অনির্বাণের বিয়ে হচ্ছে, কিন্তু রিয়েল লাইফে প্রতীক-সোনামণির বিয়েটা কবে হবে?

এই প্রশ্নের উত্তরে খানিক মজার ছলে প্রতীক বলেন, ‘রিলের মধ্যে রিয়েল’। অর্থাৎ তাঁদের রিল লাইফের বিয়েটাই নাকি আসল বিয়ে! এদিন সোনামণি একটি হলুদ রঙের জামদানি পরেছিলেন। অপরদিকে প্রতীকের পরনে ছিল সাদা রঙের একটি টি-শার্ট।

আরও পড়ুনঃ ‘সৌগুন’ অতীত! নতুন প্রজেক্টে কৌশিকের নায়িকা হচ্ছেন এই সুন্দরী

Ekka Dokka Radhika and Anirban, Pratik Sen and Sonamoni Saha, Pratik Sen and Sonamoni Saha marriage

আরও পড়ুনঃ ঐন্দ্রিলার মৃত্যুর ৭ মাসের মাথাতেই নতুন শুরু! ‘সুখবর’ দিলেন সব্যসাচী চৌধুরী

প্রসঙ্গত, ‘মোহর’এ একসঙ্গে অভিনয় করার সময় থেকেই প্রতীক-সোনামণির সম্পর্কের গুঞ্জন শোনা যায়। সেই সময় দু’জনেই সাফ জানিয়েছিলেন, সহ-কর্মী ছাড়া তাঁদের মধ্যে আর কোনও কিছুর সম্পর্ক নেই। এরপর সোনামণির সঙ্গে তাঁর স্বামীর বিচ্ছেদের সময়েও অনেকে প্রতীককে দায়ী করেছিলেন।

গুঞ্জন শোনা গিয়েছিল, প্রতীকের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই নাকি স্বামীর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন সোনামণি। যদিও অভিনেত্রী সেই সকল দাবি উড়িয়ে দিয়েছিলেন। সোনামণি সাফ বলেছিলেন, তাঁদের ডিভোর্সের কারণ সম্পূর্ণ ব্যক্তিগত। এর সঙ্গে প্রতীকের কোনও প্রকার সম্পর্ক নেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥