• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঐন্দ্রিলার মৃত্যুর ৭ মাসের মাথাতেই নতুন শুরু! ‘সুখবর’ দিলেন সব্যসাচী চৌধুরী

Ramprasad serial actor Sabyasachi Chowdhury opens a YouTube channel: বাংলা টেলিভিশন (Television) ইন্ডাস্ট্রির এক অত্যন্ত জনপ্রিয় অভিনেতা হলেন সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। একাধিক জনপ্রিয় বাংলা সিরিয়ালে (Bengali Serial) অভিনয় করেছেন তিনি। বিশেষত স্টার জলসার ‘মহাপীঠ তারাপীঠ’ সিরিয়ালে তাঁর অভিনয় দারুণ পছন্দ হয়েছিল দর্শকদের। এই মুহূর্তে একই চ্যানেলে ‘রামপ্রসাদ’ (Ramprasad) ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি।

সব্যসাচী এমন একজন অভিনেতা যিনি নিজের কর্মজীবনের মতোই ব্যক্তিগত জীবনেও একাধিক চড়াই-উৎরাইয়ের সম্মুখীন হয়েছেন। যে মানুষটিকে নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছিলেন হারিয়েছেন তাঁকে। গত বছর প্রয়াত হয়েছেন সব্যসাচীর প্রেমিকা তথা জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। কাছের মানুষকে হারিয়ে ভেঙে পড়লেও থেমে যাননি অভিনেতা।

   

Aindrila Sharma and Sabyasachi Chowdhury, Sabyasachi Chowdhury YouTube channel

সকল কষ্ট নিজের বুকে চেপে দর্শকদের বিনোদনের রসদ জোগাতে ফের টিভির পর্দায় কামব্যাক করেছেন তিনি। রামপ্রসাদের চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের বেশ ভালোলাগছে দেখতে। ফের একবার এই সিরিয়ালের হাত ধরে বাংলার প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন তিনি।

তবে নিজেকে শুধুমাত্র অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান না সব্যসাচী। প্রেমিকা ঐন্দ্রিলাকে হারিয়ে সোশ্যাল মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেতা। মুছে দিয়েছিলেন নিজের ফেসবুক অ্যাকাউন্ট। তবে এবার ঐন্দ্রিলার সব স্মৃতি বুকে আঁকড়ে নতুন রূপে নেটমাধ্যমে ফিরছেন তিনি।

আরও পড়ুনঃ ৪ বারেও মেটেনি শখ! ডিভোর্সের মধ্যেই ক্রিকেটারের সাথে পঞ্চম বিয়ের প্রস্তুতি বাঙালি নায়িকার

Aindrila Sharma and Sabyasachi Chowdhury, Sabyasachi Chowdhury YouTube channel

আরও পড়ুনঃ সব মিশকার চক্রান্ত! কবিরের সাথে দীপার আসল সম্পর্কের কথা জানতেই মাথায় বাজ সূর্যর

সম্প্রতি অভিনেতা সায়ক নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে সব্যসাচীকে বলতে শোনা যায়, তিনি একটি নতুন ইউটিউব চ্যানেল (YouTube Channel) খুলেছেন। সেই চ্যানেলের মুখ্য বিষয়বস্তু হল অডিও স্টোরি। চ্যানেলের নাম রেখেছেন ‘ন্যাড়া ছাদের গপ্পো’ (Nyara Chhader Goppo)।

সব্যসাচী বলেন, ‘বেশ কয়েক মাস ধরে আমরা কয়েকটি অডিও স্টোরির ওপর কাজ করছিলাম। এবার আমরা ইউটিউবে একটি নতুন চ্যানেল খুলেছি। যার নাম হল ‘ন্যাড়া ছাদের গল্প’। সব্যসাচী চৌধুরী নামেও চ্যানেলটা খুঁজে পাবেন। ৮ জুলাই সেখানে প্রথম অডিও স্টোরি প্রকাশিত হবে। রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে তাঁর শেষের কবিতা অনুসরণ করে আমরা শুরু করছি। এরপর প্রত্যেক শনিবার বিকেল ৫টায় একটি করে অডিও স্টোরি পোস্ট করা হবে’। সব্যসাচীর ইউটিউব চ্যানেল আসার খবর পেয়ে তাঁকে শুভেচ্ছায় ভরে দিয়েছেন অনুরাগীরা। পাশাপাশি এও বলেছেন, অডিও স্টোরিগুলির জন্য অপেক্ষা করবেন তাঁরা।