• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা দূর্গার ভোগে মাছ-মাংস! ১৫০ বছর পুরোনো সুদীপার বাড়ির পুজোতে হাজির হন টলিতারকারাও

বাংলা বিনোদন জগতের অত্যন্ত পরিচিত মুখ হলেন সুদীপা চ্যাটার্জী (Sudipa Chatterjee)। দীর্ঘ এক বছর পর দুর্গাপুজোয় (Durgapujo) মহা-সমারোহে আবার দেবী দুর্গার আগমন ঘটেছে তাঁর বাড়িতে। দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের চট্টোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো বরাবরই খুবই জনপ্রিয়। নিয়ম মেনে প্রত্যেক বারের মতো এবারও পঞ্চমীর দিনেই ঠাকুর এসেছে চট্টোপাধ্যায় বাড়িতে। দেবীর আগমনের সাথে সাথেই তুমুল ব্যস্ত হয়ে পড়েছেন সুদীপা নিজেও।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাড়ির পুজোর একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন রান্নাঘরের সঞ্চালিকা সুদিপা চ্যাটার্জী। দেবী দুর্গা ঘরে আসতেই তাঁর সেবা যত্নে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। লাল পেড়ে সাদা শাড়ি আর গা ভর্তি সোনার গয়না পরেই এদিন তিনি হাজির হয়েছিলেন দেবী বরণে। ঠাকুরের সামনেই প্রিয় পোষ্য এবং ছেলে আদিদেবকে  সঙ্গে নিয়ে ছবি শেয়ার করেছিলেন সুদিপা চ্যাটার্জী।

   

Tollywood,সুদীপা চট্টোপাধ্যায়,Sudipa Chatterjee,দুর্গা পুজো,Durga Pujo,আদিদেব চট্টোপাধ্যায়,Adidev Chatterjee,সুদীপা চ্যাটার্জী,Sudipa Chatterjee Durgapuja,Durga Puja,Rannaghor Actress,Sudipa's Fashion

জানা যাচ্ছে চট্টোপাধ্যায় পরিবারের এই দুর্গা পুজো দীর্ঘ দেড়শ বছরের পুরনো। আগে এই পুজো সম্পন্ন হতো বাংলাদেশের ঢাকার বিক্রমপুরের আদি বাড়িতে। তবে বর্তমানে গত ৯ বছর ধরে সুদীপা চ্যাটার্জীর দক্ষিণ কলকাতা শ্বশুর বাড়িতে এই পুজোর আয়োজন হচ্ছে। তাই পুজোর এই পাঁচটা দিন সুদীপার বাড়িতে আনাগোনা লেগেই থাকে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব থেকে শুরু করে টলিপাড়ার একঝাঁক তারকাদের।

আরও পড়ুনঃ নীলের কামনাই সত্যি হল, ভাঙছে মেঘ-জিষ্ণুর বন্ধুত্ব! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র ধামাকা পর্ব

চট্টোপাধ্যায় বাড়ির এই দুর্গা ঠাকুরেরকে সাজানো হয় গা ভর্তি সোনার গয়না দিয়ে। আর তাঁর হাতে থাকে রুপোর অস্ত্র।  দেবী দুর্গার এক হাতে থাকে ত্রিশূল আর এক হাতে পদ্ম। চট্টোপাধ্যায় বাড়ির দুর্গাপুজোর ভোগও বেশ ইউনিক। পুজোর কটা দিন দেবীর ভোগেও থাকে রকমারি পদের রান্না।

আরও পড়ুনঃ আর সহ্য নয়, বৌমা শিমুলের হয়ে ছেলে পরাগ-পলাশকে শুটিয়ে লাল করল মধুবালা, ফাঁস ধুন্ধুমার পর্ব

পুজোর প্রত্যেকদিন এক একরকম চাল দিয়ে ভোগ রান্না হয়। জানা যায় বাংলাদেশ থেকেও চাল আসে সুদিপার বাড়ির পুজোয়। অষ্টমীর সন্ধিপুজোর পর থেকে ভোগ হিসেবে দেওয়া হয় মাছ মাংসের পদ।  নবমীতে মাকে দেওয়া হয় পদ্মার ইলিশ আর দশমীর দিন গঙ্গার ইলিশ খেয়ে মা বিদায় নেন চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে।

site