• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্য অতীত! বুক চিরে কার নাম খোদাই করল মিশকা? ভিডিও ফাঁস হতেই অবাক নেটপাড়া

Published on:

Mishka actress Ahona Dutta tattooed boyfriend Dipankar Ray’s name

স্টার জলসার (Star Jalsha) টপার ধারাবাহিক (Bengali Serial) ‘অনুরাগের ছোঁয়া’য় (Anurager Chhowa) অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী অহনা দত্ত (Ahona Dutta)। খলনায়িকার চরিত্রে অভিনয় করলেও অনেক দর্শকের ভীষণ পছন্দ পর্দার ‘মিশকা’কে। সম্প্রতি সেই অভিনেত্রীই নিজের ব্যক্তিগত জীবনের সৌজন্যে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন। প্রেমিকের জন্য তিনি এমন একটি কাজ করেছেন যা মন ছুঁয়ে গিয়েছে অভিনেত্রীর অনুরাগীদের।

অহনা এমন একজন তারকা যিনি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কখনও লুকোছাপা করেননি। খুল্লমখুল্লা প্রেম করেন পর্দার ‘মিশকা’ (Mishka)। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রেমিক দীপঙ্কর রায়ের (Dipankar Ray) সঙ্গে ছবি শেয়ার করতে দেখা যায় তাঁকে। যদিও দীপঙ্করের সঙ্গে প্রেম করা নিয়ে কম কথা শুনতে হয়নি অহনাকে। অভিনেত্রীর নিজের মা অভিযোগ এনেছিলেন, তাঁর মেয়ে বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তা নিয়ে কম জলঘোলা হয়নি।

Anurager Chhowa serial Mishka actress Ahona Dutta shares another romantic picture with boyfriend Dipankar

তবে অহনা সেসব বিতর্ককে যে বিশেষ পাত্তা দেন না তা ফের প্রমাণিত হয়ে গেল। সম্প্রতি অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, তিনি নিজের শরীরে প্রেমিক দীপঙ্করের নাম খোদাই (Tattoo) করেছেন।

Ahona Dutta boyfriend, Ahona Dutta Dipankar Ray, Ahona Dutta relationship controversy

পর্দার মিশকা নিজের বুকে দীপঙ্করের নাম ট্যাটু করিয়েছেন। তবে অহনা একা নন, তাঁর প্রেমিকও নিজের বুকে অভিনেত্রীর নাম লিখিয়েছেন। সেই ভিডিও শেয়ার করে অহনা ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের প্রথম ট্যাটু’। এই ভিডিও দেখার পরেও নেটিজেনদের একাংশ অভিনেত্রীকে কটাক্ষ বাণে বিদ্ধ করেছেন।


একজন কমেন্ট করেছেন, ‘আমাদের একটা গভীর প্রশ্ন রয়েছে। তোমাদের বিচ্ছেদ হয়ে গেলে তখন কী করবে?’ দ্বিতীয়জনের আবার প্রশ্ন, ‘ট্যাটু দেখিয়ে কোনও লাভ নেই দিদিভাই। সারা জীবন একসঙ্গে থাকলেই হবে’। প্রসঙ্গত, অহনার মা যখন তাঁর এবং দীপঙ্করের সম্পর্কের দিকে আঙুল তুলেছিলেন তখন তিনি তীব্র বিরোধিতা করেছিলেন।

‘অনুরাগের ছোঁয়া’ অভিনেত্রী সেই সময় বলেছিলেন, ‘সম্পূর্ণ ভুল তথ্য ছড়ানো হচ্ছে। কারোর সংসার ভাঙিনি আমি। আমি যার সঙ্গে প্রেমের সম্পর্কে আছি, তাঁর অনেক দিন হল বিচ্ছেদ হয়ে গিয়েছে। তাহলে কী করে আমি কারোর ঘর ভাঙব?’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥