• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শিমুলের দেওর হয়ে গা জ্বালানো অভিনয়, ‘জুতো মারার হুমকি পর্যন্ত পেয়েছি’ জানালেন সৌনক

Updated on:

Kar Kache Koi Moner Kotha Palash AKA Sounak Roy in Didi No 1

জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) ধারাবাহিকটির (Bengali Serial) জনপ্রিয়তা দিন দিন দর্শকমহলে বৃদ্ধি পাচ্ছে। শিমুল, পরাগ, পলাশরা এখন দর্শকদের ড্রয়িংরুমের অংশ হয়ে উঠেছে। রোজ টেলিভিশনের পর্দায় তাঁদের দেখাটা এখন সিরিয়ালপ্রেমী মানুষদের অভ্যাস হয়ে গিয়েছে। সম্প্রতি সেই অভিনেতারাই ‘দিদি নম্বর ১’এ (Didi No 1) খেলতে গিয়েছিলেন।

রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) সঞ্চালিত এই শোয়ে নিজের মায়েদের সঙ্গে গিয়েছিলেন পর্দার পরাগ (Parag), পলাশরা (Palash)। সেখানে এসেই নিজেদের বাস্তব জীবনের বিড়ম্বনা নিয়ে কথা বলেন তাঁরা। শিমুলের দেওর পলাশ তথা অভিনেতা সৌনক রায় (Sounak Roy) যেমন জানান, খলচরিত্রে অভিনয় করায় কীভাবে দর্শকদের রোষের মুখে পড়তে হয় তাঁকে।

All you need to know about Kar Kache Koi Moner Kotha serial Palash actor Sounak Ray

রচনার শোয়ে গিয়ে পলাশের চরিত্রে অবতীর্ণ হন সৌনক। ধারাবাহিকের একটি সংলাপ সকলকে বলে শোনান তিনি। আর তা দেখে হেসে গড়িয়ে পড়েন রচনা। এরপর তিনি জিজ্ঞেস করেন, এই চরিত্রে অভিনয় করে কেমন প্রতিক্রিয়া পান তিনি?

আরও পড়ুনঃ শত অপমান সত্ত্বেও শ্বাশুড়ির জন্য গয়না বন্ধক রাখবে শিমুল! মন গলবে মধুবালার? ফাঁস আজকের পর্ব

Kar Kache Koi Moner Kotha Palash, Sounak Roy

আরও পড়ুনঃ দাঁড়িয়ে থেকে ময়ূরী-নীলের বিয়ে দেব! সহ্যের বাঁধ ভাঙতেই রুদ্ররূপে মেঘ, ফাঁস আগাম পর্ব

জবাবে সৌনক বলেন, ‘লোকজন যা তা বলে। কেউ বলে জুতো মারবো। কেউ আবার বলে, তুমি এমন করছো, সামনে পেলেই তোমায় মারবো’। অনস্ক্রিন ভাইয়ের মুখে একথা শুনে সম্মতি জানান, শিমুলের স্বামী পরাগ তথা অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায়। এরপর রচনা যখন জানতে পারেন, সৌনক অবিবাহিত, তখন মজার সুরে অভিনেতার মাকে প্রশ্ন করেন, ‘এমন সংলাপ শুনলে কোনও মেয়ে আর বাড়ি আসবে তো?’

অপরদিকে পর্দার পরাগ তথা দ্রোণকেও যে কম কথা শুনতে হয় এমনটা কিন্তু নয়। পরাগ এদিন বলেন, তিনি বাস্তবেও বিবাহিত। ২০১৮ সালে মায়ের এক ছাত্রীকে বিয়ে করেছেন তিনি। সিরিয়ালের মতো রিয়েল লাইফেও অ্যারেঞ্জ ম্যারেজ করেছেন দ্রোণ।

একথা শুনে রচনা অভিনেতা জিজ্ঞেস করেন, তাহলে কি দ্রোণের জীবনও ‘কার কাছে কই মনের কথা’র নায়ক পরাগের মতো? সেই প্রশ্ন শুনে হেসে লুটোপুটি খান দ্রোণ। নেটপাড়ায় তুমুল ভাইরাল হয়েছে পর্দার পরাগ-পলাশের এই ভিডিও। তাতে কেউ লিখেছেন, নায়কের থেকে ভাইকে বেশি সুন্দর দেখতে। কারোর আবার মত, ‘এত খারাপ চরিত্রে অভিনয়। তবে মুখের হাসিটা কী সুন্দর’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥