• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমারটা ‘অতন্ত্য দামি’! গয়না বিক্রি করতে গিয়ে বড়াই, কটাক্ষ করেই সুদীপাকে ধুয়ে দিল নেটিজেনরা

বিতর্ক যেন থামতেই চাইছে না তাকে নিয়ে! পান থেকে চুন খসলেই নেটপাড়ায় কটাক্ষের শিকার হতে হচ্ছে সুদিপা চট্টোপাধ‍্যায়কে (Sudipa Chatterjee)। এক বিতর্ক শেষ আবারও এক বিতর্ক শুরু হয়ে যাচ্ছে। এককথায় তিনি যাই করছেন না কেন তাতেই সমালোচনা শুরু হয়ে যাচ্ছে। আর সম্প্রতি আবারও সোশ্যাল মিডিয়াতে ট্রোল্ড হলেন রান্নাবান্নার শোয়ের সঞ্চালিকা।

যাঁরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা সুদীপা চ্যাটার্জিকে কমবেশি চেনেন। জি বাংলার রান্নাঘর শোয়ের সঞ্চালিকা হওয়ার পাশাপাশি নিজের সাজসজ্জার ব্র্যান্ডও রয়েছে। অভিনেত্রীর একটি নিজস্ব বুটিক রয়েছে, সেখানে নানা ধরণের শাড়ি, গয়না থেকে শুরু করে  শিল্পকর্ম পাওয়া যায়। বহুদিন হল এই সমস্ত ব্যবসা শুরু করেছেন তিনি। কিন্তু শুরু থেকেই নেটিজেনদের কাছে ট্রোলড হতে হয়েছে তাকে।

   

Sudipa Chatterjee

নিজের গয়নার বড়াই করেও নেটমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন তিনি। একজন তার পোস্টে কটাক্ষ করে জানিয়েছিলেন, ‘তিনি সোনার গয়না ছাড়া পরেনই না’। অভিনেত্রীর এই মানসিকতাকে অনেকেই অহংকারী বলে আখ্যা দিয়েছিলেন। এরপর থেকেই গয়না সংক্রান্ত পোস্ট করলেও ট্রোলিং কমেন্ট দেখতে পাওয়া যায়।

সম্প্রতি পুজোর সময় নবমী লুকের ছবি শেয়ার করেন সুদীপা। ছবি দিয়ে লেখেন, ‘আমার নবমী লুকটার সবাই এত প্রশংসা করেছে যে সবার জন‍্য এত লুকটা আমাকে বানাতেই হল যত তাড়াতাড়ি সম্ভব। এটা আপনাদের দিওয়ালি লুকও হতে পারে’। অর্থাৎ তিনি তাঁর সাজের শাড়ি ও গয়না বিক্রি করবেন।

এখানেই শেষ নয় সাজ সম্পর্কে তিনি আরও লেখেন, ‘একটি তাসার বেনারসি শাড়ি, এবং দুটি নেকলেস সেট (আমারটা স্বর্ণ দিয়ে, কিন্তু এটি অত্যন্ত বেশি দাম)- ব্রোঞ্জ + তামা + গোল্ড পলিশ দিয়ে।’ তবে ডিজাইনে যে কোনো হেরফের হবে না সেটা তিনি নিশ্চিত করে দিয়েছেন। এর কারণ একই দক্ষিণ ভারতীয় কারিগরকে দিয়েই তিনি সেটা তৈরী করাবেন।

Sudipa Chatterjee Trolled for posting ecpensive jwellery comments

অভিনেত্রীর এই ‘অতন্ত্য দামি’ লেখার ব্যাপারটাই নেটিজেনদের অনেকে ভালো চোখে দেখেননি। সাথে সাথেই শুরু হয়েছে ট্রোলিং। কেউ লিখেছেন, ‘সুদীপা দিদির অনেক সোনা আছে এটাই কি উনি জানাতে চান?’ তো কেউ আবার বলেছেন, ‘সুদীপা নিজে যেটা পরেছেন সেটাও সোনার নয়। উনি পুজোতে অনেক ইমিটেশনের গয়না পরেছিলেন। সেগুলো স্পষ্ট করে বলতে লজ্জা লাগে?’