• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পুজোর মুখেই দুঃসংবাদ! কি হল স্বামী অগ্নিদেবের? নিজেই জানালেন রান্নাঘরের সুদীপা

Published on:

Sudipa Chatterjee shared health update of husband Agnidev Chatterjee

বাংলা বিনোদন জগতের অত্যন্ত পরিচিত মুখ হলেন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। জি বাংলার কুকারি শো  জি বাংলার  রান্নাঘর (Zee Banglar Rannaghor) সঞ্চালনা করেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এখন এই শোয়ের সম্প্রচার শেষ হয়ে গেলেও সোশ্যাল মিডিয়ার দৌলাতে আজও এই শিরোনামে থাকেন তিনি। শুটিংয়ের ব্যস্ততা না থাকলেও সুদীপা এখন সংসার সামলানোর পাশাপাশি পুরোদস্তুর  শাড়ি এবং গয়নার ব্যবসায়ী।

মাঝে মধ্যে ফেসবুকে নিজের শাড়ি এবং সেই গয়নার সম্ভার  নিয়ে হাজির হন সুদীপা। কিছুদিন আগেই বহু মূল্যের ঢাকাই  জামদানি বিক্রি করে নেটিজেনদের ব্যাপক কটাক্ষের মুখে পড়েছিলেন তিনি। এছাড়া হামেশাই নানা ধরনের বিতর্কিত মন্তব্য করেও চর্চায় থাকেন সুদীপা। তবে এদিন আরও একবার তিনি শিরোনামে এসেছেন ঠিকই। তবে কোন সোশ্যাল মিডিয়ার ট্রোলিং কিংবা রসিকতা নয় বরং একটি গুরুত্বপূর্ণ বিষয়ে এদিন শিরোনামে সুদিপা।

সুদীপা চট্টোপাধ্যায়,Sudipa Chatterjee,অগ্নিদেব চট্টোপাধ্যায়,Agnidev Chatterjee,অসুস্থ,Ill,হাসপাতালে ভর্তি,Hospitalised

আসলে বর্তমানে গুরুতর অসুস্থ তাঁর স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায় (Agnidev Chatterjee)। চিকিৎসার প্রয়োজনেই এই  মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন (Hospitalised) রয়েছেন তিনি। কিন্তু খবর রটে যায় ডেঙ্গিতে আক্রান্ত অগ্নিদেব। কিন্তু আসলে তা নয়। তাই এই ধরনের জল্পনা বন্ধ করতেই  তড়িঘড়ি একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে তিনি নিজেই আসল ঘটনাটা সবাইকে জানিয়ে দেন।

আরও পড়ুনঃ সূর্য-দীপার মহামিলনের বাজিমাত! জব্বর টেক্কা জগদ্ধাত্রী-ফুলকির, রইল চমকে দেওয়া TRP তালিকা

এদিন সোশ্যাল মিডিয়া পোস্টে স্বামীর অসুস্থতার খবর জানিয়ে সুদিপা লিখেছেন, ‘আমার স্বামী অগ্নিদেব চট্টোপাধ্য়ায় ডেঙ্গিতে আক্রান্ত হননি। তবে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগামীকাল তাঁর অ্যাঞ্জিওগ্রাম করা হবে। আপনারা পাশে থেকেছেন, সেই জন্য অনেক ধন্যবাদ। আমার স্বামীর জন্য আপনারা প্রার্থনা করবেন।’

আরও পড়ুনঃ ছোট পোশাক থেকে চুমুতে আপত্তির জেরেই কাজ হারা! আক্ষেপের সুরে জানালেন বাসবদত্তা

সুদীপা চট্টোপাধ্যায়,Sudipa Chatterjee,অগ্নিদেব চট্টোপাধ্যায়,Agnidev Chatterjee,অসুস্থ,Ill,হাসপাতালে ভর্তি,Hospitalised

এদিন সুদীপার স্বামীর অসুস্থতার খবর শুনে সোশ্যাল মিডিয়ায় প্রার্থনা করেছেন অসংখ্য অনুরাগীরা। কেউ লিখেছেন ‘খুব তাড়াতাড়ি দ্রুত সুস্থ হয়ে যাক অগ্নিদেব। তুমি মনে শক্তি রাখো।’ আবার কারও মন্তব্য ‘ভগবানের কাছে প্রার্থনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’ প্রসঙ্গত সুদীপার স্বামী অগ্নিদের চট্টোপাধ্যায় পেশার একজন পরিচালক।

শুরুতে ‘চৌধুরী ফার্মাসুটিক্যালস’ ধারাবাহিক পরিচালনা করার পর ‘চারুলতা ২০১১’,‘ডার্ক চকোলেট’,‘তিন কন্যা’, ‘মিসেস সেন’র মতো বেশ কতগুলি সিনেমা পরিচালনা করেছেন তিনি। কাজে সূত্রেই সুদীপার সাথে আলাপ হয়েছিল তাঁর। প্রসঙ্গত উত্তর কলকাতার যৌথ পরিবারের মেয়ে সুদীপা হলেন অগ্নিদেবের দ্বিতীয় স্ত্রী। ২০১০ সালে অগ্নিদেবের বালিগঞ্জের বাড়িতে খুবই সাদামাটা ভাবে বিয়ে হয়েছিল তাঁদের।  পরবর্তীতে ২০১৭ সালে তাদের আইনি বিয়ে হয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥