• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সূর্য-দীপার মহামিলনের বাজিমাত! জব্বর টেক্কা জগদ্ধাত্রী-ফুলকির, রইল চমকে দেওয়া TRP তালিকা

Published on:

Target Rating Point,TRP List,Bengali Serial,Anurager Chhowa,Jagaddhatri,Phulki,টার্গেট রেটিং পয়েন্ট,টিআরপি,বাংলা সিরিয়াল,অনুরাগের ছোঁয়া,জগদ্ধাত্রী,ফুলকি

Target Rating Point : একসপ্তাহের টান টান উত্তেজনার পর আজ বাংলা সিরিয়ালের (Bengali Serial) টার্গেট রেটিং পয়েন্ট (Target Rating Point) প্রকাশ্যে আসার দিন। ষ্টার জলসা (Star Jalsha) থেকে জি বাংলা (Zee Bangla) দুই চ্যানেলেই চায় সেরা হতে। তবে শেষ অবধি কে হল এসপ্তাহের বেঙ্গল টপার? চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত।

গত কয়েক সপ্তাহে টানাটানি চলছে অনুরাগের ছোঁয়া, জগদ্ধাত্রী ও ফুলকির মধ্যে কখনো এ আগে যায় তো কখনো আরেকজন। তবে সম্প্রতি বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সূর্য আসল সত্যি জানতে পেরেছে। এতেই হয়েছে বাজিমাত, সবাইকে পিছনে ছেড়ে আবারও সেরার সেরা হয়ে গিয়েছে অনুরাগের ছোঁয়া।

Jagadhatri actress Ankita Mallick opens up about less TRP score

হ্যাঁ ঠিকই ধরেছেন ৮.৯ পয়েন্ট পেয়ে এসপ্তাহে TRP টপার অনুরাগের ছোঁয়া। এর ঠিক পরেই ৮.৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। অর্থাৎ বোঝাই যাচ্ছে নিজের হারানো জায়গা হারাতে নারাজ জ্যাস সান্ন্যাল। তৃতীয় স্থানে রয়েছে ফুলকি, প্রাপ্ত পয়েন্ট ৭.৮। তবে দর্শকদের আশা আগামী দিনে টিআরপি টপার হয়ে যাবে ফুলকি।

আরও পড়ুনঃ মুখ বুজে সহ্য নয়, ময়ূরীকে ওপেন চ্যালেঞ্জ মেঘের! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র সুপার ধামাকা পর্ব

এরপর চতুর্থ স্থানে রয়েছে সৃজন পর্ণার কাহিনী নিম ফুলের মধু। ইশার গায়ে ‘বেহায়া’ ছেপে ব্যাপক বাহবা পেয়েছিল পর্ণা। তবে এবার তাঁর সামনে নতুন বিপদ ছিনতাইবাজ মেঘনাদকে ধরতে হবে। যদিও ইতিমধ্যেই তাকে চিনতে পেরেই গিয়েছে  সে। অন্যদিকে জায়গা ছাড়তে নারাজ ‘রাঙা বউ’ সিরিয়ালটিও। ৬.৮ পয়েন্ট পেয়ে এবারেও সেরা পাঁচের মধ্যে রয়েছে শ্রুতি দাসের সিরিয়াল। চলুন এবার সম্পূর্ণ টিআরপি তালিকা দেখে নেওয়া যাক।

আরও পড়ুনঃ আবারও তছনছ হবে সূর্য-দীপার সুখের সংসার! সূর্যর সন্তানের মা হতে বেপরোয়া মিশকা, ফাঁস ধামাকা পর্ব

বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকা (TRP List of Top 10 Bengali Serial) :

অনুরাগের ছোঁয়া – ৮.৯ প্রথম
জগদ্ধাত্রী – ৮.৪ দ্বিতীয়
ফুলকি – ৭.৮ তৃতীয়
নিম ফুলের মধু – ৭.৭
রাঙা বউ – ৬.৮

সন্ধ্যাতারা – ৬.৭
কার কাছে কই মনের কথা – ৬.৬
খেলনা বাড়ি – ৬.৫
Love বিয়ে আজকাল – ৬.৪
হরগৌরী পাইস হোটেল – ৬.৩

প্রসঙ্গত, শীঘ্রই ষ্টার জলসার ‘এক্কা দোক্কা’ শেষ হতে চলেছে। বদলে আসছে ‘জল থই থই ভালোবাসা’। ইতিমধ্যেই সিরিয়ালের প্রোমো ভাইরাল হয়ে গিয়েছে নেটপাড়ায়। অন্যদিকে জি বাংলায় আসছে ‘মিলি’। মিলির জন্য জায়গা ছাড়তে হয়েছে খেলনা বাড়িকে। এছাড়াও ইতিমধ্যেই শুরু হয়েছে ‘তোমাদের রানী’ আশা করা হচ্ছে শীঘ্রই সেরা দশের তালিকায় দেখা যেতে পারে এই নতুন সিরিয়ালগুলিকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥